ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে সাড়ম্বরে যুব উৎসব পালিত হল বীরভূমের রাজনগরে, উপস্থিত ছিলেন সাংসদ
এসবি নিউজ ব্যুরো: ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে সাড়ম্বরে যুব উৎসব পালিত হল বীরভূমের রাজনগরে। রাজনগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে যুবউৎসব হিসাবে পালন করা হল । এই উপলক্ষ্যে রাজনগরের লাউজোড় গ্রাম থেকে চন্দ্রপুর পর্যন্ত একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর চন্দ্রপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং চন্দ্রপুর কমিউনিটি হলে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং সদ্য প্রয়াত তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ ব্যানার্জির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। নাচ, গান, কবিতা আবৃতি, বসে আঁকো প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে পালিত হল।
সাংসদ শতাব্দী রায় বলেন," স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাব ধারাকে অনুশরন করে যাতে এগিয়ে চলতে পারি, সেই শপথ আমরা করছি"। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
যুব উৎসবে শিশুদের অংশ নিতে দেখে সাংসদ বলেন, এই মোবাইল কম্পিউটারের যুগেও এদেরকে একত্রিত করে এখানে এনে উৎসাহিত করতে পেরেছেন উদ্যোক্তারা, এটাই অনেক বড় কথা।
ব্লক সভাপতি সুকুমার সাধু জানান, এই যুব উৎসব এবারে পালন করা হলেও সহকর্মী বিদ্যুৎ ব্যানার্জিকে হারানোয় কোথাও যেন একটু শূন্যতা থেকে গেছে।
Jan 12 2024, 19:29