/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *কমছে ঠান্ডা, বাড়বে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*কমছে ঠান্ডা, বাড়বে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


ডিসেম্বর পড়তে রাজ্য জুড়ে শুরু হয়েছিল শীতের আমেজ। তবে দুঃখের বিষয় হল শুক্রবার থেকে রাজ্যে ফের বাড়ল তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস বলছে, বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা তো নেইই উলটে সপ্তাহান্তে ভোল বদলাবে আবহাওয়া।

বর্ষশেষে শীতের বদলে মিলবে উষ্ণতার ছোঁয়া। সেইসাথে গাঢ় হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের তাপমাত্রা বাড়বে।

সেই সাথে হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামি কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ওদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও আপাতত কোনও বদলের সম্ভাবনা দেখতে পায়নি হাওয়া অফিস। শুধু তাই নয় আগামী তিন দিন উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। তবে বড়দিনের দিল দার্জিলিং-য়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই বড়দিনে তুষারপাতের পূর্বাভাস থাকায় আনন্দিত পর্যটকেরা।

*আজকের রাশিফল ২৩শে ডিসেম্বর (শনিবার) *


মেষ রাশিফল (Saturday, December 23, 2023)

আপনার পিতা মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যত সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে। ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না। মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মত। যা মধুর স্বর অথবা শ্রতিকটু শব্দ সৃষ্টি করে। এগুলি অনেকটা বীজের মত- আমরা যা বপন করব সেই ফসলই পাব। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। কোন পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে। এটি শপিংয়ের জন্য একটি দিন হতে চলেছে, যদি আপনি আপনার আবেগকে আলগা করে দেন। আপনার এখন সত্যই কিছু ভাল জামা এবং পাদুকা প্রয়োজন।

প্রতিকার :- বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।

বৃষভ রাশিফল (Saturday, December 23, 2023)

আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন- কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না। কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। আপনার বিবাহিত জীবনে সবকিছুই আজ সুখী মনে হচ্ছে। জীবনে সরলতা তখনি থাকে যখন আপনার ব্যাবহারে সরলতা থাকে। আপনার ব্যাবহারে সরলতা নিয়ে আসা দরকার।

প্রতিকার :- ঝাড়ুদার কে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্ন ভাবে সাহায্য করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

মিথুন রাশিফল (Saturday, December 23, 2023)

আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময়। আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না, উপরন্তু জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। আপনার পিতামাতার স্বাস্হ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। আজ প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গীনী আতার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন। আজ, মেট্রোতে ভ্রমণের সময় আপনি বিপরীত লিঙ্গের কারও সাথে দেখা করতে পারেন, যা আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে।

প্রতিকার :- সংসারে সুখ বজায় রাখতে হনুমান মন্দিরে বুঁদি এবং লাড্ডু নিবেদন করুন।

কর্কট রাশিফল (Saturday, December 23, 2023)

আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে। কাউকে কিছু না বলে আজকে আপনি ঘরে একটি ছোট্ট পার্টি রাখতে পারেন।

প্রতিকার :- গৃহদেবতার বা আপনার পূজ্য দেবতার সোনার মূর্তি বাড়িতে রাখুন, এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন।

সিংহ রাশিফল (Saturday, December 23, 2023)

একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন। এটি আরেকটি উচ্চ-শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যিই চমৎকার দেখাচ্ছে। জ্যোতিষশাস্ত্রে, মন্ত্রগুলির মতো, জাতক জাতিকার ত্রুটিগুলি দূর করার জন্য যন্ত্রগুলি ব্যবহার করা হয়। এর পাশাপাশি, এগুলি কোনও নির্দিষ্ট গ্রহ, দেবী, দেবদেবীদের কাছ থেকে শুভ ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি কাগজের একটি শীট, কাগজ বা কোনও পৃষ্ঠের প্রতিসম কাঠামোর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়।এই যন্ত্রগুলির মধ্যে অতিপ্রাকৃত শক্তি রয়েছে। যাইহোক, আপনি নিজের হাতে এই যন্ত্রগুলি তৈরি করতে পারেন। এটি ছাড়াও, আপনি এটি বাজার থেকে কিনতে পারেন।আপনি যদি নিজের হাতে গ্রহের যন্ত্রপাতি তৈরি করতে চান তবে আপনার নিম্নলিখিত জিনিস গুলির প্রয়োজন হবে : ১)ডালিম গাছের ডাল; যেটা এক প্রান্ত থেকে কলমের মতো। ২) অস্তগন্ধ ; এটি আট ধরণের বস্তুর মিশ্রণ। ৩) খাওয়ার বাসনের ছোট-ছোট টুকরো। ৪) গঙ্গা জল। ৫) তামা দিয়ে তৈরি তাবিজ। এটি নীচে দেওয়া ছবির মতো হওয়া উচিত। মুহুর্ত: যন্ত্রটি একটি বিশেষ মুহুর্তে প্রস্তুত, তাই প্রতিটি গ্রহেরও নিজস্ব বিশেষ মুহুর্ত রয়েছে। প্রক্রিয়া : এক চুটকি অস্তগন্ধা নিন তার সাথে কয়েক ফোটা গঙ্গা জল মিশিয়ে কালী বানান। ডালিমের ডাল থেকে তৈরি কলম দিয়ে এখন বনভোজনের কাগজের টুকরাগুলিতে গ্রহ যন্ত্রের ছবি আঁকুন এবং শুকোতে দিন। এবার শুকনো জিনিসগুলো ভালো করে মুড়িয়ে তাবিজের ভেতরে ঢুকিয়ে দিন। এবার এই তাবিজ টি হলুদ বা লাল ধাগায় লাগিয়ে আপনি আপনার গলায় বা ডান হাতে পরতে পারেন।এই জিনিস গুলো বানানোর সময় এবং পরার সময় গ্রহ সম্পর্কের মন্ত্রগুলি অবশ্যই উচ্চারণ করবেন।

