*আজকের রাশিফল ২৫শে এপ্রিল ( মঙ্গলবার)*


মেষ : আজ আপনার জন্য একটি মিশ্র ফল অপেক্ষা করছে। জ্ঞান ও কর্মের মেলবন্ধনে সম্মানলাভ। থেমে থাকা কাজে সিদ্ধি। ধর্মীয় যাত্রার আলোচনা হবে। ভালো খাতে ব্যয় করায় খ্যাতি বৃদ্ধি পাবে। সন্তানের থেকে সন্তুষ্টি।

বৃষ : গ্রহের অবস্থান মর্যাদা বৃদ্ধি করবে। শাসকদের অনুগ্রহে সম্পদ অর্জন। সুযোগের সদব্যবহার করুন। আপনার দিনটি ভালো কাটবে।

মিথুন : আপনার অকারণ উদ্বেগই আপনার শত্রু হয়ে উঠতে পারে। মায়ের কষ্ট। ব্যবসায় সাবধানতা অবলম্বন করুন এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। দিনটি স্বাভাবিক ভাবেই কাটবে।

কর্কট : আজকের দিনটি সুখ ও শান্তির। গত বেশ কয়েকদিন ধরে চলা উত্তেজনা কমে আসবে। আইন আদালতে বিজয়ী হবেন। মকর রাশির জাতক আপনার পত্নীকে রোগমুক্ত করবেন।

সিংহ : অকস্মাৎ প্রচুর লাভে সঞ্চয় বাড়বে। সন্ধ্যায় আনন্দের খবর আসবে। রাতে যে কোনও শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

কন্যা : আজ আপনার স্বাস্থ্য এবং নিস্তেজ ব্যবসায়ের উন্নতি হবে। কাঙ্ক্ষিত সম্পদলাভ মনোবলকে বাড়িয়ে তুলবে। স্ত্রী এবং শিশুর কাছ থেকে সন্তোষজনক সংবাদ। মহান মানুষের সহায়তায় শত্রুদমন। আত্মীয়দের সাথে মনোমালিন্য দূর করার উদ্যোগ নিন।

তুলা : রাজনীতির ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। পার্থিব সুখে পরিবারে আনন্দ। একটি বিশেষ অনুষ্ঠানে মহান ব্যক্তির সাক্ষাতের সুযোগে দীর্ঘ সময়ের জন্য স্থগিত হওয়া গুরুত্বপূর্ণ কাজের গতি বাড়বে।

বৃশ্চিক : আজকের দিনটি খুব ব্যস্ততার সাথে এবং মানসিক চাপমুক্ত ভাবে কাটবে। বিচক্ষণতার সাথে কাজ করুন। কাছের লোকদের সাথে নিরর্থক বিরোধে জড়িয়ে পড়বেন না, ক্ষতি হতে পারে। খাওদাওয়াতে যত্ন নিন।

ধনু : গ্রহের অবস্থান আপনার স্ত্রীর পক্ষে অকারণ ব্যয় এবং বেদনাদায়ক অনুভূতি আনবে। নিকট এবং দূরে ভ্রমণের আলোচনা চলতে থাকবে। সন্ধ্যায় কিছু সুসংবাদ মনকে তৃপ্তি দেবে।

মকর : সম্পত্তি সংক্রান্ত কাজ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। মহাপুরুষদের সাক্ষাৎ মনে আনন্দ দেবে। উচ্চ আধিকারিকদের কৃপায় বিগড়ে যাওয়া কাজ সমাধা হবে।

কুম্ভ : আয়ের নতুন উৎস আজ বিকাশ পাবে। শত্রুপক্ষ পরাজিত হবে। নতুন পরিচিতি থেকে স্থায়ী বন্ধুত্ব হতে পারে। সময়ের সদ্ব্যবহার করুন।

মীন : হারানো অর্থ বা সম্পদ ফেরত পেতে পারেন। পরামর্শদাতার শক্তিতে যে কোনও কঠিন সমস্যা সমাধান হবে। পরিবারের সাথে সন্ধ্যা কাটিয়ে আনন্দ পাবেন।

*একদিকে রোদ, অন্যদিকে গরম! মানুষের সঙ্গে কথা বলতে রাস্তায় নামলেন অভিষেক*

কোচবিহারে পৌঁছলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে চড়া রোদ, অন্যদিকে, গরমে বাড়ছে অস্বস্তি। এমতাবস্থায় রাস্তায় হেঁটে জনসংযোগ করতে দেখা গেল তৃণমূল সাংসদকে। তার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ।

