*টেট পরীক্ষা কেন্দ্রে প্রবেশে কড়াকড়ি*
কলকাতা: দুর্নীতির আবহে টেট পরীক্ষা হলেও নিয়োগ হবে কি এটা প্রশ্ন রয়ে গিয়েছে পরীক্ষার্থীদের। এবার ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন টেট পরীক্ষার্থী। ২০২২ সালের ১১ ডিসেম্বর ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিলেও তাঁদের নিয়োগ দুরস্ত।
এখনও মেধা তালিকাও তৈরী হয়নি। পরীক্ষার সময় দুপুর ১২ টা থেকে ২:৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের প্রবেশ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়েছে বিভিন্ন ভাবে চেকিং করার পর। এবার শুধুমাত্র D.l.Ed উত্তীর্ণ পরীক্ষার্থীরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। B.Ed উত্তীর্ণরা এই পরীক্ষায় বসার সুযোগ পায়নি।রাজ্যের মোট ৭৭৩টি কেন্দ্রে টেট হবে। কলকাতায় পাঁচটি কেন্দ্র হবে।
এর মধ্যে শিয়ালদহের টাকি বয়েজে পরীক্ষা কেন্দ্রে চলছে পরীক্ষার্থী দের প্রবেশ। কোনরকম প্লাস্টিক দ্রব্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবেনা। গেটের প্রবেশের মুখে পুলিশ চেক করে তবেই পরীক্ষা কেন্দ্রের প্রবেশ করতে দিচ্ছে পরীক্ষার্থীদের।
Dec 24 2023, 13:59