*আয়োজিত হল শ্রমিকদের অধিকার ও সুরক্ষা বিষয়ক কর্মশালা*


বীরভূম:-ডিস্ট্রিক লেবার ডিপার্টমেন্ট ও নানুর পঞ্চায়েত সমিতির সহায়তায় এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় শ্রমিকদের অধিকার ও সুরক্ষা বিষয়ক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার নানুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে।

উক্ত আলোচনায় নারী ও শিশু পরিযায়ী শ্রমিকদের অধিকার সুরক্ষা বিষয়ক আলোচনা হয়। 

মাইগ্রেন্ট রেজিলেন্স কোলাবরেটিভ প্রোগ্রামের মূল উদ্দেশ্যই ছিল সেভ মাইগ্রেশন ও সকলের জন্য সন্মান। শ্রমিকদের ও তার পরিবারের সামাজিক সুরক্ষা,আইনি সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শিবির । এছাড়াও ২৪ ঘণ্টা পরিষেবায় চালু শ্রমিক হেল্প লাইন নাম্বারের সুবিধা,শ্রম দপ্তরের মাধ্যমে শ্রমিকদের নানাবিধ সহযোগিতা ,জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি, সি ডাব্লিউ সি, লোক আদালত ইত্যাদি সহায়তা পেতে পারে শ্রমিকরা। কাজের ক্ষেত্রে কোন অনাকাক্ষিত ঘটনায় বিপদ গ্রস্ত শ্রমিক হেল্প লাইনের সাহায্যে তার সমস্যা জানাতে পারেন শ্রমিক বা তার পরিবারের যে কোন ব্যক্তি।

 নারী পুরুষ সমকাজে সমবেতন, মহিলাদের গর্ভবস্থায় ছুটি ও কম্পেনসেসান এর অর্থ পাওয়ার সুযোগ এবং অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা বীমা ও পিএফ হিসেবে আর্থিক সুবিধা পাওয়ার জন্য বিনা মূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন লেবার ইন্সপেক্টর ।

৪০ হাজার মহিলাদের নিয়ে ফিল্ডের কাজের অভিজ্ঞতা নিয়ে গ্রাম সেবিকা তৃপ্তি মন্ডল জানালেন যে এই বিষয়ে ওনাদের পরিবার গুলিকে সচেতনার জন্য আগামী দিনে সংঘ মহাসংঘ স্তরে আরো আলোচনার প্রয়োজন।এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন পাল, নানুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত বড়ুয়া, শ্রমিক ইন্সপেক্টর চয়ন সাহা, পরিযায়ী শ্রমিক সহ নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর হেমন্ত প্রধান প্রমুখ।

নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা রহিমা খাতুন জানান,"যে আগামী দিনে কোন মহামারী বা দুর্যোগ আসলে বাংলার অসংগঠিত পরিযায়ী শ্রমিকরা শ্রম অধিকার পেতে তারা সাহসী ভূমিকা গ্রহণ করবে। ভিনরাজ্যে গিয়েও নিরাপদে কাজ এবং সম্মানের সাথে পরিবারের সকলকে নিয়ে সুস্থ্য জীবন জীবিকা নির্বাহ করবেন।

*গোটা রাজ্য জুড়েই চলবে লু-এর তাণ্ডব! জেনে নিন আজকের আবহাওয়া*


সকাল থেকেই অস্বস্তির আবহাওয়া গোটা রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন কলকাতা-সহ সাত জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এক্ষেত্রে শুকনো গরম হাওয়া বইবে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১.৭°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১.৮° সেলসিয়াস। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার পরিষ্কার থাকবে। তবে গরম ও অস্বস্তির আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ।

*আজকের রাশিফল ২১শে এপ্রিল ( শুক্রবার)*


মেষ রাশি: অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। আপনি আজ হঠাৎ করে কোনো সফর করতে পারেন। অত্যধিক ব্যস্ততার মধ্যে আজকের দিনটি কাটবে।

বৃষ রাশি- কোনো সন্দেহজনক জায়গায় আজ অর্থ বিনিয়োগ করবেন না। নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান।

মিথুন রাশি- শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আপনার রসিক মনোভাব আজ কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।

ধনু রাশি: অতীতে অযথা অর্থব্যয়ের কারণে বর্তমান সময়ে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। আপনি আজ কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন এবং সেখানে গিয়ে অনেকেটা ভালো লাগবে।

মকর রাশি: দীর্ঘদিন ধরে বাড়ির কোনো ফেলে রাখা কাজ শেষ করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনি আজ ঘাড় অথবা পিঠের ব্যথায় ভুগতে পারেন। তাই, অবশ্যই বিশ্রাম নিন এবং চিকিৎসকদের পরামর্শও গ্রহণ করুন।

কুম্ভ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, খাওয়াদাওয়ার ব্যাপারেও সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন।

মীন রাশি: আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে নিজের মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির প্রতি সতর্ক থাকুন। বিশেষ করে আপনার মানিপার্সটি আজ নিরাপদ স্থানে রাখুন। নাহলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে।

