*আজকের রাশিফল ২৪শে এপ্রিল ( সোমবার)*


মেষ রাশি- মেষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের চিন্তায় চিন্তিত থাকবেন। পারিবারিক কাজে জীবনসঙ্গীর সহযোগিতা ও সঙ্গ পেতে পারেন। ব্যবসায় তিক্ততা দেখা দিলে সেটি কী ভাবে মাধুর্যে পরিণত করতে পারেন, তার কৌশল শিখতে হবে আপনাদের।

বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের আজকের দিনটি সন্তুষ্টি ও শান্তিতে কাটবে। রাজনৈতিক ক্ষেত্রে যে চেষ্টা করবেন, তাতেও সাফল্য লাভ করবেন এই রাশির জাতক।

মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও কাজ পূর্ণ হতে পারে। যাত্রার সময় কোনও দামী জিনিস চুরি হওয়ার ভয় থাকবে। সন্তান শিক্ষা বা প্রতিযোগিতায় সাফল্য লাভ করবে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা স্থাবর-অস্থাবর সম্পত্তিতে বৃদ্ধির প্রবল প্রচেষ্টা করবেন। আয়ের ক্ষেত্রে উন্নতি হবে। রাজকীয় মান, পদ, প্রতিষ্ঠায় বৃদ্ধি হবে।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা শিক্ষা লাভের পথে বাধার মুখে পড়লে তা দূর হবে। এ ক্ষেত্রে তাঁরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন। কোনও বন্ধুর পরামর্শে ব্যবসায় লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতক।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা রোজগার ও ব্যবসার ক্ষেত্রে যে চেষ্টা করছেন, তাতে ক্ষণিকের সাফল্য লাভ করবেন। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে, এর ফলে ভবিষ্যতের চিন্তা কমবে।

তুলা রাশি- তুলা রাশির জাতকদের পরিবারের সকল সদস্যদের সুখ বৃদ্ধি হবে। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান হবে। পরিবারকে কাছের বা দূরের যাত্রায় নিয়ে যেতে পারেন।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের জীবনে ওঠাপড়া দেখা দিতে পারে। চাকরিজীবীদের কাজ বাড়বে আজ। তবে ভয় পাবেন না। পরিশ্রম ও সততার দ্বারা সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ পূরণ করতে পারবেন।

ধনু রাশি- ধনু রাশির জাতকরা কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। এই সাক্ষাৎ চিরস্মরণীয় হয়ে থাকবে। কর্মক্ষেত্রে বিরোধীরাও আপনার প্রশংসা করবেন। সরকার ও শাসক দলের সঙ্গে সম্পর্ক থাকায়, তার দ্বারা লাভান্বিত হতে পারেন।

মকর রাশি- মকর রাশির জাতকরা আজ পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য লাভ করবেন। রোজগারের ক্ষেত্রে যে চেষ্টা করছেন, তাতে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীরা নিজের আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য নতুন কোনও পরীক্ষা করতে পারেন।

কুম্ভ রাশি- আজ কোনও সংবাদ পেয়ে কুম্ভ রাশির জাতকদের মন বিচলিত হবে। কোনও বন্ধুর সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। সুখের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকুন ও খাওয়া-দাওয়ার যত্ন নিন।

মীন রাশি- ধর্মীয় স্থানের যাত্রায় মীন রাশির জাতকদের অর্থ ব্যয় হতে পারে। আত্মীয়ের সঙ্গে লেনদেনের সময়ে সতর্কতা অবলম্বন করুন। তা না-হলে সম্পর্কে অবসাদ আসতে পারে।

*কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিটির টুইট তরজা*

কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্যে। এই ইস্যুতে এবার তরজা শুরু হল জাতীয় এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের মধ্যে। রবিবার সকাল থেকে একের পর এক টুইট করে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে কটাক্ষ করা হয়েছে জাতীয় কমিশনের পক্ষ থেকে।

টুইটে লেখা হয়েছে, "১৪৪ ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা লজ্জাজনক। যেভাবে NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো রাজ্যের শিশু ও মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন, তা দুর্ভাগ্যজনক। তথ্য যাচাই না করেই তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি।

তাঁর এই ধরনের মন্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের শিশুদের অধিকার রক্ষার কথা, তাঁরাই শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। আইন ভেঙে রাজ্যের কমিশনকে অগ্রাহ্য করে রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে।"

*আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! আসছে ঝেঁপে বৃষ্টি, জেনেনিন আজকের আবহাওয়া*


সকাল থেকেই মেঘলা আকাশ। রোদ উঠলেও বৃষ্টির আশায় চেয়ে রয়েছেন রাজ্যবাসী।আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই আজ থেকেই স্বস্তির আশায় প্রহর গুণতে শুরু করেছেন সকলে।

আজ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৩°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১° সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। এরই পাশাপাশি গরম হাওয়া বইবে রাজ্যে। বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি ফিরবে রাজ্যে ।

*আজকের রাশিফল ২৩শে এপ্রিল ( রবিবার)*


মেষ রাশি- আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল।

বৃষ রাশি-কোনও বিবাদের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন।

মিথুন রাশি-পিতার সঙ্গে তর্ক একেবারেই করতে যাবেন না। পরিস্থিতি বুঝে খরচ করুন। সংসারের কোনও দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে।

কর্কট রাশি-সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার লক্ষণ।

সিংহ রাশি- রাজনীতির লোকেদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের কোনও রোগ হওয়ার আশঙ্কা। কোনও লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসায় অর্থ আসতে পারে।

কন্যা রাশি-কর্মস্থানে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ হতে পারে।

তুলা রাশি-সকাল দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। আজ আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।

বৃশ্চিক রাশি-প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

ধনু রাশি-যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্র শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদ আসতে পারে।

মকর রাশি-মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে।

কুম্ভ রাশি-বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

মীন রাশি- আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত কাজে খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা। বন্ধুদের নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে।

*সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা*


সল্টলেকে ভয়াবহ পথদুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। আইল্যান্ডে ঘোরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সল্টলেকের জিসি কমিউনিটি হলের সামনে এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। এদিন যাদবপুর এইটবি-করুণাময়ী S9 বাসটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। আহত হন ৮-১০ জন। বৃন্দাবন প্রধান নামে এক রিকশা চালকের মৃত্যু হয়।

জানা গেছে, যাদবপুর থেকে করুণাময়ীর দিকে আসছিল বাসটি। আইল্যান্ডে ঘোরার সময় সেখানে থাকা একটি রিক্সা স্ট্যান্ডে উঠে পড়ে বাসটি। এরপরই ফুটপাথে উঠে একটি গাছে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে বিধাননগর মহকুমা হাসপাতাল ও কয়েকজনকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

*মুকুলের পদ্মে ফেরা নিয়ে শুরু বিক্ষোভ*


কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে বিজেপি ফেরত নেবে, এমন কোনও ইঙ্গিত গেরুয়া শিবিরের কোনও শীর্ষ নেতা এখনও দেননি। কিন্তু সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না বিজেপির একাংশ। মুকুল দিল্লির দরবারে কড়া নাড়লেও সদর দরজা বন্ধ রাখার দাবি নিয়ে শুক্রবার দুপুরে রাজ্য বিজেপি দপ্তরে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী-সমর্থক।

'বিজেপি বাঁচাও মঞ্চ' নামে সংগঠনের ব্যানারে তাঁরা দলের রাজ্য দপ্তরের বাইরে জড়ো হয়ে স্লোগান তোলেন, 'মুকুল রায়কে কোনও ভাবেই দলে ফেরানো যাবে না।' এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে বলেন, 'কোনও ঘটনায় কর্মী-সমর্থকদের ভাবাবেগে আঘাত লাগতেই পারে। কী হয়েছে খবর নিয়ে দেখব।'

*কপালে চিন্তার ভাঁজ! রাজ্যে হু হু করে বাড়ছে করোনা*


গত রবিবার জানা গিয়েছিল, একদিনে কোভিড পজিটিভ হয়েছেন ১০০-র বেশি মানুষ। গত ছ'মাসে এই প্রথম বার। আর শুক্রবার দেখা গেল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তা-ই নয়, শুধু বৃহস্পতিবারই তিন প্রবীণ নাগরিক প্রাণ হারিয়েছেন করোনায় ভুগে। একদিনে এতগুলি মৃত্যু গত আট মাসে দেখা যায়নি বঙ্গে।

তবে স্বাস্থ্যকর্তাদের চিন্তা বাড়িয়েছে পজ়িটিভিটি রেট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশের যে ১৫৪টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০% বা তার বেশি, তার মধ্যে রয়েছে কলকাতা-সহ রাজ্যের পাঁচ জেলা।

