/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ক্ষুদে দাবাড়ুদের দাবার চালে কোলাঘাটে শুরু সুবর্ণ জয়ন্তী বর্ষের শিশু উৎসব* West Bengal Bangla
*ক্ষুদে দাবাড়ুদের দাবার চালে কোলাঘাটে শুরু সুবর্ণ জয়ন্তী বর্ষের শিশু উৎসব*


কোলাঘাট: কোলাঘাট হাইস্কুল প্রাঙ্গনে শুরু হল কোলাঘাটে পঞ্চাশ তম বর্ষের শিশু উৎসব। 

শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা পথপরিক্রমা করে। তারপর একযোগে শুরু হয় শিশুদের নানা খেলাধুলার সাথে একদিনের দাবা প্রতিযোগিতা। 

উল্লেখ্য এদিন দাবা প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার সতেরো অনুর্দ্ধ প্রায় একশ সত্তর জন দাবাড়ু অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী এই শিশু উৎসবে কদিন ধরে চলবে , বিভিন্ন ধরনের খেলাধুলা, সংগীত , নৃত্য, আবৃত্তি, অঙ্কন, কুইজ, বিতর্ক ইত্যাদি প্রতিযোগিতা। সেই সাথে থাকছে প্রতি সন্ধ্যায় বৈচিত্রময় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

শিশু উৎসব সমিতির পক্ষে সুজয় সামন্ত জানান, সুদীর্ঘ পঞ্চাশ বছরে এই আয়োজনকে কেন্দ্র করে বহু স্মৃতি এবং স্থানীয় অগনিত মানুষের আবেগ বুকে ধরে এবং আগামী স্বপ্ন কে সফল করার ভাবনায়, সুস্থ সংস্কৃতি বিকাশে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের শিশু উৎসব শুরু হয়েছে। 

যেখানে শিশু কিশোর এবং সর্বস্তরের শিল্পী মিলিয়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেবেন।

*টেট পরীক্ষা কেন্দ্রে প্রবেশে কড়াকড়ি*


কলকাতা: দুর্নীতির আবহে টেট পরীক্ষা হলেও নিয়োগ হবে কি এটা প্রশ্ন রয়ে গিয়েছে পরীক্ষার্থীদের। এবার ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন টেট পরীক্ষার্থী। ২০২২ সালের ১১ ডিসেম্বর ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিলেও তাঁদের নিয়োগ দুরস্ত।

এখনও মেধা তালিকাও তৈরী হয়নি। পরীক্ষার সময় দুপুর ১২ টা থেকে ২:৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের প্রবেশ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়েছে বিভিন্ন ভাবে চেকিং করার পর। এবার শুধুমাত্র D.l.Ed উত্তীর্ণ পরীক্ষার্থীরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। B.Ed উত্তীর্ণরা এই পরীক্ষায় বসার সুযোগ পায়নি।রাজ্যের মোট ৭৭৩টি কেন্দ্রে টেট হবে। কলকাতায় পাঁচটি কেন্দ্র হবে। 

এর মধ্যে শিয়ালদহের টাকি বয়েজে পরীক্ষা কেন্দ্রে চলছে পরীক্ষার্থী দের প্রবেশ। কোনরকম প্লাস্টিক দ্রব্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবেনা। গেটের প্রবেশের মুখে পুলিশ চেক করে তবেই পরীক্ষা কেন্দ্রের প্রবেশ করতে দিচ্ছে পরীক্ষার্থীদের।

*ফুলিয়ায় তিনটে সেন্টার মিলিয়ে মোট দেড় হাজার, শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় ৩০০ মোট ১৮০০ টেট পরীক্ষার্থী এসেছেন শান্তিপুর*


নদীয়া:

বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য, পরীক্ষা কেন্দ্রের কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও তাদেরকে, কিন্তু অভিভাবকরা চাইছেন শুধু টেট বলে না যে কোন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের নিচের তলায় হলেই সুবিধা। 

অন্যদিকে বেশ কিছু অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের ভেতরে প্রচুর জায়গা থাকা সত্ত্বেও ব্যাগ রাখার কোনো ব্যবস্থা নেই। ফলে অভিভাবক বিহীনভাবে পরীক্ষা দিতে এসে নিজেদের মূল্যবান জিনিসপত্রসহ ব্যাগ রাখতে যথেষ্ট সমস্যা হচ্ছে।

*ভার্চুয়ালি আজ শান্তিনিকেতনে পৌষ মেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়*


 এসবি নিউজ ব্যুরো: ভার্চুয়ালি কলকাতা থেকে আজ শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়।

উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংসদের সাসপেন্ড করার প্রতিবাদে মিছিল বারাসাতে


উত্তর ২৪ পরগনা: সংসদে বিরোধী সাংসদের সাসপেন্ড করার প্রতিবাদে আজ মধ্যমগ্রাম থেকে ডাকবাংলো এক প্রতিবাদ মিছিল করে তৃণমূল নেতাকর্মীরা।যার নেতৃত্বে ছিলেন বারাসাতের সাংসদ ডা কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

*৭০ কেজি ওজনের শংকর মাছ নিতে সাত সকালেই ভিড় শান্তিপুর রেল বাজারে*


নদীয়া:

শান্তিপুর রেলবাজার বোস মার্কেটের মৎস্য ব্যবসায়ী ভোলা হালদার গতকাল রাতে হাওড়া মাছের বাজার থেকে এনেছেন ৭০ কেজি ওজনের একটি শংকর মাছ। তিনি বলেন এর আগে ১০০ কেজি ওজনের মাছ চোখে দেখলেও বিক্রি করার সৌভাগ্য হয়নি তবে ৪০-৫০ কেজি ওজনের মাছ মাঝে মধ্যেই এনে থাকেন তিনি এবারে ৭০ কেজি।

