/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz বেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলাদের মৃত্যুর হার কমাতে অভিনব উদ্যোগ West Bengal Bangla
বেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলাদের মৃত্যুর হার কমাতে অভিনব উদ্যোগ

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের হাড়োয়া থানার বাসাবাটি গ্রামের রামকৃষ্ণ সারদা সেবা মন্দির সমিতির অনুরোধে কল্পনা দত্ত ফাউন্ডেশন ফর ক্যান্সার কেয়ারের উদ্যোগে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার নির্ণায়ক সেবা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সারের অত্যাধুনিক মেশিনারীর সাহায্যে ক্যান্সার স্ক‍্যনিং পরিসেবা পেল সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।

উদ্যোক্তারা জানাচ্ছেন হাড়োয়ার প্রান্তিক এলাকায় এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার শিবির আগে কখনো হয়নি,তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই তারা এবার অভিনব ভাবনা দিয়ে এই ধরনের কর্মসূচি নিয়েছেন। উদ্যোক্তারা আরো জানাচ্ছেন মহিলারা বিশেষ করে বেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। ফলে মহিলাদের মৃত্যুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয় এই বেস্ট ক্যান্সারের ফলে। বেস্ট ক্যান্সারের পাশাপাশি জরায়ু ক্যান্সার বোনম্যারো ক্যান্সার আক্রান্ত হন মহিলারা।

এক্ষেত্রে যদি আগে ভাগে এসে রোগ নির্ণয় করে চিকিৎসা পরিষেবা চালু করা যায় সেক্ষেত্রে মৃত্যুর হার অনেকটাই কমবে। অনেক সময় দেখা গেছে মহিলারা লজ্জায় এই ধরনের কথা চেপে রাখেন, ফলে একটা সময় এসে তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাই তাদের সেই ভাবনা মাথায় রেখে এবং মহিলাদের মৃত্যুর হার কমাতে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিবিরে আসা মহিলারা জানাচ্ছেন তারা বিশেষ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ক্যান্সার স্ক্যান করছেন এবং ক্যান্সার ধরা পড়লেই সাথে সাথে চিকিৎসা চালু করে দিতে পারছেন ফলে তারা অনেকটাই বাঁচার স্বপ্ন দেখছেন।

গোটা শিবিরে ক্যান্সার বিশেষজ্ঞের পাশাপাশি ক্যান্সার নির্ণায়ক বিশেষজ্ঞ চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবির থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনেও এ ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবেন সুন্দরবনের প্রান্তিক মানুষের কথা ভেবে।

*খাস কলকাতায় খাবারের দোকানে অগ্নিকাণ্ড*

                                                                     

 কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্র মারফত যান গিয়েছে যে, চিনার পার্কের এক খাবারের দোকানে বিধ্বংসী আগুন লেগেছে। ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে দমকলের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কি থেকে আগুন লাগল তা জানার জন্য তদন্ত চালাচ্ছে দমকল বাহিনী।

ED-র নজরে ফের কামারহাটি পুরসভা



নিয়োগ দুর্নীতি নিয়োগ নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি।  কামারহাটি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এল ইডি। ইডি একটি রিপোর্টে দাবি করেছে, কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার তমাল দত্ত মাত্র ছয় বছর আগে চাকরি পেয়েছেন।

সেই ছয় বছরের মধ্যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মেলে প্রায় আড়াই কেজি সোনা ও হিরের গয়না পাওয়া গিয়েছে বলে ইডির তরফে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। 

*তাম্রলিপ্ত শহরের সাথে বুদ্ধধর্মের আর্তিক সম্পর্ক, বহু দেশের অতিথি দের উপস্থিতে উন্মোচন করা হলো বৌধমুর্তি*

তমলুকঃ তাম্রলিপ্ত শহর একটি প্রাচীন জনপদ।সেই শহরে বিভিন্ন দেশের মানুষজন এসেছেন। বৌধ ধর্মাবলম্বী মানুষের সাথে আর্তিক সম্পর্ক রয়েছে। তাই তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলা কমিটির উদ্যোগে তাম্রলিপ্ত রাজবাড়ি প্রাঙ্গণে বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে।বুধবার থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সুইডেন সহ একাধিক দেশের অতিথিদের উপস্থিতিতে মুর্তির উন্মোচন ঘটে।৩ লক্ষ টাকা খরচ করে মুর্তিটি নির্মান করা হয়। সকাল থেকে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে মুর্তির উন্মোচন ঘটে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নিয়ে তিনদিনের আন্তর্জাতিক স্তরের সেমিনারের আয়োজন। আজ প্রথমদিন। চলবে আগামী দুদিন ধরে। আগত অতিথিরা তাম্রলিপ্ত শহর সম্পর্কে আলোকপাত করেন।

তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তমলুক পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, তাম্রলিপ্ত শহরে বহু ধর্মাবলম্বী মানুষজন এসেছিলেন। শহরের বহু অতীত কাহিনী রয়েছে। তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বুদ্ধমূর্তির উন্মোচনের পাশাপাশি আন্তর্জাতিক মানের সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রাচীন ইতিহাদ তুলে ধরতে আমাদের এই প্রয়াস। বিদেশিদেএ পাশাপাশি অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

