*সিউড়ির বিখ্যাত লাল গির্জা রং বেরঙ আলোর শয্যায় সেজে উঠেছে *

এসবি নিউজ ব্যুরো: রাত পোহালেই বড়দিন। আর তার আগেই সেজে উঠেছি সিউড়ি শহর সিউড়ির বিখ্যাত লাল গির্জা। রং বেরঙ আলোর শয্যায় সেজে উঠেছে গির্জা চত্তর। আজ থেকে আসতে শুরু করেছে কচিকাচা থেকে সকলে। নানান রঙের আলোক শয্যায় সেজে উঠেছে গোটা সিউড়ি।
সান্তা ক্লজ থেকে শুরু করে বিভিন্ন আলোর শয্যায় সাজানো হয়েছে গির্জাটিকে। প্রতি বছর আজ বিশেষ প্রার্থনা হয় সন্ধ্যেতে। গির্জায় ঘন্টার আওয়াজ দিয়ে শান্তির বার্তায় প্রার্থনা করা হয় সকল মানুষের জন্য ।সবার মনস্কামনা পূরণ থেকে শুরু করে সকল ধর্ম জাতি একসাথে বসবাস করতে পারে, পাশাপাশি হিংসা হানাহানি বন্ধ হোক এই প্রার্থনার মাধ্যমে যীশুর কাছে সকলে করেন।শান্তির বার্তা দেওয়া হয় সকলের জন্য।


 
						






 ৩টি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহন করে প্রতিযোগীরা। ১০ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং ১০ বছর থেকে ৪০ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণে সুযোগ পায়। প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের ৫০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মোট প্রাইজ মানি ১০ লক্ষ টাকা। আজকে সকাল ৫ টায় এই প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন দেশ-বিদেশের প্রতিযোগীদের নিয়েই প্রতিযোগিতার আসর সমুদ্র সৈকতে বেশ জমেই ওঠে। জেলাশাসক পুরস্কার মঞ্চে বলেন," শরীরচর্চার জন্য এই ধরনের প্রতিযোগিতা অনেকটাই ভালো"।
৩টি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহন করে প্রতিযোগীরা। ১০ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং ১০ বছর থেকে ৪০ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণে সুযোগ পায়। প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের ৫০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মোট প্রাইজ মানি ১০ লক্ষ টাকা। আজকে সকাল ৫ টায় এই প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন দেশ-বিদেশের প্রতিযোগীদের নিয়েই প্রতিযোগিতার আসর সমুদ্র সৈকতে বেশ জমেই ওঠে। জেলাশাসক পুরস্কার মঞ্চে বলেন," শরীরচর্চার জন্য এই ধরনের প্রতিযোগিতা অনেকটাই ভালো"।








Dec 24 2023, 18:51
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k