North24Paragana1

Mar 21 2023, 13:34

*ইডির নজরে মডেল শ্বেতা চক্রবর্তী,শ্বেতা নিয়ে প্রতিক্রিয়া দিলেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান*

উত্তর ২৪ পরগনা:  দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটির বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সাথে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং এর ব্যবসা করেন। অয়ন শীলের প্রোমোটিংয়ের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী।গতকাল অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানে পৌরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নাম ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ইডি সূত্রে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা। ইডির তদন্তে দেখা গেছে শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু অর্থ দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছে ইডি দপ্তরে।


শ্বেতা চক্রবর্তীর বিষয়ে কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, "২০১৬ সালে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে যোগদান করেন শ্বেতা চক্রবর্তী। অফিসের কাজ ছাড়া শ্বেতার সাথে কোন রকম কোন কথাবার্তা হতো না।অয়নশীল কাজের সূত্রে একবার কামারাহাটি পৌরসভায় এসেছিলেন।যদি আগে জানতাম এই ধরনের ঘটনা হবে তাহলে রিক্রুটমেন্টই করতাম না।এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। সরকারি পদ্ধতি মেনে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে শ্বেতা চক্রবর্তীর বিরুদ্ধে।

North24Paragana1

Mar 21 2023, 11:26

*বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু ৩*


হাওড়া: মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের বরুণদা এলাকায়। জানা গিয়েছে, কোলাঘাট মুখী একটি দীঘাগামী বাসের সামনের চাকা ব্লাষ্ট করে চলে আসে কলকাতাগামী লেনে এবং কলকাতা মুখি একটি চারচাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।



বাসের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। মৃত্যু হয় তিনজন আরোহীর। ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। মৃতদেহ গাড়ি থেকে বের করতে না পারায় গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় দেহগুলি।


North24Paragana1

Mar 21 2023, 11:08

*ইডির নজরে মডেল শ্বেতা চক্রবর্তী*



উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটির বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সাথে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং এর ব্যবসা করেন।


অয়নশীলের প্রোমোটিংয়ের ব্যবসা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী। গতকাল অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানে পৌরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নাম ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এটি সূত্রে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা।



ইডির তদন্তে দেখা গেছে শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু অর্থ দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছে ইডি দপ্তরে। শ্বেতার বাবা অরুন চক্রবর্তী জানান, শ্বেতার গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন অয়ন।


সেটা স্বীকার করে নিয়ে বলেন ,কামারহাটি পৌরসভায় কর্মরত থাকার পরেও অবসর সময়ে অয়নের প্রমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন শ্বেতা। সেই সুবাদেই গাড়ি কেনার জন্য কিছু অর্থ দিয়েছিলেন অয়ন।

North24Paragana1

Mar 21 2023, 11:08

*ইডির নজরে মডেল শ্বেতা চক্রবর্তী*



উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটির বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সাথে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং এর ব্যবসা করেন।


অয়নশীলের প্রোমোটিংয়ের ব্যবসা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী। গতকাল অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানে পৌরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নাম ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এটি সূত্রে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা।



ইডির তদন্তে দেখা গেছে শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু অর্থ দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছে ইডি দপ্তরে। শ্বেতার বাবা অরুন চক্রবর্তী জানান, শ্বেতার গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন অয়ন।


সেটা স্বীকার করে নিয়ে বলেন ,কামারহাটি পৌরসভায় কর্মরত থাকার পরেও অবসর সময়ে অয়নের প্রমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন শ্বেতা। সেই সুবাদেই গাড়ি কেনার জন্য কিছু অর্থ দিয়েছিলেন অয়ন।

North24Paragana1

Mar 21 2023, 10:50

*ইডির নজরে মডেল শ্বেতা চক্রবর্তী উত্তর ২৪*
উত্তর ২৪  পরগনা: দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটির বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সাথে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং এর ব্যবসা করেন। অয়নশীলের প্রোমোটিংয়ের ব্যবসা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী। গতকাল অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানে পৌরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নাম ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এটি সূত্রে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা। ইডির তদন্তে দেখা গেছে শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু অর্থ দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছে ইডি দপ্তরে। শ্বেতার বাবা অরুন চক্রবর্তী জানান, শ্বেতার গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন অয়ন। সেটা স্বীকার করে নিয়ে বলেন ,কামারহাটি পৌরসভায় কর্মরত থাকার পরেও অবসর সময়ে অয়নের প্রমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন শ্বেতা। সেই সুবাদেই গাড়ি কেনার জন্য কিছু অর্থ দিয়েছিলেন অয়ন।

