May 05 2023, 17:03
*আটকে রয়েছে লাইনের কাজ! পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে আধিকারিকরা*
হুগলির গোঘাট থানার ভাবাদিঘী জটে আটকে থাকা রেল লাইনের কাজের জন্য পরিদর্শনে গিয়ে, গ্রামবাসীদের আন্দোলনের মুখে পড়লেন রেল আধিকারিকরা।
এর ফলে এলাকা ছাড়লেন রেলের উচ্চ পদস্থ কর্তারা।
ভাবাদিঘী জটে দীর্ঘ দিন ধরেই থমকে রয়েছে তারকেশ্বর -থেকে বিষ্ণপুর রেল লাইনের কাজ।
দিঘী বাঁচাও কমিটির আন্দোলনের জেরে গোঘাটের ভাবাদিঘী এলাকায় কাজ থমকে যায় রেল লাইনের।বারবার রেল কর্তারা ভাবাদিঘী পরিদর্শন করলেও কাজে অগ্রগতি কিছুই হয়নি।
এদিকে দিঘীর জল গড়িয়েছে আদালত পর্যন্ত।
তার মাঝে ফের আজ ভাবাদিঘী পরিদর্শন করতে আসেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।
কিন্তু কোনো কথাই বললেন না আন্দোলন কারিরা।
উল্টে আন্দোলন কারিদের প্রতিবাদের মুখে পড়লেন তারা।
হাতে পোষ্টার নিয়ে প্রতিবাদ দেখান তারা।
কবে হবে রেললাইনের কাজ তা নিয়ে ধোঁয়াসায় এলাকার মানুষের ।শুক্রবার হঠাৎ করে পূর্ব রেলের আধিকারিকরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল পথে ভাবাদিঘির রেলজট এলাকা পরিদর্শন করেন। তারা তারকেশ্বর থেকে ট্রেনে করে গোঘাট স্টেশনে এসে নামেন। তারপর সড়কপথে ভাবা দিঘির রেল লাইনের কাজ পরিদর্শনে যান। কিন্তু গ্রামের মানুষের দাবি, ভাবা দিঘির জট কাটাতে রেল লাইন পরিদর্শন করলেও তাদের সঙ্গে রেলের আধিকারিকরা কোন কথা বলেনি। গ্রামের মানুষ রেলকর্তাদের উপস্থিতির কথা জানতে পেরে পোস্টার হাতে প্রতিবাদ জানায়। প্রসঙ্গত উল্লেখ্য তারকেশ্বর বিষ্ণুপুরের রেল লাইনের কাজ ভাবাদিঘির জোটের কারণে থমকে রয়েছে। হুগলি জেলার অন্যতম পবিত্র স্থান কামারপুকুর রেল স্টেশনেও নিস্তব্ধতা বিরাজ করছে। কামারপুকুর মঠ ও মিশনে আসতে বহু মানুষকে নাজে হাল হতে হচ্ছে ভাবাদিঘির রেল জটের কারনে।
কবে এই ভাবাদিঘির রেল জট কেটে তারকেশ্বর বিষ্ণুপুর রেল চলাচল করবে সেটাই এখন দেখার।
যদিও রেল আধিকারিকরা এনিয়ে সংবাদ মাধ্যম কাছে মুখ খুলতে চাননি।ভাবাদিঘীর পর তারা বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকায় রেল লাইনের কাজ খতিয়ে দেখতে যান।





May 19 2023, 09:54