*পাতুলিয়ায় বিধায়ক তহবিলের অর্থে নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন*
নিজস্ব প্রতিনিধি: পাতুলিয়া পশ্চিম পাড়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হল ঢালাই রাস্তার। উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের বিধায়ক তহবিল থেকে এই রাস্তা নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছিল। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী দাশ বিশ্বাস, পঞ্চায়েত সদস্য আমিনা বিবি, পিন্টু বিশ্বাস, বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাসুদ লস্কর, সমাজসেবী ইমরান খান, অতনু বিশ্বাস সহ বহু বিশিষ্টজনেরা।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার উন্নয়ন। বেহাল অবস্থার কারণে প্রতিদিন সমস্যায় পড়তেন নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া ও প্রবীণ নাগরিকরা। নতুন রাস্তাটি উদ্বোধনের মাধ্যমে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শোভন দেব চট্টোপাধ্যায় বলেন," এই রাস্তা শুধু উন্নয়নের প্রতীক নয়, মানুষের দাবির প্রতি আমাদের প্রতিশ্রুতির ফল"।এছাড়াও তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ এই দুটি বিষয়কে কটাক্ষ করে বলেন, "এই ধরনের মন্তব্য রাজ্যের ধর্মনিরপেক্ষ সংস্কৃতির পরিপন্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের আদর্শে বিশ্বাসী।"তিনি জানান, এই ধরনের বিভাজনের রাজনীতি বাংলার মাটি গ্রহণ করে না। তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন এবং শান্তির পথে চলবে।
ছবি: প্রবীর রায়











Dec 08 2025, 10:31
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k