WestBengalBangla

May 04 2023, 16:49

*মোকা না মোটা? নাম গুলিয়ে ফেললেন মমতা*


অতীতে একের পর এক ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে বাংলা। আগামী সপ্তাহেই আসছে মোচা। তবে, কেউ বলছে মোকা তো কেউ বলছে মোচা। মালদার সভা থেকে এবার নাম গুলিয়ে 'মোটা' করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরা সভায় তিনি বলেন, '৭ তারিখ মোচা না মোটা কী একটা আসছে।

অনেকেই বলছে পাথরের মতো কিছু একটা আসবে, আর সব নাকি দুমদাম করে ভেঙে দিয়ে চলে যাবে।' মুখ্যমন্ত্রী আরো বলেন যে রাজ্য সরকারের আবহাওয়া বিশেষজ্ঞদের দল রয়েছে।আগে থেকে সতর্ক থাকলে উপকুলবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

WestBengalBangla

May 04 2023, 16:48

*কালবৈশাখীতে মৃত্যু! ২ লক্ষ টাকা দেবে সরকার*


কয়েকদিন ধরেই রাজ্যে তাণ্ডব চালাচ্ছে কালবৈশাখী। বজ্রপাতে ঘটেছে মৃত্যুর ঘটনাও। এখনও পর্যন্ত ঝড়-বৃষ্টিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সরকারি সূত্রে। এবার নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্যস্বরূপ ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভা থেকে তিনি বলেন, কালবৈশাখী বড্ড বেশি হচ্ছে এবং বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

WestBengalBangla

May 04 2023, 16:47

*নজরে আরো এক TMC কাউন্সিলর!*


আবার এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানা । নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে উঠে এলেন এক তৃণমৃল কাউন্সিলর। ব্যারাকপুরে তালবাগান রোডে জয়দীপ দাসের বাড়িতে সিবিআই। জানা গেছে, তিনি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রায় ৬ ঘণ্টা ধরে চালানো হয়েছে তল্লাশি । আর তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। 'বাড়িতে দুটি সিডি ছিলো নিয়ে গেছে সিবিআই', জানালেন তৃণমূল কাউন্সিলর।

WestBengalBangla

May 04 2023, 13:01

*কালিয়াগঞ্জ নিয়ে এবার সরম হলেন নওশাদ সিদ্দিকী*


কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় আরো একবার সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, সরকার নয়, রাজ্যে সার্কাস চলছে। প্রতি ক্ষেত্রেই কীভাবে পুলিশ আত্মহত্যা বলে মন্তব্য করতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তদন্তকে প্রভাবিত করার অভিযোগ সহ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভাঙড়়ের বিধায়ক। তিনি বলেন যে রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না। পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দেবে মানুষ।

WestBengalBangla

May 04 2023, 12:59

*নিয়োগ দুর্নীতি নিয়ে এবার সরম হলেন দিলীপ ঘোষ*


রাজ্যে একের পর এক বিজেপি নেতা-কর্মীর মৃত্যুতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যেমন উঠেছে প্রশ্ন, তেমনই পুলিশের ভূমিকা নিয়েও সুর চড়িয়েছে বিজেপি। সম্প্রতি ময়নায় বিজেপির বুথ সভাপতির মৃত্যুতে আদালতের দ্বারস্থ হয়েছে নিহতের পরিবার। সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জোর কদমে তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। চলছে ধরপাকড়। সে নিয়ে বিজেপি তথা কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ময়না ও কালিয়াগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্য পুলিশ কোনো ঘটনাকেই গুরুত্ব দিচ্ছে না।

এমনকি, এফআইআর লিখছে লঘু করে। এরপর মানুষ কিভাবে পুলিশের ওপর আস্থা রাখবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন,''রাজ্য পুলিশ ও প্রশাসন ঠিকঠাক কাজ করছে না বলেই তো বারবার আমাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করানোর কথা বলতে হয়। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত না করলে কেউ ভালোভাবে বিচারও পাবেন না এই রাজ্যে।''

WestBengalBangla

May 04 2023, 11:24

*'কালীঘাটের কাকু'-র বাড়িতে সিবিআই*

'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে সিবিআই হানা। নিয়োগ-দুর্নীতিকাণ্ডের তদন্তে এদিন 'কালীঘাটের কাকু'র বাড়িতে যায় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছয় সুজয়কৃষ্ণর কাছে, দাবি সিবিআই সূত্রের।

