/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz হাসপাতালে ধর্ষণ-হত্যাকাণ্ড : কলকাতায় চিকিৎসকদের কর্মবিরতি সাময়িক ভাবে শেষ হচ্ছে West Bengal Bangla
হাসপাতালে ধর্ষণ-হত্যাকাণ্ড : কলকাতায় চিকিৎসকদের কর্মবিরতি সাময়িক ভাবে শেষ হচ্ছে
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5
ডেস্ক: কলকাতার আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ চলছিল। জুনিয়র চিকিৎসকেরা প্রায় দেড় মাস আন্দোলনের পরে কাজে ফিরতে চলেছেন। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে তাঁরা কাজ শুরু করবেন। তবে এখনই পূর্ণমাত্রায় কাজ শুরু করবেন না। আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবা বিভাগে কাজ করবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জুনিয়র চিকিৎসকেরা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে জুনিয়র চিকিৎসকেরা সব বিভাগে কবে যোগ দেবেন তা না জানালেও আপাতত ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি এই সম্মেলনে নিশ্চিত করেছেন। পূর্ব কলকাতার সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ৯ দিন ধরে যে বিক্ষোভ অবস্থান চলছিল তাও শেষ হচ্ছে। শুক্রবারই ভেঙে দেওয়া হবে ওই মঞ্চ। এর পরে শুক্রবার বেলা ৩ টা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে থেকে তাঁরা মিছিল করে সল্টলেকে সিজিও কমপ্লেক্স নামে একটি ভবনে যাবেন। যেখানে সেন্ট্রাল ব্যুরো অব  ইনভেস্টিগেশনের (সিবিআই) দপ্তর রয়েছে।
রাজ্যের একটি সরকারি মেডিকেল কলেজ থেকে ৪০ শিক্ষার্থীকে বহিষ্কার করল কর্তৃপক্ষ
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5
ডেস্ক :কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালের ৪০ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। সূত্রের খবর অন্য শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগের কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে।সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বর্ধিত কলেজ কাউন্সিল সভায় শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল থেকেই তাঁদের বহিষ্কারের আদেশ কার্যকর হয়েছে।
বৈঠক ঠিক হয় , প্রাথমিকভাবে পাওয়া বিপুল তথ্য-প্রমাণ এবং ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের দেওয়া ও ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতে বর্ধিত কলেজ কাউন্সিল অভিযুক্ত শিক্ষার্থীদের হোস্টেল, হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস থেকে অন্তত ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।ওই নির্দেশে আরও বলা হয়, সাময়িকভাবে বহিষ্কার শিক্ষার্থীরা ৬ মাসের মধ্যে শুধু পরীক্ষায় অংশ নিতে এবং র‍্যাগিং বিরোধী কমিটি ও অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা বিশেষ কোনো তদন্ত কমিটির প্রয়োজনে কলেজে ঢুকতে পারবেন। কিন্তু কোনোভাবেই হোস্টেল ও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না।বর্ধিত কলেজ কাউন্সিলের বৈঠকে বর্তমান স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি বিলুপ্তির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া বা গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এছাড়াও বহিষ্কৃত শিক্ষার্থীরা স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আজকের রাশিফল (Friday, September ‍20, 2024)
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Friday, September ‍20, 2024)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনার ভালোবাসার মানুষটিকে কোন কঠোর কিছু না বলতে চেষ্টা করুন-অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

বৃষভ রাশিফল (Friday, September ‍20, 2024)

আপনার কম জীবনীশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মত কাজ করবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন। আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। প্রেমের জীবন আশা আনবে। মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবন লাভ করার জন্য কোনো অনগ্রসর আর্থ -সামাজিক ক্ষেত্র থেকে উঠে আসা কন্যাকে সাহায্য করুন।

মিথুন রাশিফল (Friday, September ‍20, 2024)


কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। আপনার সমস্যা গুরুতর হবে- কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না- সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে তাদের খোলা আকাশে মুক্ত করে দিন।

কর্কট রাশিফল (Friday, September ‍20, 2024)


আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুষম আহার নিন। যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- কালো ও সাদা তিল এর বীজ এটার সাথে মিশিয়ে তা মাছেদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।

সিংহ রাশিফল (Friday, September ‍20, 2024)


অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্হ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগে ফেটে পড়তে পারেন।

