হাওড়া স্টেশনে প্রচুর পরিমান সোনার গয়না সহ আটক এক ব্যক্তি
হাওড়া: হাওড়া স্টেশন থেকে প্রচুর পরিমান সোনার গহনা সহ আটক এক ব্যক্তি। ২,৯৮৫ গ্রাম সোনার গহনা বাজেয়াপ্ত করে আর পি এফ।যার আনুমানিক মূল্য ১,৭৭,৪৫,৪২৫ টাকা।আর পি এফ সূত্রে জানা গেছে হাওড়া স্টেশনে গতকাল নজরদারি চালাচ্ছিলো ক্রাইম প্রিভেনশন এন্ড ডিটেকশন স্কোয়াডের টিম।
তখনই এক ব্যক্তিকে সন্দেহভাজন হয়ে ঘুরতে দেখা যায়।তার ব্যাগে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ সোনার গহনা পাওয়া যায়।তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম অভিজিৎ কুমার।বাড়ি বিহারের মজফরপুরে।তিনি গহনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।আর পি এফ এর আধিকারিকরা তাকে কাস্টমস আধিকারিকদের হাতে তুলে দেন।
![]()
May 08 2023, 14:27