*পঞ্চায়েত ভোট নিয়ে বড় ঘোষণা অভিষেকের*

গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে প্রার্থী নিয়ে গোপন ব্যালটে মতামত দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। "সব ভোটেই বন্ধ ঘরে প্রার্থী ঠিক হতো। সুপারিশ আসে, সিদ্ধান্ত নেয় নেতৃত্ব", জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার ভারতে প্রথমবার গ্রামে মানুষের পঞ্চায়েত করতে মানুষের মতামত নিতে চলেছে এই দল। বাম আমলে ভোট নিয়ে রক্তস্নান হত, বাম শিবিরকে এভাবেই কটাক্ষ করলেন অভিষেক।

*রাজনৈতিক সন্ন্যাস নেবেন শুভেন্দু*

আজ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা প্রশাসনিক চেয়ারে বসে কিম্ভূতকিমাকার শব্দ ব্যবহার করেছেন। তারপরেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ করে শুভেন্দু ঘোষণা করেন যে কিম্ভূতকিমাকারের কাছে হেরেছেন, একদিন প্রাক্তন হবেন। তাঁকে নাকি ব্যক্তিগত আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মমতাকে এবার সরাতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেবেন শুভেন্দু, প্রকাশ্যে করলেন ঘোষণা।

*'সুশ্রী' বলে পাল্টা আক্রমণ শুভেন্দুর*

নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্বোধন করেছিলেন ডাকু বলে। এবার তারই পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভায় সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, 'আমি কিম্ভূতকিমাকার। আর উনি সুশ্রী।'

*মমতার উস্কানিমূলক কথা! দাবি শুভেন্দুর*

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে উস্কানিমূলক কথা, পদক্ষেপ নেওয়া উচিত, এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি দাবি করেন যে এমন উস্কানিমূলক কথার জন্যে যতদূর যেতে হয় তিনি যেতে প্রস্তুত। হিংসায় বিজেপির উস্কানির কথা বলেছেন মমতা। এটা তাঁকে প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু। বিজেপি নেতার দাবি, "আপনি বলেছেন ক্লোজ ডোর মিটিংয়ে হিংসার নির্দেশ দিয়েছেন অমিত শাহ , প্রমাণ করুন"। তাঁর দাবি অমিত শাহের বক্তব্য বিকৃত করেছেন মমতা।

*২০২৩-এ বাংলায় বিধানসভা ভোট!*

ফের বিধানসভা ভোট! তাও আবার চলতি বছরে! বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলকে নিশানা করে তিনি বলেন, ''যেভাবে বাংলা আর্থিক দেউলিয়া হয়ে পড়েছে, তাতে সরকার এমনিতেই পড়ে যাবে। চলতি বছরেই আবার বিধানসভা ভোট হবে বাংলায়।''

এছাড়াও বিজেপি বিধায়ক কটাক্ষের সুরে বলেন যে আর্থিক সঙ্কটের মধ্যেই একের পর এক মামলা করছে রাজ্য সরকার। তার বিরুদ্ধেই ৬টি মামলা করা হয়েছে। যার ৫টিতেই রাজ্য হেরেছে। সুপ্রিম কোর্ট - হাইকোর্টের আইনজীবীদের পিছনে ৫০ কোটি টাকা রাজ্য খরচ করেছে বলেও সুর চড়ান শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগারের অর্থ নয় ছয় করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।

*কলকাতায় ফিরবো না, প্রকাশ্যে ঘোষণা অভিষেকের!*

২৫ এপ্রিল থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করছে তৃণমূল, আজ তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বেই বাংলার গ্রামে গ্রামে যাবে তৃণমূল কর্মীরা । পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২ মাস-ব্যাপী প্রচারে নামছে তৃণমূল। জনসংযোগ যাত্রার নাম "তৃণমূলে নব জোয়ার"। ২৫ এপ্রিল দিনহাটা থেকে শুরু হবে কর্মসূচি। সাগরে গিয়ে সেটা শেষ হবে ২৪ জুন। অভিষেক ঘোষণা করলেন যে "দুমাস টানা রাস্তায় থাকবো, কলকাতায় ফিরব না"। পঞ্চায়েতই সমাজের শিরদাঁড়া, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে মন্তব্য অভিষেকের।

*পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হবেঃ দাবি অভিষেকের*

রাজ্যে পঞ্চায়েত ভোট উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তৃণমূল। আজ আনুষ্ঠানিকভাবে জনসংযোগ যাত্রার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২ মাস-ব্যাপী প্রচার চালাবে দল।

পঞ্চায়েত ভোট অবাধে এবং শান্তিপূর্ণভাবে হবে, এমনটাই দাবি করলেন অভিষেক। ৭০০০ গ্রামীণ বুথে প্রার্থী ঠিক করতে মানুষের মতামত নেবেন বলে জানালেন। যেই প্রার্থী হোন না কেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে তাঁকে, ঘোষণা করলেন অভিষেক। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রার্থীকে মানুষের কাজ করতে হবে। তাঁর দাবি ৯-১০ বছর সাংসদ হিসেবে তাঁর যা অভিজ্ঞতা তাতে পঞ্চায়েতের ভূমিকা গুরুত্বপূর্ণ।