WestBengalBangla

May 19 2023, 11:36

*২রা ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা*


২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর প্রায় আড়াই মাসের মধ্যে প্রকাশিত হলো তার ফলাফল। এরপর জানা গেলো ২০২৪ সালে অর্থাৎ আগামী বছর কবে থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। শুক্রবার এই বছরের ফল প্রকাশের পরেই আগামী বছরের এই বড় ঘোষণাটি করে দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

WestBengalBangla

May 19 2023, 11:04

*প্রকাশিত হল ২০২৩ সালে মাধ্যমিকের ফলাফল*


শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ। 

২০২৩ সালে ৬৯৭ পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা মাজি। ৬৯১ পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের শুভম পাল। এই বছর প্রথম দশ জনে রয়েছে ১১৮ জন পরীক্ষার্থী। ২০২৩ সালের মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫% ।  ২০২৩ সালে ৯৬.৮৭% পাশের হারে রাজ্যে সেরা পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা।

উল্লেখ্য,দুপুর ১২ টা থেকে একাধিক ওয়েবসাইট, অ্যাপ এবং SMS এর মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসের তরফে স্কুলগুলির হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। দুপুর ১২ টা থেকেই স্কুল থেকে সেই মার্কশিট ও সার্টিফিকেট নিতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে ৭৫ দিন পর ফল প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ।

WestBengalBangla

May 19 2023, 10:20

*ডায়মন্ডে নওশাদকে 'স্বাগত' অভিষেকের*


নওশাদ সিদ্দিকিকে ডায়মন্ড হারবার লোকসভায় স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে নওশাদ আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হতে চান বলে মন্তব্য করেছিলেন। আইএসএফ নেতা প্রার্থী হওয়ার কথা ঘোষণা করায় শুক্রবার পশ্চিম বর্ধমানে তৃণমূল সাংসদ অভিষেক বলেন, 'খুব ভালো। ওঁকে স্বাগত জানাই।গণতন্ত্রে সবার ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে। নরেন্দ্র মোদী দাঁড়াতে পারেন, অমিত শাহ দাঁড়াতে পারেন, নওশাদ সিদ্দিকি দাঁড়াতে পারেন, অসুবিধা কী!'

WestBengalBangla

May 19 2023, 09:56

*এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু!*


এগরা বিস্ফোরণকাণ্ডে আহত মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু। তারপর ভানুকে ওড়িশা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন ভানু বাগ। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের ২ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯ নম্বর ধারা যুক্ত করেছে সিআইডি।

WestBengalBangla

May 19 2023, 07:03

*কালবৈশাখীর ভয়ঙ্কর তাণ্ডব! জারি হলো সর্তকতা, জেনে নিন আজকের আবহাওয়া*


সূর্যের প্রচন্ড দাবদাহে জ্বলছে কলকাতা৷ এরই মধ্যে গতকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভয়াবহ ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও শহর কলকাতায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় একাধিক সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।

রাজ্যে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তার সাথে দোসর ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে৷ আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

May 19 2023, 07:01

*আজকের রাশিফল ১ ৯ শে মে ( শুক্রবার) *


মেষ: ছবির পেশায় যুক্ত মানুষরা ভালো ফল করবেন। অফিসের কাজ সামলে আজ পরিবারের মানুষদের প্রয়োজনকে গুরুত্ব দিন। কোথাও ঘুরতে গিয়ে ব্যবসায়িক যোগাযোগ বাড়তে পারে। জরুরী কাজ আজ শেষ হবে।

বৃষ: কাছের মানুষকে সন্দেহ করা উচিত নয়। ধৈর্য ধরে নিজের কাজ করে যান। অবসর কাটান স্ত্রীয়ের সাথে। আপনার সঞ্চয় বাড়বে। পর্যটনকে কেন্দ্র করে নিজের পেশা শুরু করার কথা ভাবতে পারেন।

মিথুন: তোষামোদ করে কাজ হাসিল করার দরকার নেই। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন। আজ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ বোধ করবেন। আপনার বিনয় সকলকে খুশি করবে। শ্বশুরবাড়ি থেকে কোনও ভালো খবর আসবে।

কর্কট: সহকর্মীরা মূল্যবান জিনিস চুরি করতে পারে। রত্ন এবং গহনায় বিনিয়োগ লাভ দেবে। বাড়ির বড়দের স্বাস্থ্যের যত্ন নিন। আত্মবিশ্বাস এবং প্রত্যয় আপনার চলার পথ সুগম করবে। সহকর্মীদের সহায়তা পাবেন। সাফল্য আসবে।

সিংহ: কাজের চাপের জন্য পরিবারকে অবহেলা করবেন না। সব ক্ষেত্রে ভালো ফল করবেন। একাগ্রতাও খুব ভালো থাকবে। আপনার ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। আপনার মন শান্ত থাকবে।

