ব্যাক্তিগত বন্ডে সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্ফি দাস জামিন পেলেন হাইকোর্টে
![]()
এসবি নিউজ ব্যুরো: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্ফি দাস কে অবিলম্বে জেল থেকে মুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তাঁকে ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারপতি। পিয়ালির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর একমাত্র জামিন অযোগ্য ধারার প্রয়োগের ওপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। তবে বাকি ধারার ক্ষেত্রে পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে।আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না পুলিশ বলে জানিয়ে দিয়েছে আদালত। আদালতের প্রশ্ন, লঘু ধারায় মামলার নোটিশ দিয়ে ডেকে পাঠিয়ে কী ভাবে গ্রেফতার হতে পারে। গত ৭ মে পুলিশ অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয় বলে সওয়াল করেন পিয়ালি দাসের আইনজীবী। এর ভিত্তিতে ৯ ই মে পিয়ালি দাসের বাড়ির বাইরে ৪১এ নোটিশ সেঁটে দিয়ে আসে পুলিশ। সেখানে কোন জামিন অযোগ্য ধারা ছিল না বলে জানান পিয়ালি দাসের আইনজীবীর। অথচ সেদিনই তদন্তকারী আধিকারিক ১৯৫এ ধারা যুক্ত করার আবেদন জানান। এবং সেদিনই এই ধারা যুক্ত করার অনুমতি দেয় নিম্ন আদালত। এই ধারা জামিন অযোগ্য। ১৪ মে যখন আত্মসমর্পণ করে জামিন নিতে যান পিয়ালি দাস সেই সময় তাকে এই জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে গ্রেফতার করা হয়। আদালতে পর্যবেক্ষণ ,নিম্ন আদালতে কেস ডায়রি পেশ করেনি পুলিশ। ১৪ মে তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পুলিশ। ১৫ মে পিয়ালিকে ১২ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে সওয়াল করেন পিয়ালি দাসের আইনজীবী। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, এর পিছনে কার মাথা কাজ করেছে, পরিকল্পনা কার। নিম্ন আদালতের বিচারক, পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না বলে প্রশ্ন করেন বিচারপতি।


এসবি নিউজ: সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড ঘটল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। বাড়িতেই ২ বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন।খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কী কারণে এই হত্যাকাণ্ড? নেপথ্যে পুরনো শত্রুতা নাকি অন্য কিছু? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।বাড়িতেই পুরুষ কেউ না থাকার সুযোগের দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন।
ছবি: প্রবীর রায়।
নিজস্ব প্রতিনিধি: আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে মিছিল সম্পন্ন হল নৈহাটি ও জগদ্দলে। এদিন নৈহাটি ফেরিঘাটের স্বপ্ন বিথি পার্কের থেকে তৃণমূল প্রার্থী ব্যারাকপুরের পার্থ ভৌমিকের প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিদ্যুৎ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন," ব্যারাকপুর অঞ্চলে গুণ্ডারাজের মুক্তি হবে। মানুষ বিপুল ভাবে তাকে সমর্থন করছেন। আজকের মিছিলের জনজোয়ার সেটাই প্রমাণ করে "।
ছ
বি: প্রবীর রায়।
এসবি নিউজ ব্যুরো: নীলগাই বড় দুর্লভ প্রজাতির প্রাণী।ফের অবাধ বিচরণ করতে দেখা গেল একটি নীল গাইকে মালদহের ইংরেজবাজার থানার মিল্কি অঞ্চলে।ওই অঞ্চলের আনন্দমোহনপুর এলাকায় একটি কলাবাগানে নীলগাই দেখলেন এলাকার মানুষ। এরপর তারা খবর দেন বনদপ্তরে। কিন্তু বিচরণ করতে করতে নীল গাইটি অন্যত্র চলে যায়। কোথা থেকে নীলগাইটি ওই এলাকায় এলো তা বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষ। নীলগাইটিকে সামনে দেখতে পেয়ে মোবাইল ক্যামেরায় ছবি তুলেন অনেকেই।
May 17 2024, 17:09
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k