*টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ২০২৫-এর আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হচ্ছেন অলিম্পক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্প্রিন্টার কেনি বেডনারেক*
![]()
নিউজ ডেস্ক : টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা (TSW 25K)-এর আয়োজক প্রোক্যাম ইন্টারন্যাশনাল ঘোষণা করেছে , টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ অলিম্পিকে ডাবল সিলভার মেডেলজয়ী এবং ২০২৫ টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে গোল্ড ও সিলভার মেডেল বিজয়ী কেনি বেডনারেক এই মাইলফলক ১০ম সংস্করণের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হবেন। রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্ধারিত এই প্রতিযোগিতা বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বের প্রথম ২৫কে রেস হিসেবে খেলাধুলার মাধ্যমে সম্প্রদায়কে একত্রিত করতে থাকে, উদযাপন করে দৃঢ়তা, অন্তর্ভুক্তি এবং মানবিক অধ্যবসায়ের স্পৃহা।
মাত্র ২৭ বছর বয়সেই ‘কুং ফু কেনি’ নামে পরিচিত বেডনারেক ট্র্যাক ও ফিল্ড দুনিয়ার অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ অলিম্পিকে ২০০ মিটারে দুটি সিলভার জয়ের পাশাপাশি সদ্যসমাপ্ত ২০২৫ টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে গোল্ড ও সিলভার পদক জিতে তিনি নিজেকে বিশ্বের অন্যতম ধারাবাহিক স্প্রিন্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গতি ও প্রদর্শনীর যে বিভাগ উদযাপন করা হয়, সেখানে বেডনারেকের যাত্রা মনে করিয়ে দেয়—সত্যিকারের মহত্ব নির্ভর করে অধ্যবসায়ের উপর, নিখুঁততার উপর নয়। বিশ্বের সেরাদের মধ্যে তাঁর ধারাবাহিক উপস্থিতি প্রতিভা ও তেজের সংযোগসূত্রকে প্রতিফলিত করে।
উইসকনসিনে জন্ম নেওয়া বেডনারেকের শৈশব সহজ ছিল না। জন্মের পরই পরিত্যক্ত হওয়া এবং কঠিন শৈশব কাটিয়ে দত্তক গ্রহণ—এ সবকিছুই তিনি অদম্য দৃঢ়তার সঙ্গে অতিক্রম করেছেন। কমিউনিটি কলেজের ট্র্যাক থেকে বিশ্বমঞ্চে তাঁর উত্তরণ আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য নির্ধারিত হয় না কোথা থেকে শুরু করা হয়েছে তা দ্বারা, বরং নির্ধারিত হয় অবিরত এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পে।
“ জীবন আমাকে শিখিয়েছে যে গন্তব্যের চেয়ে যাত্রাই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি রেস, প্রতিটি পদক্ষেপ তোমাকে গড়ে তোলে ,” কলকাতায় আসার আগে বললেন কেনি বেডনারেক। “ টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার ১০ম বর্ষপূর্তির অংশ হতে পেরে আমি আনন্দিত। এই শহরের খেলাধুলার প্রতি আবেগ এবং এই রেসের কমিউনিটি ও স্বাস্থ্যের উপর গুরুত্ব আমার নিজের গল্পের সঙ্গেও মিলে যায়। আমি কলকাতার উদ্দীপিত অংশগ্রহণকারীদের উৎসাহিত করার অপেক্ষায় আছি এবং তাদের উদ্যমকে উদযাপন করতে চাই। ”
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে বেডনারেক আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তাঁর ব্যক্তিগত সেরা সময়গুলো স্প্রিন্টিং ইতিহাসের সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে পড়ে: ১০০ মিটারে ৯.৭৯ সেকেন্ড (২০২৫), ২০০ মিটারে ১৯.৫৭ সেকেন্ড (২০২৪), এবং ৪০০ মিটারে ৪৪.৭৩ সেকেন্ড (২০১৯)।
টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট সার্ভিসেস, ডি. বি. সুন্দর রমম বলেন, “টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার ১০ম সংস্করণ উদযাপনের সময় কেনি বেডনারেককে আমাদের অ্যাম্বাসাডর হিসেবে স্বাগত জানানো আমাদের জন্য গর্বের বিষয়। তাঁর জীবনযাত্রা দৃঢ়তা, উদ্দেশ্য এবং ধারাবাহিক প্রচেষ্টা যে নিজের ভাগ্যকে গড়তে পারে—এমন বিশ্বাসকে ধারণ করে, যা টাটা স্টিল ও এই ইভেন্ট—উভয়ের মর্মবাণীর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল স্বীকৃতি কলকাতাকে বিশ্ব দৌড়মানচিত্রে বিশেষ মর্যাদা দিয়েছে এবং কেনির উপস্থিতি মানুষের মধ্যে আরও বেশি করে ফিটনেস, কমিউনিটি এবং দৌড়ের আনন্দ গ্রহণের অনুপ্রেরণা যোগাবে বলে আমরা আশা করি।”
নিজের বক্তব্যে প্রোক্যাম ইন্টারন্যাশনালের যৌথ ব্যবস্থাপনা পরিচালক বিবেক সিং বলেছেন, “এটি #ADecadeofdifference এবং এই ঐতিহাসিক ১০ম সংস্করণের জন্য কেনি বেডনারেককে আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তাঁর জীবন ও কর্মজীবন আমাদের মনে করিয়ে দেয় যে ধারাবাহিক প্রচেষ্টা, দৃঢ়তা ও উৎকর্ষের সন্ধানে সৌজন্য—এই মূল্যবোধগুলোই একজন প্রকৃত চ্যাম্পিয়নকে সংজ্ঞায়িত করে। কেনির উপস্থিতি আমাদের রানিং কমিউনিটিকে গভীরভাবে অনুপ্রাণিত করবে। আমরা তাঁকে কলকাতায় স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছি এবং এই ১০ম বর্ষপূর্তি একসঙ্গে স্মরণীয় করে তুলতে চাই।”
ছবি সৌজন্যে:আয়োজক সংস্থা।



9 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k