প্রতিকার :- ঝাড়ুদার কে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্ন ভাবে সাহায্য করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

কন্যা রাশিফল (Friday, September ‍20, 2024)


অনাকাঙ্খিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বোনের বিবাহসম্পর্ক আপনাকে খুশি করে তুলবে। তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর। কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে; তাকে সাহায্য করুন।

প্রতিকার :- সূর্য্য স্নান (গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান) করা স্বাস্থ্যের জন্য উপকারী।

তুলা রাশিফল (Friday, September ‍20, 2024)


আপনাদের মধ্যে যাঁরা যাঁরা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে- আজকের দিনে আপনার চাওয়া শেষ জিনিসটিই হবে এক চাপ এবং উভয়সঙ্কটের দিন। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালবাসার জীবন আজ এইরকম স্বাদ অনুভব করবে। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। চোখ সব কথা বলে, এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন।

প্রতিকার :- সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।

বৃশ্চিক রাশিফল (Friday, September ‍20, 2024)


পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে।এটি আপনাকে যু্ক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না– নতুন সুযোগের সন্ধান করুন। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে- কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্যের জন্য পায়েশ সেবন করুন।

ধনু রাশিফল (Friday, September ‍20, 2024)


অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। ব্যবসা সম্পর্কিত কথা,ব্যাবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন।

প্রতিকার :- গরুকে সবুজ ঘাস বা সবুজ জাবর খেতে দিলে কর্মজীবনে ভালো ফল দেবে।

মকর রাশিফল (Friday, September ‍20, 2024)


আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

প্রতিকার :- অভাবী হিজড়ে বর্গের মানুষদের সাহায্য করলে আপনার প্রেম জীবনে উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Friday, September ‍20, 2024)


অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে। ভালোবাসার লোককে হতাশ করবেন না– পরে আপশোষ করতে হবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে।

প্রতিকার :- গণেশ চল্লিশা পাঠ করলে এবং এবং মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মীন রাশিফল (Friday, September ‍20, 2024)


আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- তামাক সেবন থেকে বিরত থাকুন এবং ডিম, মাছ , মাংস ইত্যাদি তামসিক খাওয়া থেকে বিরত থাকুন। এর ফলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

(Courtesy-AstroSage)
মহাভারতের তিনটি ‘কূটশ্লোক’
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5

মহাভারত কে লিখেছেন? মহাঋষি ব্যাস কি? মহাঋষি ব্যাস তো মহাভারত বলেছিলেন। লিখেছিলেন গণেশ।মহাঋষি ব্যাস গণেশকে অনুরোধ করেছিলেন মহাভারত লেখার জন্য। আর গণেশ সেই অনুরোধ মেনে নিয়েছিলেন। কিন্তু গণেশ একটা শর্ত দিয়েছিলেন, সেই শর্ত হলো, আপনি বলে যাবেন আর আমি লিখে যাবো। আমি লেখা থামাবো না। গণেশের কাছে মহাঋষি ব্যাসও একটা শর্ত রেখেছিলেন।বলেছিলেন, গণেশ আপনাকে প্রতিটা শ্লোকের অর্থ বুঝে লিখতে হবে। মহাঋষি ব্যাস গণেশকে কিছু ধাঁধা দিতেন। গণেশ সেই ধাঁধার অর্থ বোঝার জন্য কিছু সময় নিতেন,আর সেই ফাঁকে মহাঋষি ব্যাস পরের শ্লোক ভেবে নিতেন। এইসমস্ত ধাঁধাগুলোকে বলা হয় ‘কূটশ্লোক’। এই ‘কূটশ্লোক’গুলো মহাভারতে আছে।

এমন তিনটে ‘কূটশ্লোক’ হলো-

১) এমন কি পানীয় আছে,যা এঁঠো, কিন্তু তাও আমরা তা ঈশ্বরকে নিবেদন করি?

# এর উত্তর হলো ‘গোরুর দুধ’। কারণ দুধ গোরুর বাচ্চা তো মুখ দিয়েই খায়।

২) এমন কোন কাপড় আছে যা মৃতদেহের কাপড় কিন্তু তাও ধর্মীয় কাজে ব্যবহৃত হয়?

#এর উত্তর হলো – ‘সিল্ক’।কারণ গুটি পোকার মৃত্যুর মধ্য দিয়েই সিল্ক জন্ম নেয়।

৩) এমন কোন খাবার আছে,যেটা কারোর বমি,তাও সেটা ধর্মীয় কাজে ব্যবহৃত হয়?

# এর উত্তর হলো ‘মধু’। কারণ বলা হয় মধু হল মৌমাছির বমি।
দেশের 'সেরা পর্যটন গ্রাম' এর স্বীকৃতি পেল বাংলার বরানগর গ্রাম
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5

ডেস্ক: সারা দেশের মধ্যে 'সেরা পর্যটন গ্রাম' এর স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বরানগর গ্রাম। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে একথা জানানো হয়েছে। এরপরই এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার দুপুরে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি এটা জানাতে পেরে আনন্দিত যে মুর্শিদাবাদ জেলার বরানগর গ্রামকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কৃষি-পর্যটন বিভাগে 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে নির্বাচিত করেছে।' ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বরানগর গ্রামকে এই পুরস্কার দেবে কেন্দ্র। প্রতি বছরই দেশের একটি গ্রামকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দেয় কেন্দ্র। মূলত

পরিবেশ, শিক্ষা-পর্যটন-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে এই পুরস্কার দেওয়া হয়। গত বছরও এই স্বীকৃতি এসেছিল বাংলার ঝুলিতে। ২০২৩ সালে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্র। এবার সেই স্বীকৃতি পেল বরানগর গ্রাম।

নিয়ম মেনে বাড়িতে তুলসী গাছ লাগান
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5
হিন্দু পুরান মতে তুলসী গাছে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ বাস করেন। তাই হিন্দুদের কাছে তুলসী খুবই পবিত্র গাছ। প্রায় সমস্ত পুজোতে তুলসী পাতা লাগে। ভারতীয় বাস্তুশাস্ত্র বলছে কিছু নিয়ম মেনে বাড়িতে তুলসী লাগালে পরিবারের শান্তি অটুট থাকে। আবার তুলসী লাগানোর ক্ষেত্রে কিছু ভুল করলে পরিবারে বিপর্যয় নেমে আসতে পারে। অমরা এখন জেনে নি যে তুলসী লাগানো সম্পর্কে ভারতীয় বাস্তুশাস্ত্র কী বলছে –

১) তুলসি গাছে বা গাছের সঙ্গে লাগিয়ে কখনও শিবলিঙ্গ রাখতে নেই। পৌরানিক কাহিনী অনুযায়ী,পূর্বজন্মে তুলসির নাম বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। জলন্ধরকে বধ করেছিলেন মহাদেব । তাই তুলসি এবং শিবকে একসঙ্গে রাখা হয় না।
২) তুলসীর পাশে কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস বা গোলাপ গাছ রাখতে নেই।
৩) তুলসি গাছের পাশে কখনওই জুতো রাখা উচিত নয়, কারণ তিনি দেবী লক্ষ্মীর রূপ। তাই এই গাছের পাশে জুতো রাখতে লক্ষ্মী অপমানিত হন।
৪) তুলসি গাছের পাশে কখনও ডাস্টবিন রাখতে নেই।
৫) সংখ্যা অনুযায়ী তুলসি গাছ লাগাতে হবে, একটি অথবা তিনটি অথবা পাঁচটি তুলসি গাছ লাগালে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।
৬) মূল দরজার আশেপাশে কখনওই তুলসি গাছ লাগানো উচিত নয়।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে এফসি রভশানের কাছে আটকে গেল মোহনবাগান, রেজাল্ট গোলশূন্য।
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে এফসি রভশানের কাছে আটকে গেল মোহনবাগান, রেজাল্ট গোলশূন্য।
*আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিশ্বের সর্ব বৃহৎ মানব বন্ধন হতে চলেছে*
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5

মধ্যবিত্ত মানুষ সাধারণত ঘুমিয়েই থাকে। কিন্তু একবার যদি তাদের আন্দোলিত করা যায়, তাহলে তাদের আন্দোলন হয়ে ওঠে ভয়ঙ্কর। আর জি কর কান্ড এমনই এক বিশাল আন্দোলনে রূপ নিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্বের ৩০টি দেশে হতে চলেছে মানব বন্ধন। ১৬০টি শহরে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি।আন্দোলনকারীদের দাবি, ওই দিন বৃহত্তম মানববন্ধনের সাক্ষী হবে পৃথিবী। এবারের বিক্ষোভের থিম, “পিতৃপক্ষে ন্যায় হলেই দেবীপক্ষের সূচনা হবে।” সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে প্রতিবাদ।

আমরা জানি, গত ৮ সেপ্টেম্বরে পোল্যান্ড, ডেনমার্ক, সুইজ্যারল্যান্ড, চেক রিপাবলিক. নেদারল্যান্ড ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, তানজানিয়া, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা-সহ ১২০টি শহরে ছড়িয়েছিল আন্দোলন। এবার আরও ৪০ শহরে দেখবে ‘জনজাগরণের উৎসব’। ১৫ সেপ্টেম্বর, রবিবার কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে ইউটিউব-সহ বিভিন্ন সমাজমাধ্যমে। কদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সে কথা মাথায় রেখে ২৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে “অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার উৎসব” বলছেন বিক্ষোভকারীরা। এমন বিদ্রোহ আগে কখনো পৃথিবী দেখে নি।

ছবি সৌজন্যে:machinnamasta.in
বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত টার্নিং উইকেট ভারতকে বিপদে ফেলতে পারে, বললেন সঞ্জয় মাঞ্জেরেকার
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5
*খেলা*


*ডেস্ক* : ভারতের বিপক্ষেও বাংলাদেশের ফাস্ট বোলিং কার্যকর ভূমিকা রাখবে বলে মত অনেকের। তবে ভারতের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকারের ভাবনাটা ভিন্ন। পেস–আক্রমণ শক্তিশালী হওয়ার পরও বাংলাদেশের স্পিন–আক্রমণ নিয়েই বেশি দুশ্চিন্তা রয়েছে বলে মত প্রকাশ করেছেন তিনি।
স্পিননির্ভর উইকেট বানালে সেটা ভারতকে ভোগান্তির কারণ হতে পারে। কারণ, বাংলাদেশের কার্যকর স্পিনার যেমন আছে, তেমনি স্পিন খেলতে পারার মতো ব্যাটসম্যানও আছে। স্পিন সামলানোয় বাংলাদেশ যে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো, সেটিও মনে করিয়ে দিয়েছেন মাঞ্জেরেকার।
সম্প্রতি একটি বিদেশী বেসরকারি চ্যানেলের সঙ্গে বাংলাদেশ,ভারত ম্যাচ নিয়ে আলোচনায় মাঞ্জেরেকার টার্নিং উইকেটের সুবিধা–অসুবিধা নিয়ে কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন কেন স্পিননির্ভর উইকেট ভারতের জন্য বিপজ্জনক হতে পারে।তিনি বলেছেন, ‘ভারতের বাংলাদেশের কাছ থেকে বাঁচতে হবে, এ জন্য না যে তারা পাকিস্তানকে হারিয়েছে। যদি র‍্যাঙ্ক টার্নার (অতিরিক্ত টার্নিং উইকেট) উইকেট বানানো হয়, যা আমাদের এখানে রণনীতিও হয়ে থাকে,তবে মনে রাখতে হবে বাংলাদেশের তিনজন ভালো স্পিনার আছে। একজন মেহেদী হাসান মিরাজ এবং দুজন বাঁহাতি স্পিনার। যাদের মধ্যে একজন আবার সাকিব।’

ছবি সৌজন্যে:প্রথম আলো
ট্রাম্প,আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন
Image 1 Image 2 Image 3 Image 4 Image 5
*বিশ্ব সংবাদ*

ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। গতকাল মঙ্গলবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প একথা বলেন। এ সময় ভারত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সবচেয়ে বড় অপব্যবহারকারী বলে মন্তব্য করেন তিনি।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের ফ্লিন্টে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি মোদির সঙ্গে দেখা করার বিষয়টি সামনে আনেন। তবে তাঁরা কোথায় দেখা করবেন, তা জানানো হয়নি।ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সমালোচনা করলেও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ও মোদির মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল। ২০২০ সালে ভারত সফরে গিয়েছিলেন ট্রাম্প। তাঁর জন্য বিশাল এক সমাবেশের আয়োজন করেছিলেন মোদি। ওই সময় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটিও উদ্বোধন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ট্রাম্পকে স্বাগত জানাতে ‘নমস্তে ট্রাম্প’ লেখা টুপি পরেছিলেন।

ছবি সৌজন্যে:এএফপি