*বর্ষশেষ দিঘায় একদিনের জন্য হোটেল পাচ্ছেন না? অভিযোগ করুন "৭৫০১২৯৫০০১" নম্বরে*

দিঘা: বর্ষশেষ ও বর্ষ বরণের সময় দিঘায় একদিনের জন্য হোটেলে রুম পাচ্ছেন না? সমস্যা সমাধানে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের whatsapp নম্বর " ৭৫০১২৯৫০০১" অভিযোগ করুন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।

দিঘায় বর্ষশেষ ও বর্ষ বরণের সময় দিঘায় একদিনের জন্য হোটেলের রুম পাওয়া যাচ্ছে না। এমনই অভিযোগ উঠে আসছে পর্যটকদের কাছ থেকে। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা ও দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বিপ্রদাশ চক্রবর্তীর সাথে।

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা, এই ধরনের সমস্যায় যদি পর্যটকেরা পড়েন তাহলে আমাদের whatsapp নম্বর " ৭৫০১২৯৫০০১" অভিযোগ করলে খতিয়ে দেখা ও হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।

দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বিপ্রদাশ চক্রবর্তী জানান, শোনা যাচ্ছে কয়েকটি হোটেল কর্তৃপক্ষ এই ধরনের কাজ করে চলেছে। আমরা এই ধরনের কাজের প্রতিবাদ জানাচ্ছি। যদি এই ধরনের কাজ হয়ে থাকে প্রশাসন যেনো তদন্ত করে ব্যবস্থা গ্রহন করে থাকেন। আর পর্যটকরা আমাদের জানালে আমরাও প্রশাসনের দ্বারস্থ হয়ে বিষয়টি সমাধানের আবেদন জানাবো।

বড়দিন থেকে পর্যটকের ভীড় উপচে পড়েছে। ইংরেজির নতুন বছরেও বহু পর্যটকের ভীড় জমবে তাই ফাটকা ব্যবসার জন্য এই ধরনের কিছু হোটেল ব্যবসায়ী করে চলেছেন।

বকেয়ার দাবিতে আন্দোলনে কারখানার শ্রমিকরা

বাঁকুড়াঃ বকেয়া বেতন প্রদান ও প্রতিমাসে ২৬ দিন কাজের দাবিতে ছাতনার জোড়হিড়ার একটি বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে ওই কারখানার সামনে লাগাতার বিক্ষোভ কর্মসূচী শুরু করেন তারা।

ওই কারখানার শ্রমিকদের তরফে দাবি করা হয়েছে, এই কারখানার অধিকাংশ ইউনিট এখন বন্ধ। এই অবস্থায় 'ম্যানটেন্সে'র নামে জানুয়ারী মাস থেকে ইউনিয়ন শ্রমিকদের মাসে মাত্র ১০ দিন কাজ দেওয়ার কথা 'নোটিশ' দিয়ে বলা হয়েছে। মাসে ১০ দিন নয়, ৪ টি ছুটি সহ মাসে ২৬ দিন কাজের দাবিতে তারা সরব বলে জানান। একই সঙ্গে বকেয়া বেতন দ্রুততার সঙ্গে প্রদান সহ পেশাগত একাধিক দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান। অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন বিক্ষোভকারী শ্রমিকরা।

অ্যালুমনিয়া মিট রি ইউনিয়ান ফেসটিভ ২০২৩

উত্তর ২৪ পরগনা: "অ্যালুমনিয়া মিট রি ইউনিয়ান " নামে একটি সংগঠন তৈরি করেছে সাহেব খালি নিত্যানন্দ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ।সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেব খালি নিত্যানন্দ হাইস্কুলে বড়দিন উপলক্ষ্যে স্কুলের পাশেই একটি মাঠে তারা একটি বস্ত্রদান অনুষ্ঠান করে । তারা মূলত এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র , নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বিভিন্ন খাবারের প্যাকেট স্থানীয় সাধারণ মানুষের হাতে তুলে দেন । এবং ভবিষ্যতেও তারা এলাকার এইসব দুঃস্থ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন ।

.

.প্রাক্তন শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানালো এলাকার বয়স্ক মানুষরা ।সংগঠনের সম্পাদক নিখিলেশ বৈদ্য অভিযোগ করেন,"সাহেব খালি নিত্যানন্দ হাই স্কুলের মধ্যেই এই অনুষ্ঠানটি করার কথা ছিল । এবং ইস্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের অনুমতিও দিয়েছিল। কিন্তু কোন অজানা কারণে হঠাৎই সেই অনুমতি বাতিল করেন তারা।তাই আমরা স্কুলের পাশেই একটি মাঠে অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি।