হেভিওয়েটদের ঘিরে নিরপত্তার বেষ্টনী তৈরি করে পুলিশ। রাস্তায় পাতা রেড কার্পেট দিয়ে হেঁটে যান অভিষেক। রাস্তায় দুপাশে ভিড় জমানো মানুষদের উদ্দেশ্যে নাড়েন হাত। মুখে হাসি নিয়ে এগিয়ে যান সামনের দিকে। নাচ-গানের মাধ্যমে তাকে স্বগত জানানো হয় কোচবিহারের।

*এক রাতেই বদলে গেল পশ্চিমবঙ্গের আবহাওয়াজেনেনিন আজকের আবহাওয়া*


বহু প্রতীক্ষার পর অবশেষে ভিজল কলকাতা। একাধিক জেলাতেই হয়েছে স্বস্তির বৃষ্টি।আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেও জানিয়েছে মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এই বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ।সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।,

*আজকের রাশিফল ২৪শে এপ্রিল ( সোমবার)*


মেষ রাশি- মেষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের চিন্তায় চিন্তিত থাকবেন। পারিবারিক কাজে জীবনসঙ্গীর সহযোগিতা ও সঙ্গ পেতে পারেন। ব্যবসায় তিক্ততা দেখা দিলে সেটি কী ভাবে মাধুর্যে পরিণত করতে পারেন, তার কৌশল শিখতে হবে আপনাদের।

বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের আজকের দিনটি সন্তুষ্টি ও শান্তিতে কাটবে। রাজনৈতিক ক্ষেত্রে যে চেষ্টা করবেন, তাতেও সাফল্য লাভ করবেন এই রাশির জাতক।

মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও কাজ পূর্ণ হতে পারে। যাত্রার সময় কোনও দামী জিনিস চুরি হওয়ার ভয় থাকবে। সন্তান শিক্ষা বা প্রতিযোগিতায় সাফল্য লাভ করবে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা স্থাবর-অস্থাবর সম্পত্তিতে বৃদ্ধির প্রবল প্রচেষ্টা করবেন। আয়ের ক্ষেত্রে উন্নতি হবে। রাজকীয় মান, পদ, প্রতিষ্ঠায় বৃদ্ধি হবে।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা শিক্ষা লাভের পথে বাধার মুখে পড়লে তা দূর হবে। এ ক্ষেত্রে তাঁরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন। কোনও বন্ধুর পরামর্শে ব্যবসায় লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতক।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা রোজগার ও ব্যবসার ক্ষেত্রে যে চেষ্টা করছেন, তাতে ক্ষণিকের সাফল্য লাভ করবেন। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে, এর ফলে ভবিষ্যতের চিন্তা কমবে।

তুলা রাশি- তুলা রাশির জাতকদের পরিবারের সকল সদস্যদের সুখ বৃদ্ধি হবে। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান হবে। পরিবারকে কাছের বা দূরের যাত্রায় নিয়ে যেতে পারেন।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের জীবনে ওঠাপড়া দেখা দিতে পারে। চাকরিজীবীদের কাজ বাড়বে আজ। তবে ভয় পাবেন না। পরিশ্রম ও সততার দ্বারা সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ পূরণ করতে পারবেন।

ধনু রাশি- ধনু রাশির জাতকরা কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। এই সাক্ষাৎ চিরস্মরণীয় হয়ে থাকবে। কর্মক্ষেত্রে বিরোধীরাও আপনার প্রশংসা করবেন। সরকার ও শাসক দলের সঙ্গে সম্পর্ক থাকায়, তার দ্বারা লাভান্বিত হতে পারেন।

মকর রাশি- মকর রাশির জাতকরা আজ পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য লাভ করবেন। রোজগারের ক্ষেত্রে যে চেষ্টা করছেন, তাতে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীরা নিজের আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য নতুন কোনও পরীক্ষা করতে পারেন।

কুম্ভ রাশি- আজ কোনও সংবাদ পেয়ে কুম্ভ রাশির জাতকদের মন বিচলিত হবে। কোনও বন্ধুর সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। সুখের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকুন ও খাওয়া-দাওয়ার যত্ন নিন।

মীন রাশি- ধর্মীয় স্থানের যাত্রায় মীন রাশির জাতকদের অর্থ ব্যয় হতে পারে। আত্মীয়ের সঙ্গে লেনদেনের সময়ে সতর্কতা অবলম্বন করুন। তা না-হলে সম্পর্কে অবসাদ আসতে পারে।

*কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিটির টুইট তরজা*

কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্যে। এই ইস্যুতে এবার তরজা শুরু হল জাতীয় এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের মধ্যে। রবিবার সকাল থেকে একের পর এক টুইট করে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে কটাক্ষ করা হয়েছে জাতীয় কমিশনের পক্ষ থেকে।

টুইটে লেখা হয়েছে, "১৪৪ ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা লজ্জাজনক। যেভাবে NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো রাজ্যের শিশু ও মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন, তা দুর্ভাগ্যজনক। তথ্য যাচাই না করেই তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি।

