kolkata

Mar 14 2023, 13:07

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের অধিকার নেই রাজ্যের - হাইকোর্ট


কলকাতা:রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের অধিকার নেই রাজ্যের। মঙ্গলবার একটি মামলার নিষ্পত্তি করে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকের্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তার রায়ে উল্লেখ করেছে, উপাচার্যদের একমাত্র নিয়োগ করতে পারবেন আচার্য।

এর জেরে এবার রাজ্যের নিযুক্ত উপাচার্যদের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১৮ সালের নিয়মে যাঁদের নিয়োগ হয়নি, তাঁদের সকলেরই নিয়োগ বৈধ থাকছে না। গত ২০২১-এর ডিসেম্বরে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছিলেন।

রাজ্যপালের দেওয়া তালিকায় গৌড়বঙ্গ, আলিপুরদুয়ার, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নামও ছিল। এর পর কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এনে হাইকোর্টে অনুপম বেরা একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। ওই মামলার নিষ্পত্তি করে হাইকোর্ট জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্যের নেই।

kolkata

Mar 14 2023, 12:32

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী হাইকোর্টের দ্বারস্থ


কলকাতা: গ্রেফতারির প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। মঙ্গলবার বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ তিনি।মামলা দায়েরের অনুমতি। আগামীকাল শুনানির সম্ভবনা।

kolkata

Mar 13 2023, 17:32

শর্তসাপেক্ষে বিরোধী দলনেতাকে নন্দীগ্রামে মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট


কলকাতা: শর্তসাপেক্ষে নন্দীগ্রামে মিছিল করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।সর্তসাপেক্ষে আগামী ১৪ মার্চ নন্দীগ্রামে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা।

ওই মিছিল অধিকারী পাড়া, সনাচুরা শহীদ পুর, গোকুল নগর, অধিকারী পাড়া হয়ে যাবে। তা সকাল ৮টা থেকে সকাল ১০টার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

এদিন সকালেই নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে হাইকের্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন, নন্দীগ্রামে শুভেন্দুকে মিটিংয়ের অনুমোদন দিচ্ছে না রাজ্য পুলিশ। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আগামী ১৪ মার্চ শুভেন্দুর মিটিংয়ের অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন স্থানীয় বিজেপির কর্তারা। কিন্তু অনুমোদন মেলেনি। তাই তিনি বিচারপতি রাজা শেখর মান্থার কাছে অনুমোদন চেয়ে আর্জি দাখিল করেন।আদালতের নির্দেশ, মিছিলে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকে। সকাল ৮টা থেকে ১০.৩০টার মধ্যে মিছিল শেষ করে জায়গা খালি করে দিতে হবে বিজেপিকে।

kolkata

Mar 13 2023, 15:21

নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ বিরোধী দলনেতা


কলকাতা : নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।অভিযোগ, নন্দীগ্রামে শুভেন্দুকে মিটিংয়ের অনুমোদন দিচ্ছে না রাজ্য পুলিশ। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আগামী ১৪ মার্চ শুভেন্দুর মিটিংয়ের অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন স্থানীয় বিজেপির কর্তারা। কিন্তু অনুমোদন মেলেনি। তিনি বিচারপতি রাজা শেখর মান্থার কাছে অনুমোদন চেয়ে আর্জি দাখিল করেছেন। ওই মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি।

kolkata

Mar 13 2023, 15:15

মুকুল রায়ের দলীয় অবস্থান জানতে চেয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা


কলকাতা:মুকুল রায়ের দলীয় অবস্থান জানতে চেয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা হল। মুকুল নিয়ে বিধানসভার অধ্যক্ষর দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। মুকুল রায়ের বিজেপিতে রয়েছেন বলে নির্দেশ দেন অধ্যক্ষ।

সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী।বিধানসভার অধ্যক্ষের নির্দেশ ছিল, মুকুল রায় বিজেপিতে আছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন নতুন করে হাইকোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা।

kolkata

Mar 13 2023, 13:17

স্কুলের গ্রুপ সি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন


কলকাতা: স্কুলের গ্রুপ সি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন ৮৪২ চাকরি হারানো গ্রুপ সি কর্মীর একাংশ।

