*আজকের রাশিফল ২৬শে এপ্রিল ( বুধবার)*


মেষ রাশি-আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল।

বৃষ রাশি-কোনও বিবাদের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন।

মিথুন রাশি-পিতার সঙ্গে তর্ক একেবারেই করতে যাবেন না। পরিস্থিতি বুঝে খরচ করুন। সংসারের কোনও দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে।

কর্কট রাশি-সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার লক্ষণ।

সিংহ রাশি-রাজনীতির লোকেদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের কোনও রোগ হওয়ার আশঙ্কা। কোনও লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসায় অর্থ আসতে পারে।

কন্যা রাশি-কর্মস্থানে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ হতে পারে।

তুলা রাশি-সকাল দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। আজ আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।

বৃশ্চিক রাশি-প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

ধনু রাশি-যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্র শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদ আসতে পারে।

মকর রাশি-মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে।

কুম্ভ রাশি-বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

মীন রাশি-আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত কাজে খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা। বন্ধুদের নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে।

*কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য সরকারকে চিঠি পাঠালো জাতীয় মানবধিকার কমিশন*

মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ । পরিস্থিতি সামাল দিতে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। থানার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। এবার ঘটনা প্রসঙ্গে জাতীয় মানবধিকার কমিশন নোটিশ দিয়েছে রাজ্য সরকারকে।

*অভিষেকের সভায় 'ব্যালট লুঠ'!*

অভিষেকের কর্মসূচির প্রথম দিনে ব্যাপক বিশৃঙ্খলা । গোপন ব্যালট পেপার ছিনতাই করলেন তৃণমূলের কর্মীরা, এমনটাই অভিযোগ। নবজোয়ারের প্রথম দিনে গণভোটের ব্যালট লুঠ । সাহেবগঞ্জ, গোসানিমারির সভাস্থলে হয়েছে ব্যাপক হাঙ্গামা। কিছু অতি উৎসাহী ঘটিয়েছে। কাল পুনর্নির্বাচন হবে, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । জনগণের উচ্ছ্বাসে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি করা হলো। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফের গণভোটের সিদ্ধান্ত তৃণমূলের ।

*আগুনে জ্বলছে কালিয়াগঞ্জ থানা*

নাবালিকাকে ধর্ষণ করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠলো কালিয়াগঞ্জ। রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভকে ঘিরে ছড়ালো উত্তেজনা। থানা ঘেরাও কর্মসূচিতে তুলকালাম কাণ্ড। থানায় আগুন লাগিয়ে দিলো বিক্ষোভকারীরা। দাউদাউ করে জ্বলছে কালিয়াগঞ্জ থানা । জ্বালিয়ে দেওয়া হলো থানার সামনে রাখা গাড়ি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ কাঁদানে গ্যাসের প্রয়োগ করলো পুলিশ।

*অভিষেকের দুয়ারে BSF’র গুলিতে নিহত দুই যুবকের পরিবার*

এর আগে কোচবিহারে সভা করতে এসে সেই সভার মঞ্চে তিনি ডেকে নিয়েছিলেন BSF’র গুলিতে নিহত প্রেমকুমার বর্মণের পরিবারকে। সেই সভা থেকেই তিনি বাংলার মানুষকে, দেশের মানুষকে তিনি জানিয়েছিলেন কাশ্মীরে ছররা গুলিতে যেভাবে জঙ্গি নিধন হয় সেই গুলিতেই কীভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে প্রেমকুমারকে। যার বয়স মাত্র ১৯। সেদিন তাঁর মুখে এই ভয়ঙ্কর কথা শুনে চমকে উঠেছিল গোটা বিশ্ব। এবারে তিনি কাছে ডেকে নিয়েছেন প্রেমকুমারের পরিবারকে। সঙ্গে ডেকে এনেছেন আরও এক সংখ্যালঘু পরিবারকে যা পরিবারের এক ছেলেকেও গুলি করে মেরেছে অমিত শাহ আর নিশীথ প্রামাণিকেরBSF।