*রাজ্যে হবে না NRC! রেড রোড থেকে হুঙ্কার মমতার*


ইদের শুভেচ্ছা জানাতে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।শনিবার রেড রোড থেকে মমতা আরও একবার বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতি করার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “দেশের সংবিধান, ইতিহাস বদলাতে চাইছে বিজেপি। বিভেদের রাজনীতি করছে। ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে। গণতন্ত্র চলে গেলে কিছুই থাকবে না। রাজ্যে NRC করতে দেব না। প্রাণ দিয়ে দেব। তবু দেশভাগ হতে দেব না।” 

কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার লড়াইয়ের বার্তা দিয়ে মমতা বলেন, “আমাদের সকলের বিরুদ্ধে লড়াই করতে হয়। এজেন্সির বিরুদ্ধেও লড়তে হচ্ছে। কারও কাছে মাথানত করব না।”

*পশ্চিমবঙ্গের আকাশে ঘনাচ্ছে ঘন কালো মেঘ! কেমন থাকবে আজকের আবহাওয়া*


শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। বেশিরভাগ জা়য়গাতেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিনও সকাল থেকে কার্যত গতকালের মতোই পরিস্থিতি। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে সাত জেলায় আবহাওয়া দফতরের লাল সতর্কতা জারি হয়েছ। তবে কিছুটা কম থাকবে তাপমাত্রা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী রবিবার রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৭° সেলসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭° সেলসিয়াস। আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে।রা থাকবে ।

*আজকের রাশিফল ২২শে এপ্রিল ( শনিবার)*


মেষ রাশি: আজকে সামান্য আয় বৃদ্ধি পেলেও মনে কর্ম ও আর্থিক বিষয়ে একটা উদ্বেগ অধিকাংশ সময় যাবৎ বজায় থাকবে। পারিবারিক কারণে আজ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বৃষ রাশি: আজকের দিনটি আপনার ধৈর্য্য ও অধ্যবসায় প্রত্যাশা করবে। কর্মক্ষেত্রে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে নতুন যোগাযোগের পক্ষে দিনটি অনুকূল।

মিথুন রাশি: সামগ্রিকভাবে দিনটি আনন্দের মধ্যে অতিবাহিত হলেও দিনের মধ্যভাগে আপনার মানসিক প্রফুল্লতা কোনো কারণবশত নষ্ট হবে। আজ কেউ আপনাকে অকারণ দোষারোপ করবেন ও ভুল বুঝতে পারেন।

কর্কট রাশি: আজকের দিনটা বন্ধু ও আত্মীয়দের সান্নিধ্যে আনন্দের মধ্যেই কাটবে। আজ শারীরিক অবনতির লক্ষ্মণ রয়েছে। পাশাপাশি, আজ পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। অপ্রত্যাশিত কিছু অর্থের আগমন ঘটবে। বাড়িতে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হবে। আজ আপনাকে কোনো নিমন্ত্রণ রক্ষা করতে হতে পারে। ধর্মীয় ভাব আজ বৃদ্ধি পাবে। বেকারদের নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। কোনো তীর্থক্ষেত্র কিংবা দেবালয়ে ভ্রমণ সম্পন্ন হবে। প্রেমিকার সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে ও কোনো শুভ সংবাদ আশা করতে পারেন।

সিংহ রাশি: কর্মক্ষেত্রে কোনো একটি বিষয়ে দুশ্চিন্তা দিনের অধিকাংশ সময়কে বিকৃত করে তুলবে। আজ আর্থিক টান থাকলেও অযাচিতভাবে কিছু অর্থ আসবে। শারীরিক দিক থেকে আজ কিছুটা অস্বস্তির ভাব দেখা দেবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আজ আপনি পেতে পারেন। আপনি আজ কোনো ভালো কাজে অর্থব্যয় করবেন। পাশাপাশি, কারও অনুরোধ রক্ষা করতে পারেন। মানসিক চঞ্চলতা বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দদায়ক কাটবে।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে কাজ আজ কিছুটা বিঘ্নিত হবে এবং অযথা উদ্বেগ বৃদ্ধি করবে। মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পেতে পারে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব ঘটবে এবং আর্থিক দিক থেকে কিছুটা টান থেকে যাবে। শারীরিক দিক থেকে আপনি আজ বিব্রত বোধ করবেন। নতুন ব্যক্তিদের সাথে আজ পরিচয় ঘটতে পারে। কোথাও আমন্ত্রণ রক্ষার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত কিছু অর্থাগম ঘটবে। কোনো আত্মীয়ের বাড়িতে আজ বেড়াতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের যোগাযোগ বৃদ্ধি ঘটলেও মানসিক অভাব বজায় থাকবে।

তুলা রাশি: কর্মক্ষেত্রে আজকের দিনটা নৈরাশ্যের সৃষ্টি করতে পারে। হঠাৎ কোনো সমস্যা বা ঝামেলা দেখা দিতে পারে। সামান্য কিছু অর্থাগম হলেও আর্থিক সঙ্কটের অবসান ঘটবে না। আজ আপনি কোনো সুসংবাদ পেতে পারেন। হঠাৎ কোনো দ্রব্যের ক্ষতি এবং অর্থব্যয় ঘটতে পারে। পারিবারিক ব্যাপারে অশান্তি লেগে থাকবে। কোনো নতুন যোগাযোগ সম্পন্ন হবে। শারীরিক অস্বস্তি বজায় থাকবে এবং কোনো ঘটনায় মানসিক প্রশান্তি নষ্ট হবে। প্রেমিক-প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দদায়ক কাটবে।

বৃশ্চিক রাশি: কোনো কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে নতুন কোনো ঝামেলা বিব্রত করতে পারে। আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। 

ধনু রাশি: কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ বজায় থাকলেও সামান্য আয় বৃদ্ধি ঘটবে। আজ কোনো সুযোগ অযাচিত ভাবে আসতে পারে। অপ্রত্যাশিতভাবে আর্থিক উন্নতি ঘটবে। প্রতিটি ক্ষেত্রেই আজ দৈহিক এবং মানসিক চাপ বজায় থাকবে। বুদ্ধির দোষে কোনো কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে। কোনো ভালো খবর আজ পাবেন। পারিবারিক ব্যাপারে মতবিরোধজনিত অশান্তি বজায় থাকবে। কোনো গুণী ব্যক্তির সাথে পরিচয় ঘটবে। আপনি আজ কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে পারেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে অনর্থক অশান্তির মধ্যেও ভালোবাসা বৃদ্ধি পাবে।

মকর রাশি: কর্ম ও আর্থিক ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ হবে। তবে সমস্ত কাজেই একটা অযথা উৎকণ্ঠা বিব্রত করে রাখবে। নতুন কোনো পরিকল্পনা আজ মাথায় আসতে পারে। যা কিছু করবেন ভেবে করবেন। পাশাপাশি করার আগে তলিয়ে দেখে নেবেন। পারিবারিক ও পারস্পরিক ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন। নইলে মানসিক অশান্তিতে ভুগবেন। কোনো সুন্দর যোগাযোগ ঘটবে। কারও সাথে মতবিরোধ হতে পারে। সামান্য আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের দিনটা আমেজহীনভাবে কাটবে।

কুম্ভ রাশি: দিনের অধিকাংশ সময় শারীরিক অস্বস্তিতে ভুগতে পারেন। মানসিক উদ্বেগ ও অশান্তি বজায় থাকবে। চরম দুশ্চিন্তার মধ্যেও সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে, কর্মক্ষেত্রে হতাশাপূর্ণ মনোভাব বজায় থাকবে। কারও সাথে আজ অযথা অশান্তির সৃষ্টি ও ভুল বোঝাবুঝি ঘটতে পারে। বাড়ির পরিবেশ আজ কোনো কারণে অপ্রীতিকর হয়ে উঠবে। কোনো প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের মানসিক অশান্তি চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। এমনকি সাময়িক বিচ্ছেদও ঘটতে পারে।

মীন রাশি: আজ কিছুটা হলেও আয় বৃদ্ধি পাবে। তবে মানসিক দুশ্চিন্তা কমবে না। কর্মক্ষেত্রের পরিবেশ বাধা মুক্ত থাকবে। অপ্রত্যাশিত কোনো সহযোগিতা কিংবা অর্থলাভ ঘটবে। কোনো ব্যাপারে উৎসাহিত হবেন। মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে সাময়িক অশান্তি দেখা দিলেও পরে আন্তরিকতা বৃদ্ধি পাবে।