ঘুর্নিঝড় মোকাবেলায় নবান্নের তরফে হেল্পলাইন নম্বর জানানো হল
ডেস্ক: রাজ্যে বৃহস্পতিবার মাঝ রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফল করতে পারে পুরী ও সাগরদ্বীপের মাঝে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ত্রাণ শিবির খোলা হয়েছে অনেক জেলায়। সমুদ্র ও নদী তীরবর্তী এলাকার বহু মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার এই ঘূর্ণিঝড়ের সময় ও পরে সাধারণ মানুষের কী করণীয় তা নিয়ে নির্দেশিকা জারি করল নবান্ন। নবান্নের তরফে হেল্পলাইন নম্বরও জানানো হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতীরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, ১০৭০ এই নম্বরে ফোন করলে সাহায্য মিলবে সরকারের তরফে।
Oct 23 2024, 18:04