কোচবিহারের বুক থেকে ‘জনসংযোগ যাত্রা শুরুর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরকাছে চলে এল BSF’র গুলিতে নিহত দুই যুবকের পরিবার। অবশ্য এই প্রথম নয়, এর আগে গত ফেব্রুয়ারি মাসে কোচবিহারের মাথাভাঙার জনসভায় অভিষেক মঞ্চে ডেকে নিয়েছিলেন নিহত রাজবংশী যুবক প্রেমকুমারের বাবা শিবেন বর্মণ এবং মা সুখমণিকে।

*ফের অভিষেকের নিশানায় BSF!*

পঞ্চায়েত ভোটের আবহে 'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল। এদিকে আজ মঙ্গলবার এই কোচবিহার থেকে এই কর্মসূচি শুরু করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সিতাই থেকে একের পর এক ইস্যু নিয়ে ফের বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন অভিষেক বলেন, 'বিএসএফের জুলুমবাজির সমাধান চাইছেন মানুষ।

কাশ্মীরে ব্যবহৃত ছররা গুলির ব্যবহার হচ্ছে কোচবিহারে। পথশ্রী প্রকল্পে দিনহাটা-সিতাই রাস্তা তৈরি হচ্ছে। দিল্লির বুক থেকে দাবি ছিনিয়ে আনতে হবে। বহিরাগতদের প্রত্যাখ্যান করুন। রাজ্যের সড়ক প্রকল্পে কেন্দ্রের ১০ পয়সাও নেই। গিতালদহের নিহত প্রেম কুমারের পরিবারের সঙ্গে কথা হয়েছে।'

*মোদীকে আক্রমণ অভিষেকের*

আজ মঙ্গলবার জনসংযোগ যাত্রার প্রথম দিনই দিনহাটা থেকে বিজেপিকে লাগাতার নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সাহেবগঞ্জ থেকে দেশের বিজেপি ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, 'মোদীর ৫৬ ইঞ্চি, বালাকোটের নামে আর ভোট নয়। ভোট দিতে হবে নিজের অধিকার বুঝে নিতে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের জন্য ভোট দিন।'

*ক্ষণিকের স্বস্তি ফের বাড়ছে তাপমাত্রা! জেনেনিন আজকের আবহাওয়া*


বৃষ্টি এবং ঝড়ের জেরে খানিক স্বস্তি মিলেছে।সমতল তো বটেই, উত্তরে পাহাড়েও বেশ কিছুটা গরম লাগতে শুরু করে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.১°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪° সেলসিয়াস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে। রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে। বুধবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।

*আজকের রাশিফল ২৫শে এপ্রিল ( মঙ্গলবার)*


মেষ : আজ আপনার জন্য একটি মিশ্র ফল অপেক্ষা করছে। জ্ঞান ও কর্মের মেলবন্ধনে সম্মানলাভ। থেমে থাকা কাজে সিদ্ধি। ধর্মীয় যাত্রার আলোচনা হবে। ভালো খাতে ব্যয় করায় খ্যাতি বৃদ্ধি পাবে। সন্তানের থেকে সন্তুষ্টি।

বৃষ : গ্রহের অবস্থান মর্যাদা বৃদ্ধি করবে। শাসকদের অনুগ্রহে সম্পদ অর্জন। সুযোগের সদব্যবহার করুন। আপনার দিনটি ভালো কাটবে।

মিথুন : আপনার অকারণ উদ্বেগই আপনার শত্রু হয়ে উঠতে পারে। মায়ের কষ্ট। ব্যবসায় সাবধানতা অবলম্বন করুন এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। দিনটি স্বাভাবিক ভাবেই কাটবে।

