নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল ঘোষের চিঠি মামলায় তথ্য জমা পড়ল হাইকোর্টে
কলকাতা:নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল ঘোষের চিঠি মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তথ্য জমা পড়ল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মত প্রেসিডেন্সির জেল সুপার ৩ টি হার্ড ডিস্ক ও অরিজিনাল ভিজিটর রেজিষ্টার জমা দিয়েছেন আদালতে। এই সব নথি সিল কভারে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
পূর্বের মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে কুন্তলের চিঠির যোগ আছে। তাই অভিষেককে জিজ্ঞাসাবাদ জরুরি। একইসঙ্গে কুন্তলের সঙ্গে কারা কারা জেলে দেখা করেছে, কবে করেছে সেটাও দেখা প্রয়োজন।
এর জেরেই আদালতের নির্দেশ ছিল সংশোধনাগারের সিসি টিভি ফুটেজ ও অরিজিনাল ভিজিটর রেজিষ্টার জমা করতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা অভিষেকের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই আপাতত এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের রায়ের পরেই বলে, এদিন শুনানি মুলতবি রাখলেন বিচারপতি।
![]()
Apr 20 2023, 15:54