Nadia

Mar 21 2023, 16:53

*ডিএ র দাবিতে বিদ্যালয়ে কর্মবিরতির, জন্য অনুপস্থিত শিক্ষকদের শোকজ লেটার নিতে যাওয়া উৎসবের মেজাজে*

Nadia

Mar 21 2023, 16:00

নদীয়ার কল্যাণী ৪২ নম্বর রেলগেট ভেঙ্গে বিপত্তি


নদীয়া: আবারও ভেঙে পড়ল নদীয়ার কল্যাণী ৪২ নম্বর রেলগেটে। গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে রেলগেটি।আর তাতেই অসুবিধায় পড়ে নিত্য যাত্রীসহ এইমস এবং জেএনএম হসপিটালে আশা রোগী ও তার পরিবার।

প্রায়শই ভেঙে পড়ে নদীয়ার কল্যাণী ৪২ নম্বর রেলগেট।আজ একটি চারচাকা গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে রেলগেট। আর তাতে দীর্ঘ জঞ্জাট তৈরি হয় কল্যাণী শহর থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে যোগাযোগের একমাত্র রাজ্যসড়ক। যদিও একাধিকবার রেলওয়ে সুরক্ষা কমিটির অফিসাররা দুর্ঘটনা গ্রস্থ এই স্থল ঘুরে দেখলেও সেভাবে কাজের কাজ কিছুই হয়নি স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ৪২ নম্বর রেলগেটের উপর একটি ফ্লাই ওভার তৈরি করা। এই ৪২ নম্বর রেলগেট একাধিকবার বিভিন্ন গাড়ির ধাক্কায় ভেঙে যাওয়ায় প্রায়শই যানজট তৈরি হয়। একদিকে যেরকম কল্যাণী এমস এর মতন একটি গুরুত্বপূর্ণ হসপিটাল রয়েছে, ঠিক তার উল্টোদিকেই কল্যাণী জহরলাল মেমোরিয়াল হসপিটাল ,এবং একমাত্র হৃদরোগ চিকিৎসা কেন্দ্র গান্ধী হসপিটাল।

এই রেলগেট একাধিক বার ভেঙ্গে পড়ায় নিত্যযাত্রীসহ স্কুল কলেজ পড়ুয়াদেরও অসুবিধার সম্মুখীন হতে হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তিন নম্বর রেললাইন তৈরীর কাজ। যদিও এদিন এই সমস্ত কাজ সরজমিনের তদন্ত করতে রেলওয়ে দিল্লির প্রতিনিধিরা। আজ আবার এই রেলগেট ভেঙে পড়ায় তৈরি হয়েছে যান চলাচলে বিপত্তি।

Nadia

Mar 21 2023, 15:44

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 21.03.2023.


AITC leader Barnali Dey Roy offers prayers at a temple in Tarapur Gram Panchayat, Ranaghat-I Block at Nadia.

Nadia

Mar 20 2023, 16:26

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 20.03.2023.


AITC leader Nasiruddin Ahmed interacts with the officials of Panighata Gram Panchayat, Kaliganj Block, during the Anchale Ek Din initiative of Didir Suraksha Kawach campaign at Nadia.

Nadia

Mar 19 2023, 21:19

নাকাশিপাড়ার ভোলাডাঙ্গায় ৩৪ নম্বর জাতীয় সড়ক দুর্ঘটনা,আহত হয় ৪০ জন


নদীয়া: অগ্রদ্বীপের মেলা দেখে ফেরার পথে নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙ্গায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা,আহত হয় ৪০ জন। এদের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হসপিটালে।

বর্ধমানের অগ্রদ্বীপের মেলা দেখে ফেরার পথে নদীয়ার নাকাশিপাড়া থানার ভোলাডাঙ্গায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হয় ৪০ জন। এদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর হলে তাদের বেথুয়াডহরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্ধমানের অগ্রদ্বীপের মেলা দেখে কৃষ্ণনগর ভাতজাংলা ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই মিনি ট্রাকটি।

তাতে থাকা ৪০ জন মহিলা এবং পুরুষ কম বেশি আহত হয়। এদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর হলে তাদের স্থানীয়দের এবং নাকাশিপাড়া পুলিশের উদ্যোগে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতাল থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় দীর্ঘক্ষন স্তব্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের যান চলাচল।

Nadia

Mar 19 2023, 19:45

নদীয়ার মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে এলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব


নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে আসলেন সমাজবাদি পার্টির নেতা অখিলেশ যাদব । আজ মায়াপুর ইসকনে তাকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ । সেখানে এসে প্রথমে তিনি কোচ বিল্ডি বিশ্রাম নিয়ে পরে চন্দ্রোদয় মন্দিরে পুজা দেন এবং টি ও ভি পি মন্দির দর্শন করেন ।

আজ এই মন্দিরে এসে তিনি কোনো রাজনৈতিক কথা না বললেও তিনি বলেন আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গে আসলেই মায়াপুর ইসকন দর্শন করবেন , তাই এখানে দর্শন করতে আসলাম খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে । এই মন্দিরে ভক্তদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে । এত বড়ো মন্দির খুবই ভালো লাগছে এখানে এসে । যদিও গো মাতার পুজার ব্যবস্থা ইসকনের পক্ষ থেকে করা থাকলেও বৃষ্টির কারনে সেই গো পুজা সম্ভব হয়নি ।

