WestBengalBangla

Apr 08 2023, 12:20

*বিজেপিতে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা*


বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট (Balurghat) শহরে প্রায় এক কিলোমিটার দণ্ডি কেটে জেলা তৃণমূল (Trinamool Congress) কার্যালয়ে আসেন তাঁরা। যোগ দেন তৃণমূলে। পরে তাদের হাতে পরে দলীয় পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। আগামীদিনে তাঁদের হাত ধরে আরও অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এদিকে তৃণমূলে যোগদানকারীরা জানিয়েছেন বিজেপিতে যোগদান করার পরেই তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরেছেন। তাই নিজেদের ভুল শুধরে নিতে বা ভুলের প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কেটে জেলা কার্যালয়ে এসে তাঁরা তৃণমূলে যোগদান করলেন। আগামীতে তাঁদের সঙ্গে আরও অনেকে যোগদান করবে বলে জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে যাঁরা এদিন তৃণমূলে যোগদান করলেন তাঁরা কেউই বিজেপি করতেন না বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য। তিনি আরও বলেন, “যদি কেউ তৃণমূলে যোগদান করে থাকে তাহলে তাঁদের ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে যোগদান করানো হয়েছে।”

দণ্ডি কাটার ভিডিও টুইট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি লেখেন, 'তপন গোফানগরের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরণ সরেন এবং মালতি মুর্মু গতকাল বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা এসটি সম্প্রদায়ভুক্ত। আজ টিএমসি গুন্ডারা তাঁদের টিএমসি-তে ফিরে যেতে বাধ্য করেছে এবং দণ্ডাবত পরিক্রমা করতে বলে তাঁদের শাস্তি দিয়েছে। টিএমসি বারবার আদিবাসীদের অপমান করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা দৃঢ়ভাবে আমাদের কর্মীদের সঙ্গে রয়েছি। তাঁদের রক্ষা করার জন্য সবকিছু করব।'

WestBengalBangla

Apr 08 2023, 11:55

*আজ শনিবার* *শনি দেবের কৃপা পেতে রাশি মেনে কোনও কাজ করবেন ও কি মন্ত্র পড়বেন তা জেনে নিন*


এই দিনটি সূর্য পুত্র ও কর্মফলদাতা শনিকে উৎসর্গ করা হয়। এদিনের অধিপতি দেবতা শনি। শাস্ত্র মতে শনিবার কর্মফলদাতার পুজো করলে শনি দোষ দূর হয়। আবার শনির পুজোয় কালো তিল, সরষের তেল ও নীল ফুলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যে জাতকদের কোষ্ঠীতে শনি দোষ, শনির প্রভাব থাকে তাঁরা শনিবার উপোস করলে সুফল পেতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। যার ফলে কিছু রাশির জাতকদের ওপর শনির প্রভাব পড়বে।

শাস্ত্র মতে শনি যে কোন ব্যক্তির ভালো মন্দ কর্মের বিচার করেন এবং সেই অনুযায়ী ফলাফল প্রদান করেন। যে জাতকরা ভালো কাজ করেন, তাঁদের ওপর সর্বদা শনির আশীর্বাদ থাকে। আবার যাঁরা খারাপ কাজ করেন, তাঁদের শনি দণ্ড দেন। শনি কৃষ্ণের ভক্ত। তাই কৃষ্ণ পুজো করলে শনির দোষের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

২০২৩ সালে (Horoscope 2023) শনির প্রকোপ থেকে বাঁচতে রাশি অনুযায় কী ভাবে তাঁর পুজো করবেন ও কোন মন্ত্র পাঠ করে কর্মফলদাতাকে খুশি করবেন, জেনে নেওয়া যাক।

কোন রাশির জাতক কী করবেন

মেষ - বাড়িতে শ্রী শিব রুদ্রাভিষেক করান।

বৃষ - মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

মিথুন - দশরথকৃত নীল শনি স্তোত্র পাঠ করুন।

কর্কট - লোহার বাটিতে সরষের তেল ভরে তাতে নিজের মুখ দেখুন

সিংহ - কালো তিল বা গোটা বিউলি দান করুন।

কন্যা - শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ মন্ত্র নিয়মিত জপ করুন।

তুলা - নিয়মিত শমী গাছে জল দিন ও পুজো করুন।

বৃশ্চিক - শনিবার বা প্রতিদিন কোনও দরিদ্র ব্যক্তিকে যথাসম্ভব সাহায্য করুন।

ধনু - পিঁপড়েকে আটা ও চিনি খাওয়ান।

মকর - দশরথকৃত নীল শনি স্তোত্র পাঠ করুন।

কুম্ভ - শনি নক্ষত্র ও শনি হোরায় উত্তম গুণমানের নীলম রত্ন ধারণ করুন।

মীন - ছোটদের সঙ্গে ভালো ব্যবহার করুন ও মন্দিরের প্রবেশদ্বার পরিষ্কার-পরিচ্ছন্ন করুন।

সৌজন্যে: machinnamasta.in

WestBengalBangla

Apr 08 2023, 11:21

*গরুপাচার মামলায় ফের তলবগ রুপাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে*


ফের তলব করল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র দাবি, এর আগে ২ বার সুকন্যাকে নোটিস পাঠানো হয়। একবার অনুব্রত হেফাজতে থাকাকালীন, আরেক বার তিহাড় জেলে যাওয়ার পর। দু’বারই হাজিরা এড়িয়েছেন অনুব্রত-কন্যা। ইডি-র দাবি, গরুপাচার মামলায় নতুন তথ্য সামনে রেখে এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

WestBengalBangla

Apr 08 2023, 11:20

*শুভেন্দু অধিকারীর সভার আগে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ*


পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় শুভেন্দু অধিকারীর সভার আগে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশের পর, আজ দুপুরে ময়নার বাকচার ইজমালিচকে সভা করবেন শুভেন্দু। গতকাল থেকেই সভার প্রস্তুতি শুরু করেছে বিজেপি।

তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সভাস্থলের অদূরে তাদের পতাকা ছিঁড়ে দেন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির পাল্টা দাবি, সভা বানচাল করতেই নিজেরা পতাকা ছিঁড়ে তাদের নামে অপপ্রচার করছে শাসকদল।

WestBengalBangla

Apr 08 2023, 10:56

*আন্দোলনের জেরে বাতিল ৭২ টি দূরপাল্লার ট্রেন*


৯৬ ঘন্টা পার। অধিকারের দাবিতে এখনও চলছে কুড়মি সমাজের আন্দোলন। প্রায় ৭২ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওবার হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ। রীতিমতো দুর্ভোগের শিকার যাত্রীরা। শনিবার সাতসকালেও পশ্চিম মেদিনীপুরে খেমাশুলিতে রণপা সহযোগে ঢাক ঢোল পিটিয়ে মিছিল করেন কুড়মি সমাজে মানুষ।

সি আর আই রিপোর্টের ওপর রাজ্য সরকারকে অবিলম্বে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে, মূলত এই দাবি নিয়েই জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেছে কুড়মি সমাজ। একদিকে খড়্গপুরের খেমাশুলি, অন্যদিকে পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ কর্মসূচি চলছে।

এই আন্দোলনের জেরে শনিবারও বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে ৭২ টি দূরপাল্লার ট্রেন। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস, লোকমান্য তিলক, শালিমার সহ বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

WestBengalBangla

Apr 08 2023, 09:02

*প্যাচপ্যাচে গরমে নাকাল হবে মানুষ! জানুন আজকের আবহাওয়ার খবর*


বৃষ্টি বেপাত্তা হতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এপ্রিলের প্রথম সপ্তাহেই আর্দ্রতার আধিক্যে অস্বস্তিকর গরমে কাহিল মানুষ। পশ্চিমী ঝঞ্ঝার বসন্তের বিদায়ের আগে এমন পরিস্থিতি হওয়ায় গ্রীষ্মকাল নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে আবহবিদদের মধ্যে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৯°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৫° সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ১০ এপ্রিল পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

WestBengalBangla

Apr 08 2023, 09:01

*দৈনিক রাশিফল ৮ই এপ্রিল ২০২৩(শনিবার)*

মেষ: আপনি মনের শান্তি পাবেন, আপনি কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। এই ব্যবধানে কোনও নতুন সম্পত্তিতে বিনিয়োগ এড়াতে পরামর্শ দেওয়া হয়।

বৃষ: তিক্ত কথাবার্তাকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার ইচ্ছা বাস্তবায়নের পরিকল্পনা শুরু হতে পারে। আপনি পরিবার বা প্রিয়জনের সাথে আপনার আনন্দের মুহূর্তগুলি উপভোগ করবে। 

মিথুন: বিবাদের জড়াবেন না। অসুস্থ হতে পারেন। আপনার আটকে থাকা টাকা পুনরুদ্ধারের আশা করা হবে, যা ব্যবসায় আর্থিক তারল্য বাড়াতে পারে। 

কর্কট: আত্মবিশ্বাসের জোরেই সাফল্য আসবে। আপনি সন্তানদের পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবেন। কর্মরত ব্যক্তিরা তাদের কর্মজীবনের উন্নতির জন্য উচ্চ শিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে। 

সিংহ: আর্থিক বিনিয়োগে সুফল পাবেন। অফিসের কাজ মিটিয়ে পছন্দের কিছু করতে সময় পাবেন। প্রেমিক দম্পতি বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। 

কন্যা: দায়িত্ব নিতে ভয় পাবেন না। অন্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। বিকেলের পরে সময়টা ঠিক হয়ে যাবে।

তুলা: প্রয়োজন বুঝে তবেই খরচ করুন। সপরিবারে সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে কাটবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এখন সমাধান হতে পারে।

বৃশ্চিক: আপনি সাহসের সাথে বিরূপ পরিস্থিতি সামলাবেন। আপনাকে আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পেশাগতভাবে, আপনি কঠোর পরিশ্রম করবেন।

ধনু: পদোন্নতি করতে নতুন দায়িত্ব নিন। সব দিক বিবেচনা করে নতুন প্রকল্পে সামিল হোন। অবিবাহিতরা তাদের জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

মকর: মানসিক স্থিতি বজায় রাখুন। আপনার পরিবেশে নিস্তেজতা থাকবে, এটি আপনার পেশাগত এবং গার্হস্থ্য জীবনকে প্রভাবিত করবে। আপনাকে নিরাপদে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। 

কুম্ভ: পারিবারিক বিবাদে জড়াবেন না। বন্ধুর সহায়তায় অস্বস্তি থেকে মুক্তি পাবেন। আপনাকে নতুন সম্পত্তিতে বিনিয়োগ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। 

মীন: বিলম্বিত প্রকল্পগুলি চালু করুন। বেহিসেবি জীবনযাপন পরিবারকে চিন্তিত করে তুলবে। আপনার আটকে থাকা অর্থ এবং পণ্যের পেমেন্ট সহজেই পুনরুদ্ধার করা হবে, যা ব্যবসার মধ্যে তারল্য বৃদ্ধি করবে।

WestBengalBangla

Apr 07 2023, 15:32

*নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড*

নিউটাউনে (Newtown) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শুক্রবার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, নিউটাউনের সিটি সেন্টারের পিছনে একটি দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের দু'টি গাড়ি ও পুলিশ উপস্থিত রয়েছে বলে খবর।

এদিকে এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি মোট ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।

WestBengalBangla

Apr 07 2023, 15:31

*কোচবিহারে প্রাণ হারালেন তৃণমূল নেত্রী*

আবারও শিরোনামে উঠে এল কোচবিহারের (Coochbehar) শীতলকুচি। কারণ শীতলকুচিতে এবার ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। জানা গিয়েছে, তৃণমূলের (Trinomool Congress) পঞ্চায়েত সদস্য, তাঁর স্বামী ও মেয়েকে বাড়িতে ঢুকে খুন করল দুষ্কৃতীরা। এহেন ঘটনায় ভয়ে কাঁপছেন এলাকাবাসী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হামলা নাকি নেপথ্যে রয়েছে কোনওরকম ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্তে নেমে পড়েছে পুলিশ।

জানা গিয়েছে, শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের সদস্য নীলিমা বর্মনের বাড়িতে এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তৃণমূল নেত্রীর আরেক মেয়ে। এদিকে ইতিমধ্যে একজন দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

WestBengalBangla

Apr 04 2023, 16:08

*রিষড়া কাণ্ড: আহতকে দেখতে এসএসকেএমে হাজির রাজ্যপাল*


রিষড়ার ঘটনায় আহতের সঙ্গে দেখা করতে হাজির হন এসএসকেএম হাসপাতালে হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রিষড়ার অশান্তিতে আহতের নাম বিজয় মালিক। তিনি বিজয় মালিকের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়ে পৌঁছন এদিন। রিষড়ার পরিস্থিতি ঘুরে দেখেই তিনি আহতের সঙ্গে দেখা করতে যান হাসপাতালে।

বিজয় মালিকের সঙ্গে দেখা করে বেরিয়েই তিনি জানিয়েছেন, ‘অশান্তির ঘটনায় উনি জখম হয়েছেন। উনি মাথায় চোট পেয়েছেন। চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।’ শুধু তাই নয় এদিন রাজ্যপাল আরও জানিয়েছেন, ‘২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। আজ অস্ত্রোপচার হবে’। তিনি বলেন, ‘দোষীরা রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে’।