তবে এর পরের বছর থেকে আমরা স্কুলের মধ্যেই অনুষ্ঠান করব"। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, সংগঠনের সম্পাদক নিখিলেশ বৈদ্য, প্রাক্তন ছাত্রী উজ্জ্বলা মৃধা, সংগঠনের Assignment সুরেশ মন্ডল, গ্রামবাসী শোভা ঘরামি প্রমুখ।

বসিরহাটের হেরিটেজ গ্রামে ধান্যকুড়িয়া উৎসব শুরু হল,পর্যটকদের কাছে বাড়তি পাওনা

উত্তর ২৪ পরগনা: নতুন বছরের প্রাক্কালে বসিরহাটের ধান্যকুড়িয়া হয়ে উঠেছে পর্যটকদের কাছে পীঠস্থান। প্রতি বছরই এই সময় গ্রামে ভীড় জমান পর্যটকরা।এই গ্রামটি এক সময় ইংরেজদের উপনিবেশ ছিল।তাই এই গ্রামে বহু ঐতিহাসিক নিদর্শন।

এমনকি গ্রামটির কিছু স্থাপত্য হেরিটেজের স্বীকৃতি পেয়েছে।যেমন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সিপাহী বিদ্রোহ আমলে তৈরি হয় ধান্যকুড়িয়া স্কুল।প্রাচীন রাজবাড়ী সংস্কৃতির সম্প্রীতির পীঠস্থান বরাবরই ধান্যকুড়িয়া।উৎসবের মরশুমে ভ্রমণ পিপাসু মানুষের কাছে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে এমনকি বিদেশি পর্যটকরা এখানে ভিড় জমান। ধান্যকুড়িয়ার কৃষ্টি সংস্কৃতি দেখতে শুরু হল ধান্যকুড়িয়া উৎসব।উৎসব চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

একদিকে বড়দিন অন্যদিকে নতুন বছরের প্রাক্কালে পর্যটকদের কাছে উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ধান্যকুড়িয়া উৎসব। এখানে আসলে বাড়তি পাওনা হল হেরিটেজের তকমা পাওয়া গাইন গার্ডেন, ধান্যকুড়িয়া হাইস্কুল ধান্যকুড়িয়া প্রাচীন হাসপাতাল গাইন,বল্লভ সাউ এই প্রাচীন রাজবাড়ীর পোড়ামাটির দেওয়ালে পুরনো ইটালিও ভাস্কর্য ক্যাসেল অর্থাৎ দুর্গ দেখতে পাবেন উৎসবে আসা পর্যটকেরা। উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট দু "নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সৌমেন মন্ডল, বিডিও, প্রধান সহ একাধিক ব্যক্তিত্ব।

আর এই উৎসবকে ঘিরে রয়েছে বহু প্রাচীন সংস্কৃতি মেলবন্ধন।যেখানে ধান্যকুড়িয়ার প্রাচীন সংস্কৃতিকে মিলে ধরবে হেরিটেজ গ্রামের কলা কুশলীরা। তারা খোলা মঞ্চে প্রাচীন ইতিহাস সংস্কৃতি তুলে ধরে পর্যটকদের মনোরঞ্জন দেবেন। তাই নতুন বছরের প্রাক্কালে ধান্যকুড়িয়া উৎসব হয়ে উঠেছে পুরনো সংস্কৃতি কৃষ্টি হেরিটেজ গ্রামের নিদর্শন।

জগদ্দলের বিধায়কের মায়ের স্কুলে চাকরি হয়েছিল সাংসদের পিতার দৌলতে কবুল অর্জুন সিংয়ের

উত্তর ২৪ পরগনা: কয়েকদিন ধরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে লাগাতার নিশানা করে চলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। কিন্তু দলের তরফে বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। একপ্রকার বাধ্য হয়েই বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছেন ব্যারাকপুরের সাংসদ।

মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে সাংসদ অর্জুন সিং বলেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বিধায়কের বিরুদ্ধে পাল্টা মুখ খুলতে নিষেধ করেছেন। এদিন সাংসদ দাবি করলেন, বিধায়কের মায়ের প্রাইমারি স্কুলে চাকরি হয়েছিল তাঁর পিতার দৌলতে। এমনকি ২০০০ সালে জেলে থেকেই সাত হাজার ভোটে তিনি জয়লাভ করেছিলেন।

অটোশটো নিরাপত্তায় মধ্যে গুরদ্বারে পৌঁছালেন বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব

কলকাতা: মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারে অটোশটো নিরাপত্তার এসে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বসভাপতি জে পি নড্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্ব।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বলা কিছুক্ষণ এই গুরুদ্বারে সময় কাটান এবং এখানে প্রার্থনা সভায় যোগ দেন। সেখান থেকে চলে যান কালীঘাটের মন্দিরে । সেখানে পুজো দেবেন। সেখান থেকে একদম নিউটনের হোটেলে পার্টির কোর কমিটির মিটিং ও এছাড়া একাধিক দেবেন মিটিং করবেন। এরপর বিকেলে যাবেন ন্যাশনাল লাইব্রেরীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে থেকে হোটেলে ফিরে সন্ধ্যায় ফিরে যাবেন দিল্লি।