নিয়ম মেনে মামলা দায়ের করার অনুমতি দিল আদালত।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে ৮৪২ জন চাকরি যায়। আর চাকরি করতে পারবে না তারা। বেতন পাবে না। স্কুলে ঢুকতে পারবে না। সোমবার সমস্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ চাকরি হারানো প্রার্থীরা।

kolkata

Mar 12 2023, 12:16

স্কুলের গ্রুপ সি বাতিলের তালিকায় বিধায়িকার মেয়ের নাম


কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষার গ্রুপ সি'র ৮৪২ জনের তালিকা প্রকাশ করে পর্ষদ। সেই তালিকা অনুযায়ী পর্ষদ অবিলম্বে এই ৮৪২ জনের চাকরি বাতিলের করার নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়াও হাইকোর্টের যাদের চাকরি বাতিল হল তারা স্কুলে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না এবং স্কুলের কোন জিনিস ব্যবহার করতে পারবে না। সেই লিস্ট প্রকাশ করে পর্ষদের সেই লিস্টে দেখা যায় উত্তর ২৪ পরগনা জেলার মিনাখা বিধানসভার বিধায়িকা তৃণমূল কংগ্রেসের ঊষা রানী মন্ডল তার মেয়ে বিনতা মন্ডল যার লিস্টে নাম রয়েছে ১৪১ নম্বরে।

সে চাকরি পেয়েছিল বেলঘড়িয়ার ৩১ নম্বর ওয়ার্ডে কামারহাটি পৌরসভার অন্তর্গত নন্দননগর আদর্শ বালিকা বিদ্যালয়। কেরানিকের চাকরি পায় সে। পর্ষদ পক্ষ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল সেই ইস্যুর ডেট ছিল ৭ই এপ্রিল 2018 ।বিনতা মন্ডল নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কাজে যোগ দিয়েছিল ১১ই এপ্রিল 2018। যেদিনকে সে কাজে যোগ দিতে আসে স্কুলে সেদিন তার বিধায়িকা মা ঊষা রানী মন্ডলকে সাথে করে নিয়ে এসেছিলেন। সেদিনকেই জানতে পারে পরিচয় হয় স্কুলের প্রধান শিক্ষিকার সাথে।

প্রধান শিক্ষিকা জানান,মেয়ে হিসেবে সে ভালো ছিল। সময় মতন আসতো এবং কথাবার্তায় তার ভালো ব্যবহার ছিল তিনি এ বিষয়ে জানতেন না তার মা বিধায়িকা। স্কুলে আসার পরে তার পরিচয় হয় এবং তাদের বাড়িতেও অনুষ্ঠানে স্কুলের শিক্ষিকারা সহকর্মীরা অংশগ্রহণ করেছিল বলেও জানান তিনি।

kolkata

Mar 11 2023, 18:58

হাওড়া ইউনিয়ন ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ময়দানে তাদের তাঁবুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়


কলকাতা : আজ হাওড়া ইউনিয়ন ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ময়দানে তাদের তাঁবুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

এই অনুষ্ঠানে ভারতের ডাক বিভাগ হাওড়া ইউনিয়নের ১০০ বছরকে নিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করেন। কলকাতার ক্রীড়া সাংবাদিক দের সঙ্গে হাওড়া ইউনিয়নের সদস্যদের মধ্যে একটি মৈত্রী ফুটবল ম্যাচের ও কিক অফ করেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।

বি:সঞ্জয় হাজরা।

kolkata

Mar 11 2023, 18:56

*শান্তনু আপডেট*


৩ দিনের ইডি হেফাজতের তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় । ফের তাঁকে ১৩ মার্চ ব্যাঙ্কশালের বিশেষ আদালতে পেশ করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।

kolkata

Mar 11 2023, 18:55

*শান্তনু আপডেট*



১৯কোটি টাকা শান্তনুর কথায় তাপস মণ্ডলকে দিয়েছিল কুন্তল। আদালতে জানালো ইডি।
কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হয়েছে বলে আদালতে দাবী ইডির।