Nadia

Mar 18 2023, 19:26

পঞ্চায়েত নির্বাচনের আগে নদীয়ার পলাশিপাড়ায় ১৪টি তাজা সকেট বোমা নিস্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল স্কোয়াড


নদীয়া:পলাশিপড়া থানার ধাওয়াপাড়া মাঠে খেজুর বাগানে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়ালো এলাকায়। এদিন ওই এলাকার একটি খেজুর বাগানে খড়ের গাদার পাশে একটি বোমা ভর্তি প্লাস্টিকের ড্রাম মাটিতে পোঁতা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশিপাড়া থানার পুলিস। এর পাশাপাশি বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। তাঁরা এসে ড্রাম থেকে ১৪টি তাজা সকেট বোমা উদ্ধার করে। বিস্ফোরণ ঘটিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। উল্লেখ্য কিছুদিন আগেই ওই এলাকাতেই বোমাবাজির ঘটনায় দুজন আহত হন।

এছাড়াও পলাশিপাড়া লাগোয়া কালীগঞ্জের মোলান্দিতে কিছুদিন আগেই পুলিসকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। এরপরই ওই এলাকা থেকে দু দফায় বোমা উদ্ধার হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে বারংবার বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Nadia

Mar 18 2023, 16:20

নদীয়ার রানাঘাট উপ- সংশোধনাগারে বিচারাধীন বন্দীর মৃত্যু


রানাঘাট উপ সংশোধনাগারে এক এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু হলো। মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন বয়স ৬০ বছর। জয়দেব বর্মনের বাড়ি তাহেরপুর থানার জামাল ডাঙ্গায়। জেল সূত্রে খবর আজ সকালের দিকে জয়দেব বর্মন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

এরপর তড়িঘড়ি তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে, মৃতদেহ ময়না তদন্ত পাঠানো হয়েছে। বিচারাধীন বন্দি জয়দেব বর্মন প্রায় পাঁচ বছর ধরে ডাকাতি মামলায় জেল খাটছেন। এই ঘটনায় জয়দেব বর্মনের বাড়ির লোকেরা শোকে ভেঙে পড়েছেন।

Nadia

Mar 17 2023, 19:27

১০০দিনের প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ নদিয়ার নাকাসিপাড়ার বিল কুমারী পঞ্চায়েতে


নদীয়া:১০০ দিনের প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে নদিয়ার নাকাসিপাড়া থানার বিল কুমারী পঞ্চায়েত এলাকায়।এমনই অভিযোগের ভিত্তিতে শুক্রবার নাকাসিপাড়া বিলকুমারী পঞ্চায়েত এলাকার

১০০ দিনের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে। প্রসঙ্গত ১০০দিনের কাজের প্রকল্পে রাস্তা তৈরি থেকে পুকুর খনন সমস্ত কাজ নিয়েই বিলকুমারী পঞ্চায়েত এর প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। অভিযোগ, খাতায় কলমে কোথাও রাস্তা তো আবার কোথাও পুকুর খনন করার কথা বলা হলেও আদেও সেই কাজ বাস্তবায়ন হয়নি। আর এর পরই সু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় দল গোটা বিষয়টি পরিদর্শনে আসেন। এদিন কেন্দ্রীয় দল পঞ্চায়েতের বিভিন্ন কাজের খতিয়ান দেখার পাশাপাশি অভিযোগকারীর সাথেও কথা বলেন।

আর শুক্রবারের এই কেন্দ্রীয় দলের বিল কুমারী পঞ্চায়েত এর ১০০দিনের কাজের খতিয়ান দেখতে আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক দল তৃণমূলের দাবি ১০০দিনের বকেয়া টাকা না মিটিয়ে লোক দেখানো রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে বিজেপির দাবি কোনো কাজ না করেই ১০০ দিনের প্রকল্পের কোটি কোটি টাকা চুরি করেছে শাসক দলের নেতারা। এর উপযুক্ত তদন্ত অবশ্যই করা উচিত।

Nadia

Mar 17 2023, 19:22

ফের কুমিরের আতঙ্ক শান্তিপুরের ভাগীরথী নদীতে


নদীয়া: ফের মৎস্যজীবীদের নজরে এলো কুমির। নদীয়ার শান্তিপুর ফুলিয়া মালিপোতা ঘাট সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে হঠাৎই মৎস্যজীবীরা দেখতে পান কুমির। জাল ফেলে পালিয়ে আসেন মৎস্যজীবীরা। জানা যায় এদিন বিকেলে মৎস্যজীবীরা জাল ফেলতে গিয়েছিলেন ভাগীরথীতে তখনই তাদের নজরে আসে কুমির। যার ফলে আতঙ্কে গতকাল রাতে অনেকেই যায়নি মাছ ধরতে।

মৎস্যজীবীদের দাবি গত বছর এই সময়ে ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকাতে দেখা গিয়েছে কুমির। ফের নজরে আশায় আতঙ্কে রয়েছেন মৎস্যজীবীরা। গতকাল আমরাই প্রথম রিপাবলিক বাংলায় এই খবর দেখায়। তারপর আজ খবর দেওয়া হয় বনদপ্তরকে, খবর পেয়ে ঘটনা চলে আসে বাহাদুরপুর পলাশগাছি বিট এর বনদপ্তরের কর্মীরা। তারা নৌকায় করে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন।