*আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের খেলা*
খেলা
ফুটবল
এসবি নিউজ ব্যুরো: আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের খেলা।ইউরোপের দেশগুলোর ক্লাবগুলো এই খেলায় অংশ নেয়। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগ মানেই ক্লাব ফুটবলেরই ‘বিশ্বকাপ’। খেলার মানে আর জনপ্রিয়তায় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার নতুন আসর শুরু হচ্ছে আজ।
এবার ৩২ এর বদলে দল ৩৬টি দল। একটি গ্রুপের বদলে সব দলের জন্যই একক পয়েন্ট তালিকার লিগ পর্ব। দল বেড়ে যাওয়ায় ম্যাচ বেড়েছে, পরের রাউন্ডের ১৬ দল নির্ধারণে পদ্ধতিরও পরিবর্তন ঘটেছে।
২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথাগত ড্র হয়নি। উয়েফার র্যাঙ্কিং অনুসারে প্রতিটি দলকে নির্দিষ্ট জায়গায় রেখে প্রযুক্তির সাহায্যে ৮ প্রতিপক্ষ নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ৪ দলের সঙ্গে ম্যাচ নিজেদের মাঠে, বাকি ৪টি খেলতে হবে প্রতিপক্ষের মাঠে।
লিগ পর্বে মোট ৮ টি ‘ম্যাচ ডে’–তে খেলা হবে, অন্যভাবে যা ‘প্রথম রাউন্ড’ বা ‘প্রথম সপ্তাহ’ও বলা যায়। এর মধ্যে প্রথম সপ্তাহে খেলা টানা ৩ রাত। প্রতি রাতে ১২টি করে ৩ রাতে খেলবে ৩৬ দল। পরের ম্যাচ ডে গুলোতে অবশ্য খেলা হবে ২ রাত, প্রতি রাতে নামবে ১৮টি করে দল।
প্রথম ‘ম্যাচ ডে’ বা প্রথম সপ্তাহের প্রথম রাতে নামতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং সাবেক ৬ চ্যাম্পিয়ন লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, এসি মিলান, পিএসভি ও অ্যাস্টন ভিলা। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে লিভারপুল আর এসি মিলান আবার মুখোমুখি।আজ রাতের সবচেয়ে বড় ম্যাচও এটিই।
প্রথম সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সূচি
মঙ্গলবার
রাত ১০টা ১৫ থেকে খেলবে
জুভেন্তাস বনাম পিএসভি।
ইয়ং বয়েজ় বনাম অ্যাস্টন ভিলা।
মধ্যরাত (সাড়ে ১২টা থেকে)
রিয়াল মাদ্রিদ বনাম ভিএফবি স্টুটগার্ট
বায়ার্ন মিউনিখ বনাম ডিনামো জ়ারগ্রিব
স্পোর্টিং পর্তুগাল ও এলওএসসি
এসি মিলান বনাম লিভারপুল
বুধবার
রাত ১০টা ১৫ থেকে
বোলোগনা বনা শাখতার দানেস্ক
স্পার্টা প্রাহা বনাম আরবি সালসবার্গ
মধ্যরাত (সাড়ে ১২টা থেকে)
পিএসজি বনাম জিরোনা।
ক্লাব বার্গি বনাম বরুসিয়া ডর্টমুন্ড।
সেল্টিক বনাম স্লোভান ব্রাতিস্লাভা।
ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলান।
বৃহষ্পতিবার
রাত ১০টা ১৫ থেকে
ক্রিভেনা জ়েভেজ়দা বনাম বেনফিকা
ফেয়েনুর্ড বনাম বেয়ার লেভারকুসেন।
মধ্যরাত (সাড়ে ১২টা থেকে) ।
ব্রেস্ট বনাম এসকে স্ট্রাম গ্রাজ।
আটালান্টা বনাম আর্সেনাল।
অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম আরবি লেপজ়িগ।
মোনাকো বনাম বার্সেলোনা।
প্রাথমিকভাবে লিগ পর্যায় শেষ হবে ২৯ জানুয়ারি। এরপর পয়েন্টের বিচারে প্রথম ৮টি দল যাবে নক আউটে।
ছবি সৌজন্যে: এএফপি* ।
Sep 18 2024, 07:26