কর্কট : আজকের দিনটি সুখ ও শান্তির। গত বেশ কয়েকদিন ধরে চলা উত্তেজনা কমে আসবে। আইন আদালতে বিজয়ী হবেন। মকর রাশির জাতক আপনার পত্নীকে রোগমুক্ত করবেন।

সিংহ : অকস্মাৎ প্রচুর লাভে সঞ্চয় বাড়বে। সন্ধ্যায় আনন্দের খবর আসবে। রাতে যে কোনও শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

কন্যা : আজ আপনার স্বাস্থ্য এবং নিস্তেজ ব্যবসায়ের উন্নতি হবে। কাঙ্ক্ষিত সম্পদলাভ মনোবলকে বাড়িয়ে তুলবে। স্ত্রী এবং শিশুর কাছ থেকে সন্তোষজনক সংবাদ। মহান মানুষের সহায়তায় শত্রুদমন। আত্মীয়দের সাথে মনোমালিন্য দূর করার উদ্যোগ নিন।

তুলা : রাজনীতির ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। পার্থিব সুখে পরিবারে আনন্দ। একটি বিশেষ অনুষ্ঠানে মহান ব্যক্তির সাক্ষাতের সুযোগে দীর্ঘ সময়ের জন্য স্থগিত হওয়া গুরুত্বপূর্ণ কাজের গতি বাড়বে।

বৃশ্চিক : আজকের দিনটি খুব ব্যস্ততার সাথে এবং মানসিক চাপমুক্ত ভাবে কাটবে। বিচক্ষণতার সাথে কাজ করুন। কাছের লোকদের সাথে নিরর্থক বিরোধে জড়িয়ে পড়বেন না, ক্ষতি হতে পারে। খাওদাওয়াতে যত্ন নিন।

ধনু : গ্রহের অবস্থান আপনার স্ত্রীর পক্ষে অকারণ ব্যয় এবং বেদনাদায়ক অনুভূতি আনবে। নিকট এবং দূরে ভ্রমণের আলোচনা চলতে থাকবে। সন্ধ্যায় কিছু সুসংবাদ মনকে তৃপ্তি দেবে।

মকর : সম্পত্তি সংক্রান্ত কাজ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। মহাপুরুষদের সাক্ষাৎ মনে আনন্দ দেবে। উচ্চ আধিকারিকদের কৃপায় বিগড়ে যাওয়া কাজ সমাধা হবে।

কুম্ভ : আয়ের নতুন উৎস আজ বিকাশ পাবে। শত্রুপক্ষ পরাজিত হবে। নতুন পরিচিতি থেকে স্থায়ী বন্ধুত্ব হতে পারে। সময়ের সদ্ব্যবহার করুন।

মীন : হারানো অর্থ বা সম্পদ ফেরত পেতে পারেন। পরামর্শদাতার শক্তিতে যে কোনও কঠিন সমস্যা সমাধান হবে। পরিবারের সাথে সন্ধ্যা কাটিয়ে আনন্দ পাবেন।

*একদিকে রোদ, অন্যদিকে গরম! মানুষের সঙ্গে কথা বলতে রাস্তায় নামলেন অভিষেক*

কোচবিহারে পৌঁছলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে চড়া রোদ, অন্যদিকে, গরমে বাড়ছে অস্বস্তি। এমতাবস্থায় রাস্তায় হেঁটে জনসংযোগ করতে দেখা গেল তৃণমূল সাংসদকে। তার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ।

হেভিওয়েটদের ঘিরে নিরপত্তার বেষ্টনী তৈরি করে পুলিশ। রাস্তায় পাতা রেড কার্পেট দিয়ে হেঁটে যান অভিষেক। রাস্তায় দুপাশে ভিড় জমানো মানুষদের উদ্দেশ্যে নাড়েন হাত। মুখে হাসি নিয়ে এগিয়ে যান সামনের দিকে। নাচ-গানের মাধ্যমে তাকে স্বগত জানানো হয় কোচবিহারের।