তাঁর এই ধরনের মন্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের শিশুদের অধিকার রক্ষার কথা, তাঁরাই শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। আইন ভেঙে রাজ্যের কমিশনকে অগ্রাহ্য করে রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে।"

*আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! আসছে ঝেঁপে বৃষ্টি, জেনেনিন আজকের আবহাওয়া*


সকাল থেকেই মেঘলা আকাশ। রোদ উঠলেও বৃষ্টির আশায় চেয়ে রয়েছেন রাজ্যবাসী।আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই আজ থেকেই স্বস্তির আশায় প্রহর গুণতে শুরু করেছেন সকলে।

আজ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৩°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১° সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। এরই পাশাপাশি গরম হাওয়া বইবে রাজ্যে। বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি ফিরবে রাজ্যে ।

*আজকের রাশিফল ২৩শে এপ্রিল ( রবিবার)*


মেষ রাশি- আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল।

বৃষ রাশি-কোনও বিবাদের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন।

মিথুন রাশি-পিতার সঙ্গে তর্ক একেবারেই করতে যাবেন না। পরিস্থিতি বুঝে খরচ করুন। সংসারের কোনও দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে।

কর্কট রাশি-সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার লক্ষণ।

সিংহ রাশি- রাজনীতির লোকেদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের কোনও রোগ হওয়ার আশঙ্কা। কোনও লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসায় অর্থ আসতে পারে।

কন্যা রাশি-কর্মস্থানে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ হতে পারে।

তুলা রাশি-সকাল দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। আজ আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।

বৃশ্চিক রাশি-প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

ধনু রাশি-যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্র শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদ আসতে পারে।

মকর রাশি-মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে।

কুম্ভ রাশি-বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

মীন রাশি- আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত কাজে খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা। বন্ধুদের নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে।

*সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা*


সল্টলেকে ভয়াবহ পথদুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। আইল্যান্ডে ঘোরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সল্টলেকের জিসি কমিউনিটি হলের সামনে এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। এদিন যাদবপুর এইটবি-করুণাময়ী S9 বাসটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। আহত হন ৮-১০ জন। বৃন্দাবন প্রধান নামে এক রিকশা চালকের মৃত্যু হয়।

জানা গেছে, যাদবপুর থেকে করুণাময়ীর দিকে আসছিল বাসটি। আইল্যান্ডে ঘোরার সময় সেখানে থাকা একটি রিক্সা স্ট্যান্ডে উঠে পড়ে বাসটি। এরপরই ফুটপাথে উঠে একটি গাছে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে বিধাননগর মহকুমা হাসপাতাল ও কয়েকজনকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

*মুকুলের পদ্মে ফেরা নিয়ে শুরু বিক্ষোভ*


কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে বিজেপি ফেরত নেবে, এমন কোনও ইঙ্গিত গেরুয়া শিবিরের কোনও শীর্ষ নেতা এখনও দেননি। কিন্তু সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না বিজেপির একাংশ। মুকুল দিল্লির দরবারে কড়া নাড়লেও সদর দরজা বন্ধ রাখার দাবি নিয়ে শুক্রবার দুপুরে রাজ্য বিজেপি দপ্তরে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী-সমর্থক।

'বিজেপি বাঁচাও মঞ্চ' নামে সংগঠনের ব্যানারে তাঁরা দলের রাজ্য দপ্তরের বাইরে জড়ো হয়ে স্লোগান তোলেন, 'মুকুল রায়কে কোনও ভাবেই দলে ফেরানো যাবে না।' এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে বলেন, 'কোনও ঘটনায় কর্মী-সমর্থকদের ভাবাবেগে আঘাত লাগতেই পারে। কী হয়েছে খবর নিয়ে দেখব।'

*কপালে চিন্তার ভাঁজ! রাজ্যে হু হু করে বাড়ছে করোনা*


গত রবিবার জানা গিয়েছিল, একদিনে কোভিড পজিটিভ হয়েছেন ১০০-র বেশি মানুষ। গত ছ'মাসে এই প্রথম বার। আর শুক্রবার দেখা গেল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তা-ই নয়, শুধু বৃহস্পতিবারই তিন প্রবীণ নাগরিক প্রাণ হারিয়েছেন করোনায় ভুগে। একদিনে এতগুলি মৃত্যু গত আট মাসে দেখা যায়নি বঙ্গে।

তবে স্বাস্থ্যকর্তাদের চিন্তা বাড়িয়েছে পজ়িটিভিটি রেট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশের যে ১৫৪টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০% বা তার বেশি, তার মধ্যে রয়েছে কলকাতা-সহ রাজ্যের পাঁচ জেলা।