WestBengalBangla

May 04 2023, 06:44

*কাল থেকেই তীব্র হবে ‘অকাল বর্ষণ’!জেনে নিন আজকের আবহাওয়া*


গোটা এপ্রিল জুড়ে তীব্র গরমের পর মে মাসে অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। কালবৈশাখীর দাপটে জেলায় জেলায় প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিলেছে পশ্চিমবঙ্গবাসীর।এদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দক্ষিণের প্রায় সব জেলায় আজ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা।আজ ও আগামী ৪-৫ দিন বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আজ ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের কিছু কিছু জায়গায়। উত্তরের সব জেলায় বজ্রপাত সব ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী পাঁচদিন। আজ রাজ্যের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩২.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। 

WestBengalBangla

May 04 2023, 06:42

*আজকের রাশিফল ৪ঠা মে ( বৃহস্পতিবার)*


মেষ রাশি: কোথাও বিনিয়োগের আগে আজ অবশ্যই সতর্ক হন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে আজ আপনার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি: সন্ধ্যে নাগাদ বাড়িতে আজ অতিথিরা আসতে পারেন। তাঁদের সাথে বেশকিছুটা ভালো সময় কাটবে। যোগ ব্যায়াম এবং ধ্যান আজ আপনাকে মানসিকভাবে ফিট থাকতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে আজকে সতর্ক থাকুন। নাহলে সঙ্কটের সম্মুখীন হবেন। কোনো ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পক্ষে আজ ভালো দিন। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

মিথুন রাশি: আপনি আজ আপনার আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। আজ আপনার নিজের জন্য অনেকটা সময় থাকবে। তাই সেটিকে কাজে লাগিয়ে শরীর এবং মন ভালো রাখার জন্য আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন।

কর্কট রাশি: অতীতের অযথা অর্থব্যয়ের কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আপনার বন্ধু-বান্ধবদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারেন।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য ক্লান্ত থাকতে পারেন। তাই, অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।

কন্যা রাশি: শরীর এবং মন ভালো রাখতে আজ থেকেই নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করতে শুরু করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন।

তুলা রাশি: কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করলে আপনি আজ লাভবান হবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। কোথাও কেনাকাটা করার পরিকল্পনা থাকলে আজ অযথা অর্থব্যয় এড়িয়ে চলুন। তবে, আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো।

বৃশ্চিক রাশি: এই রাশির পড়ুয়ারা আজ অযথা অনেকটা সময় নষ্ট করতে পারে। অতীতের কোনো ভুল সিদ্ধান্ত আজ আপনার হতাশা এবং মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। ব্যাঙ্কিং কারবার আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে।

ধনু রাশি: আপনি আজ কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। আজ আপনি আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পারিবারিক কোনো সমস্যাকে মিটিয়ে দিতে পারেন। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। প্রেমের জন্য আজকের দিনটি দুর্দান্ত।

মকর রাশি: ভবিষ্যতে আর্থিক সঙ্কটের হাত থেকে রক্ষা পেতে আজ থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন।

কুম্ভ রাশি: শরীর এবং মন ভালো রাখতে আজ থেকেই নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করতে শুরু করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন কেউ আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনার কোনো নতুন পরিকল্পনা সম্পর্কে আজ বন্ধুরা এবং পরিবারের সদস্যরা উৎসাহিত হবেন।

মীন রাশি: আপনাকে আজ শরীর নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পাশাপাশি, আজ আপনি আপনার সুস্বাস্থ্যের কারণে বন্ধুদের সাথে কোনো খেলাধূলার পরিকল্পনা করতে পারেন।

WestBengalBangla

May 03 2023, 15:09

ব্যালট পেপারে কোন পক্ষপাতিত্ব নয়, আশ্বস্ত করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়
ব্যালট পেপারে কোন পক্ষপাতিত্ব নয়, আশ্বস্ত করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়

WestBengalBangla

May 02 2023, 11:50

*ট্যুইটারে 'অভিশপ্ত দিন'-এর কথা স্মরণ করালেন শুভেন্দু*


২ বছর আগে ভোট পরবর্তী হিংসায় যেভাবে রক্ত ঝরেছিল, আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরাও। এমনকি ঘটেছিল প্রাণহানির ঘটনাও। ২ মে সেই কথাই আরও একবার স্মরণ করালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ এর ঘটনার আজ দ্বিতীয় বর্ষপূর্তি।

তৃণমূল সরকারকে নিশানা করে তিনি ট্যুইট বার্তায় লেখেন, ''২০২১-এর ২ মে, যারা ভোট-পরবর্তী ভয়াবহ হিংসা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে। বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল।

বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাদেরসঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।''