তবে ইদানিং এই মাছ খাবার প্রবণতা অনেকটাই বেড়েছে তাই তিনি আশা করছেন পুরো মাছটাই আজ বিক্রি হয়ে যাবে। তবে অন্যান্য চারজন ব্যবসায়ীর সহযোগিতায় এই মাছ কাটা হয়েছে বলেই তিনি জানান। অন্যদিকে মাছের খবর পেয়ে সকাল সকাল ভিড় জমিয়েছেন মাছে ভাতে বাঙালি। তারা জানাচ্ছেন অন্য সময় সাড়ে ৩০০ টাকা কেজি হিসাবে কিনে থাকলেও আজ ৪০০ টাকা অবশ্য এই বিরাটাকার মাছের ভাগ পেতে এইটুকু দাম বেশি দিবে তারা রাজি। প্রসঙ্গত সুস্বাদু স্বাদ এবং এর পুষ্টিগুণ যা আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন যোগ করে কার্বোহাইড্রেট এবং চিনি।

এটি সেলেনিয়াম, ভিটামিন এ, পটাসিয়াম এবং ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। সুতরাং, এটি আপনার পেট এবং শরীর উভয়েরই পক্ষেই ভালো। এখন পর্য়ন্ত তেরটি পরিবারে অন্তর্ভুক্ত আনুমানিক ৫৬০ প্রজাতির মাছের বর্ণনা পাওয়া যায়। শঙ্কর মাছের লেজ বিশেষ পদ্ধতিতে রোদে শুকিয়ে চাবুক তৈরি করা যায়। এটি বেশ শক্ত ও গায়ে দানাযুক্ত হওয়ায় আঘাত, সাধারণ চাবুকের তুলনায় অনেক মারাত্বক হয়ে থাকে। সেই কারণে শুধু লেজও বিক্রি হয়।

*নদীয়ার চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর থেকে এক চোরাচালানকারীর মৃতদেহ উদ্ধার*


নদীয়া:চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর সীমান্তে কাঁটাতারের পাশ থেকে এক চোরাচালানকারীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতের নাম আলিবদ্দিন বোল দে (৩১)। তার বাড়ি বেদবেরিয়া গ্রামে।

প্রাথমিকভাবে অনুমান চোরাচালান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন ও বিএসএফ জওয়ানরা। চাপড়া থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

*নদীয়ার চাপড়ার কুখ্যাত দুষ্কৃতি হাতকাটা মাসুদ খুন*


নদীয়া:গুলি করে খুন করা হল চাপড়ার কুখ্যাত দুষ্কৃতি মাসুদ মণ্ডল ওরফে হাতকাটা মাসুদকে। তার বাড়ি চাপড়ার কল্যানদহ এলাকায়। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পদ্মমালা এলাকায় রাস্তার পাশে একটি মাঠে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

গুলি করে খুন করা হয়েছে বলে অনুমান। তারা বিরুদ্ধে ডাকাতি, খুন, সীমান্তে চোরাচালান সহ অসংখ্য অভিযোগ রয়েছে। কয়েকমাস আগে পুলিশ তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছিল। কিছু দিন আগেই জামিন পেয়েছিল।

*কলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের*


উত্তর ২৪ পরগনা: ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার যশাইকাঠি পঞ্চায়েতের শিমুলিয়ার আদিবাসী পাড়া এলাকায়।গতকাল সন্ধ্যায় PWD এর রাস্তার জায়গায় পানীয় জলের কল ভেঙ্গে কলের ভেতর বিশ তেল , কেরোসিন ও ডিজেল ঢেলে দেওয়ার অভিযোগ ছোট্টু সর্দার বলে এক ব্যক্তির বিরুদ্ধে । এলাকার মানুষ বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে । নতুন কলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী এলাকার কয়েকশো পরিবারের মানুষ ।

কল ভেঙে দেওয়ার ফলে সমস্যায় পড়েছে এলাকার কয়েকশো পরিবার । বহুদূর থেকে জল আনতে হচ্ছে তাদের । তাই এলাকার মানুষ নতুন কলের দাবিতে এবং ছোট সর্দারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ।

এলাকার মানুষের অভিযোগ-ছোট সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরে থানা থেকে পুলিশ আসে এলাকায়, কিন্তু ছোট সর্দারকে গ্রেপ্তারতো দূরে থাক উল্টে গ্রামবাসীদের কেই ঝামেলা করলে পুলিশ তুলি নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে যান ।

অজ্ঞতা এলাকার মানুষ নতুন কলের দাবিতে কেউসা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । এলাকায় পুলিশ আসার পর কলের হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে , কিন্তু কলের আশেপাশে এখনো কেরোসিনের গন্ধ এবং কেরোসিন তেল পড়ে আছে ।এলাকার পঞ্চায়েত সদস্য শান্তনা সরকার জানিয়েছেন তিনি বিষয়টি শুনেছেন এবং অবিলম্বে একটা কলের ব্যবস্থা তিনি করবেন।

*ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল, দৃশ্যমানতা ২৫ মিটার*


কলকাতা: রবিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউ টাউন সংলগ্ন অঞ্চল। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান নেমে যায় ৫০ মিটারে। এরপর সাড়ে ছটা নাগাদ এই দৃশ্যমানতা আরো কমে ২৫ মিটারে পৌঁছায়। এর ফলে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল। 

বেশ কয়েকটি বিমান ছাড়তে না পেরে আটকে থাকে কলকাতা বিমানবন্দরে। পাশাপাশি নিউ টাউন এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধের সৃষ্টি হয়।