কন্যা: বন্ধুদের সাথে ঝঞ্ঝাট মিটিয়ে নিন। মেধার বিকাশ হবে। উচ্চশিক্ষার সুযোগ আসবে। জ্ঞানার্জনের জন্য অর্থব্যয় হবে। যান।নিজের দক্ষতাকে শানিয়ে নিন। পরিবারের মানুষদের দরকারের কথায় আজ গুরুত্ব দেওয়া উচিৎ।

তুলা: প্রেমিকার সব কথা মেনে চললে সমস্যা। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগপ্রবণ হবেন না। তাতে বিপদে পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তায় রাখতে পারে। বন্ধু এবং পরিবারের সাথে ভালো সময় কাটবে।

বৃশ্চিক: বাড়ির লোকের জন্য কাজে মনসংযোগ নষ্ট হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ গুলিতে অর্থ ব্যয় করুন। পরবর্তীকালে লাভ পাবেন। আপনার পরিশ্রম এবং উদ্যোগ আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবে।

 ধনু: অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে হবে। কোনও সেমিনারে যোগ দিতে পারেন। জীবনসঙ্গীর সাথে আনন্দে দিন কাটবে। অনেকের সমস্যার সমাধান করতে পারবেন। বাড়ির সংস্কার করার দরকার হতে পারে।

মকর: যৌথ ব্যবসায় ঝুঁকি নেওয়া উচিত হবে না। নিজেকের কাজকে বিশ্লেষণ করার মাধ্যমে আপনার দক্ষতা অনেক বেড়ে যাবে। মনোবল ভালো রাখতে নিজেকে খেলাধুলায় মত্ত রাখতে পারেন। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে।

কুম্ভ: ছুটির দিনের জন্য পরিকল্পনা করুন। অবিবাহিতরা উপযুক্ত জীবনসঙ্গী পেতে পারেন।ধ্যান এবং যোগাভ্যাস আপনাকে তরতাজা রাখবে। ব্যবসায় যোগাযোগ বাড়বে। তা কাজে লাগাতে পারলে বড় লাভ হতে পারে।

মীন: সবদিক বিচার না করে বিনিয়োগ করবেন না। মনে শান্তি থাকবে। কোনও বড় কাজের দায়িত্ব পেতে পারেন। যোগ্য ব্যক্তি হিসাবে আপনার পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।

WestBengalBangla

May 18 2023, 13:38

*সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক*


কুন্তল ঘোষের চিঠি মামলায় চরম বিপাকে পড়েছেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জরিমানা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেইসঙ্গে অভিষেককে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলেও ক্লিনচিট দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এহেন ঘটনায় বহু হেভিওয়েট জেলে রয়েছেন। এদিকে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূল সাংসদের। তৃণমূলের এক সমাবেশ থেকে অভিষেক দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম বলানোর জন্য ধৃতদের ওপর চাপ দিচ্ছে ইডি, সিবিআই। এরপরেই কুন্তল ঘোষও দাবি করে বসেন যে তাঁকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি, সিবিআই।

WestBengalBangla

May 18 2023, 13:37

*কালবৈশাখী ঝড়ে প্রাণ হারালো শিশু*


রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টি। গতকালও কালবৈশাখী ঝড়ের দাপট দেখেছে জেলাগুলো। এরই মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঝড়ের জেরে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দু’বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার সারদুয়ারি-কনকপুর গ্রামে। মৃতের নাম সঙ্গীতা কোনাই। জখম আরও এক শিশুসহ তিনজন। আহতদের সকলকে উদ্ধার করে স্থানীয় মুরারই ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল রাতে নিজের বাড়িতে সপরিবারে ঘুমোচ্ছিলেন রোহিত কোনাই নামে এক ব্যক্তি। সেই সময় আচমকা ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ের দাপটে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় সঙ্গীতার।

WestBengalBangla

May 18 2023, 12:39

*অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়! ED ও CBI জেরা*

কথাতেই আছে যে হাকিম বদলালেও হুকুম বদলায় না, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই কথাটা যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। কুন্তল ঘোষের চিঠি মামলায় আরও অস্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জেরা করতে পারবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহালই রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জরিমানা করেছেন বিচারপতি। সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় দুই এজেন্সি ইডি ও সিবিআই কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে রায় দিয়েছেন।

WestBengalBangla

May 18 2023, 08:12

*আসছে ভারী বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে ১৮ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর একাধিক সতর্কতা জারি করেছে। আজ হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রপাতের সম্ভাবনা, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমে হতে পারে শিলাবৃষ্টি। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৭°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.২° সেলসিয়াস। কলকাতাতেও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোখা সরে যেতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরেই এই ঝড়-বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।