*"কেরালা স্টোরি" সিনেমাকে কেন্দ্র করে উত্তেজনা বেলঘড়িয়া*
কলকাতা: গতকালের রাজ্য সরকারের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল "কেরালা স্টোরি'। কিন্তু বেশ কয়েকটি সিনেমা হলে সেই নির্দেশিকা এসে না পৌঁছানো সকাল সকাল সেই সিনেমা হলের সামনে পৌঁছায় সিনেপ্রেমীরা। তেমনই একটি সিনেমা হল বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন রূপমন্দির সিনেমা হল। এদিন সকাল পর্যন্ত সেখানে কোনরকম নোটিশ আসেনি। সেকারণে বিজেপি সমর্থক কর্মী কয়েকজন সিনেপ্রেমী সিনেমা হলের সামনে পৌঁছান। সেই মুহূর্তে বেলঘড়িয়া থানার পুলিশ এসে পৌছায়।
এমন মুহূর্তে সিনেমা হলে সিনেমা বন্ধের নোটিশ পড়ে। দূরদূরান্ত থেকে আসা সিনেপ্রেমীরা এরপরে বিক্ষোভে সামিল হন। সিনেমা হলের গেট ভাঙার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ লাঠি উঁচিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপরেই বিক্ষোভে সামিল হয় সিনেপ্রেমীরা।
![]()
May 10 2023, 13:21