Mar 09 2023, 16:53
ধর্মঘট সফল করতে বনধ সমর্থনে বারাসতের জেলা শাসকের দফতরে মিছিল, পাল্টা কাজে যোগদানের জন্য মিছিল করলেন রাজ্য সরকারি ফেডারেশন কমিটির
উত্তর ২৪ পরগনা: ধর্মঘট সফল করতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা বারাসতের জেলা শাসকের দফতরে মিছিল করলেন। পাল্টা কর্মে যোগদানের জন্য মিছিল করলেন রাজ্য সরকারি ফেডারেশন কমিটির সদস্যরা।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দাবি, বন্ধে যোগ দিলে সরকার কোনও ব্যবস্থা নিতে পারবেনা। তারজন্য বিধানসভায় আইন পাশ করাতে হবে। সেটা না করিয়ে নোটিশ জারি করছে। আমরা নায্য দাবিতে আইন মেনে বন্ধ করছি। অন্যদিকে
রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা বন্ধের বিরুদ্ধে তৃণমূল ফেডারেশনের মিছিল শেষে তাদের দাবি, বন্ধ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেতে চাইছে রাজনৈতিক স্বার্থে । এদিন উভয় পক্ষই আজ বারাসাতের উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে সরকারি কর্মচারীরা মিছিল বার করেন ।
তাদের দাবি, কিছু অসাধু মানুষজন যারা সরকারের কাজকর্ম নষ্ট করতে চাইছে এইভাবে একটা কাজের দিন নষ্ট করা উচিত নয় সে কারণে তারা আগামীকাল বন্ধের বিরুদ্ধে কাজ করবেন । তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারীবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা বন্ধের বিরুদ্ধে সরকারের পাশে আছেন। মানবিক মুখ্যমন্ত্রী 3% দিয়ে বাড়িয়েছে আগামীতে বাকি DA দিয়ে দেবেন । অন্যদিকে অন্য সরকারি কর্মচারীর কোঅর্ডিনেসন কমিটির যৌথ মঞ্চের উদ্যোগে তারাও মিছিল বার করেন তারা বন্ধের সমর্থনে মিছিল করেন ডিএম অফিস থেকে সেই একই মিছিল বার হয়ে বারাসত এর বিভিন্ন প্রান্ত ঘোরে ।


Mar 10 2023, 17:01