North24Paragana1

Mar 21 2023, 10:50

*ইডির নজরে মডেল শ্বেতা চক্রবর্তী উত্তর ২৪*
উত্তর ২৪  পরগনা: দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটির বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সাথে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং এর ব্যবসা করেন। অয়নশীলের প্রোমোটিংয়ের ব্যবসা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী। গতকাল অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানে পৌরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নাম ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এটি সূত্রে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা। ইডির তদন্তে দেখা গেছে শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু অর্থ দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছে ইডি দপ্তরে। শ্বেতার বাবা অরুন চক্রবর্তী জানান, শ্বেতার গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন অয়ন। সেটা স্বীকার করে নিয়ে বলেন ,কামারহাটি পৌরসভায় কর্মরত থাকার পরেও অবসর সময়ে অয়নের প্রমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন শ্বেতা। সেই সুবাদেই গাড়ি কেনার জন্য কিছু অর্থ দিয়েছিলেন অয়ন।

North24Paragana1

Mar 21 2023, 10:47

*মুড়াগাছা মানিকডাঙ্গা রোড অঞ্চলের প্রধান রাস্তার ভগ্ন দশা*


উত্তর ২৪ পরগনা: ঘোলা থানার অন্তর্গত মুড়াগাছা মানিকডাঙ্গা রোড অঞ্চলের প্রধান রাস্তা ভগ্ন দশা কয়েক দশক ধরে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছেন পথচারীসহ গাড়ি চালক। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গতকাল রাতে  এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মুড়াগাছা মানিকডাঙ্গা রোডে। দীর্ঘ প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

North24Paragana1

Mar 21 2023, 10:43

*অয়নের দুর্নীতেতে নাম জড়ালো অবসরপ্রাপ্ত পানিহাটি পৌরসভার এক কর্মীর*


উত্তর ২৪ পরগনা: শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ অয়ন শীল কে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা দীর্ঘক্ষণ জেরা করার পর ৬০ টি পৌরসভার নাম উঠে এসেছে । এই ৬০ টি পৌরসভার মধ্যে বারাকপুর শিল্পাঞ্চলের উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি ও হালিশহর পৌরসভায় অভিযোগ অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছিল । পানিহাটি পৌরসভার পক্ষ থেকে ২০১৬ সালে কানুদা নামে একজন ৯৬ পাতার চাকরিপ্রার্থী তালিকার খসড়া পাঠিয়েছিল । খসড়া তালিকায় তার নাম ছিল। এই কানুদা নামে ব্যক্তির খোঁজ করতে গিয়ে জানা যায়,পানিহাটী ঘোলা পূর্বাঞ্চল এলাকায় কানুদা ওরফে কানাইলাল দের বাড়ি । এই ব্যক্তি পানিহাটি পৌরসভার ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করতেন । ২০২০ সালে অবসর নেন পানিহাটি পৌরসভা থেকে । তিনি জানান ,"এই বিষয়ে তিনি কিছুই জানেন না । তার নাম এই বিষয়ে কেন আসছে তিনি তা বলতে পারবেন না" ।

North24Paragana1

Mar 21 2023, 10:43

*অয়নের দুর্নীতেতে নাম জড়ালো অবসরপ্রাপ্ত পানিহাটি পৌরসভার এক কর্মীর*


উত্তর ২৪ পরগনা: শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ অয়ন শীল কে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা দীর্ঘক্ষণ জেরা করার পর ৬০ টি পৌরসভার নাম উঠে এসেছে । এই ৬০ টি পৌরসভার মধ্যে বারাকপুর শিল্পাঞ্চলের উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি ও হালিশহর পৌরসভায় অভিযোগ অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছিল । পানিহাটি পৌরসভার পক্ষ থেকে ২০১৬ সালে কানুদা নামে একজন ৯৬ পাতার চাকরিপ্রার্থী তালিকার খসড়া পাঠিয়েছিল । খসড়া তালিকায় তার নাম ছিল। এই কানুদা নামে ব্যক্তির খোঁজ করতে গিয়ে জানা যায়,পানিহাটী ঘোলা পূর্বাঞ্চল এলাকায় কানুদা ওরফে কানাইলাল দের বাড়ি । এই ব্যক্তি পানিহাটি পৌরসভার ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করতেন । ২০২০ সালে অবসর নেন পানিহাটি পৌরসভা থেকে । তিনি জানান ,"এই বিষয়ে তিনি কিছুই জানেন না । তার নাম এই বিষয়ে কেন আসছে তিনি তা বলতে পারবেন না" ।

North24Paragana1

Mar 20 2023, 16:39

প্রয়াত নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডা: তরুণ অধিকারীর


উত্তর ২৪ পরগনা:প্রয়াত হলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর তরুণ অধিকারী। ১৯৮৭ সালে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন। এছাড়াও বিশিষ্ট চিকিৎসক হিসেবে স্বনামধন্য ছিলেন তিনি।

সোমবার সকালে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডঃ তরুন অধিকারী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আর তার এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় নেমে এসেছে চোখের ছায়া। সোমবার এই খবর পাওয়া মাত্রই সকাল থেকে তার গুনমুগ্ধরা তার বাড়িতে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান।