যুব দিবস উপলক্ষ্যে খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী
উত্তর ২৪ পরগনা: যুব দিবস উপলক্ষ্যে শুক্রবার উত্তর ২৪ পরগনা খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।বিভিন্ন সময়ে রাজনৈতিক মন্তব্য করে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুল। এদিন তিনি স্বীকারও করেছেন। নিজের মুখেই বললেন 'বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তবে আজকের দিনে সেই সব রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভালো।' স্বামীজীর চিন্তাভাবনা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে তিনি বলেন 'স্বামীজি যে সময় এসব চিন্তা-ভাবনা করতেন সেটা আজকের নয়, তখন ভারত স্বাধীন হয়নি কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়ে গিয়েছে কিন্তু এই সময়ের মধ্যে আরও কিছুটা অগ্রসর হওয়ার উচিত ছিল। সেটা হয়তো আগামী দিনে অ্যাচিভ করবে, এটা আমাদের বিশ্বাস।'
তবে এদিন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায় সহ একাধিক জায়গায় ইডির অভিযান নিয়ে কোন মন্তব্য করতে চাইলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে বিচারপতি বলেন 'আমি জানিনা। আজকে এ সম্পর্কে কোন মন্তব্য করব না। দয়া করে আমাকে এসব প্রশ্ন করবেন না।' যদিও তিনি বলেন বিবেকানন্দের চিন্তা, ভাবনা, দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক।'
যুব সমাজদের প্রতি তার বার্তা আপনারা ভালো থেকে মন্দের পার্থক্য করার কাজটা ভালো করে করুন। অর্থাৎ ভালো টাকে ভালো এবং মন্দ টাকে মন্দ এইটা বাছাই করা শিখুন।'
Jan 12 2024, 14:53