ইঁদুর-বেড়াল কটাক্ষের জবাবে নিজেকে শের দাবি করলেন অর্জুন সিং
প্রবীর রায়: দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে বুধবার ব্যারাকপুরে রোড শো করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তিনি আক্রমণ করেন। অভিষেক বলেন, অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন খাঁচায় বন্দি ছিল। পাশাপাশি, তাঁকে ইঁদুর বেড়াল বলেও কটাক্ষ করেন অভিষেক। বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজেকে শের বলে দাবি করেন। অর্জুনের কথায়, "এঁদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা তিনিই রাখেন। তিনি পুলিশের বিরুদ্ধে রাজনীতি করেন। মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন। অভিষেক, ছাড়াও মমতা ব্যানার্জি নিজে ফোন করে তাঁকে দলে টেনেছিলেন। আজকে উনি বলেছেন, দলে নিয়ে নাকি খাঁচায় বন্দি করে রেখেছিলেন। খাঁচায় বন্দি করে রাখায় নাকি ব্যারাকপুর শান্ত। তাঁর অভিযোগ, তাহলে পুলিশ কমিশনারের অফিসের নিকটে একজন স্বর্ণ ব্যবসায়ীর ছেলে খুন হল কি করে। টিটাগড়ে ১০ জন খুন হয়েছেন। ব্যারাকপুর জুড়ে মাদক দ্রব্যের রমরমা করবার চলছে। তাঁর কথায়, তৃণমূলে থাকলে আমি গুড বয়। তৃণমূল ছাড়লেই ব্যাড বয় হয়ে যাই।"
May 17 2024, 15:28