*১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*
পৌষের শেষে গোটা রাজ্য জুড়ে পারদ পতন। শীত প্রেমীদের মনে আশা জাগিয়ে হঠাৎ কমেছে তাপমাত্রা। সংক্রান্তির আগেই অবশেষে জমিয়ে শীত ঢুকে পড়ছে রাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই বেশ খানিকটা তাপমাত্রা কমবে। শনিবার থেকে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামী ১-২ দিনের মধ্যে হাড়কাঁপানো ঠান্ডায় পড়বে দক্ষিণের জেলাগুলি। এবং আগামী তিনদিন রাতের দিকের পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে গাঙ্গেও পশ্চিমবঙ্গে। রাজ্য জুড়েই আগামী কয়েক হুড়মুড়িয়ে কমতে চলেছে তাপমাত্রা।
আলিপুর হাওয়া দপ্তরের দেওয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৩ জানুয়ারিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এরপর ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি মত বাড়তে পারে। ওদিকে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার ঘন কুয়াশা পড়বে। ইতিমধ্যেই এই পাঁচ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
ওদিকে উত্তরবঙ্গে শীতে কাহিল মানুষজন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৫ ও ১৬ তারিখ দার্জিলিঙে বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
Jan 13 2024, 07:37