প্রতিকার :- ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

কন্যা রাশিফল (Saturday, December 23, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে, কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না, উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত। আজ, আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নিন। আপনার কাজ হবে আরাম করা- কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ- সাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন- ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয়, কিন্তু আজ সবকিছু শান্ত হবে বলে মনে হয়। বাচ্ছাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝায় যাই না সেটা আপনি আজকে নিজের বাচ্ছাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন।

প্রতিকার :- পরিবারে সংহতি ও ভারসাম্য বজায় রাখার জন্য ব্রোঞ্জের পাঠালে রাখা মুলো কোনো মন্দিরে বা মন্দিরের বাইরে বসে থাকা ভিক্ষুক দেড় দান করুন।

তুলা রাশিফল (Saturday, December 23, 2023)

সামগ্রিক স্বাস্হ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই- হাসির কোন শব্দ নেই- হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিছু উত্তেজনা খুঁজে বের করুন। আপনার অস্থির দিনগুলি শেষ হওয়ার সাথে সাথে আপনার জীবনকে নতুন দিকনির্দেশ দেওয়ার বিষয়ে চিন্তা করা উচিত।

প্রতিকার :- আপনাদের প্রেমের সম্পর্ককে মধুর করে তোলার জন্য বাড়িতে কোনো হলুদ বর্ণের ফুলের গাছ লাগান ও তার যত্ন করুন।

বৃশ্চিক রাশিফল (Saturday, December 23, 2023)

আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন- অতিরিক্ত কাজে নিজেকে জড়িয়ো না- কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিনে আপনার সাক্ষাৎ-সূচিকে পুনরায় নির্ধারিত করুন। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার। তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন। আপনার ভাল গুণাবলী আজ বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে।

প্রতিকার :- এই মন্ত্রটি জপ করুনঃ ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ।

ধনু রাশিফল (Saturday, December 23, 2023)

অনাকাঙ্খিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা। টাকাপয়সা লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না। এমন একটি দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন। সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুই জনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেম পড়েছে। হ্যাঁ, আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজ ও খারাপ হয়ে যাবে। আপনার স্ত্রী আজ সত্যিই আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন। আপনার সুখ দেখান, এটি আপনার সাথে সম্পর্কিত ব্যক্তিদেরও খুশি করে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য পাবার জন্য ঘরে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন।

মকর রাশিফল (Saturday, December 23, 2023)

আত্ম-বিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে। বিপরীত লিঙ্গের কোনও নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন। পারিবারির দিক সমস্যাযুক্ত হতে পারে। পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রধিত করতে পারে। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে। লোকেদের মাজখানে থেকে আপনি সবার সন্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে।

প্রতিকার :- তামার চৌকো টুকরোতে জাফরান লাগিয়ে, গোলাপি কাপড়ে মুড়ে, পূর্ব দিকে গিয়ে সূর্যোদয়ের সময় নির্জন স্থানে মাটি চাপা দিলে গার্হস্থ্য জীবন সুখময় হবে।

কুম্ভ রাশিফল (Saturday, December 23, 2023)

আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন যাতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে। যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে, কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন। কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। আজকে সময়ের সোন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হটাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। কর্মক্ষেত্রে জিনিষগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারা দিন ভাল থাকবে। ছাত্র যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন। গুরুর পরামর্শ তে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন।

প্রতিকার :- লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

মীন রাশিফল (Saturday, December 23, 2023)

নিজের খাদ্য(তালিকা) নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যধিক খরচ করায় লাগাম দিন। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝরনা বওয়াতে অগ্রধাবন করবে। আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আপনার জীবন সঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য আজ ধীরে ধীরে নির্গত হবে। তারকারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় – যাদের সাথে আপনি ঘনিষ্ঠ বোধ করেন তাদের সাথে এক ধরণের মজাদার ভরা ভ্রমণ।

প্রতিকার :- হসপিটালে রোগীদের সাহায্য ও সেবা করলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

কলকাতা পুরনিগমের অ্যাসেসমেন্ট একটু পরিবর্তন আসছে

কলকাতা: কলকাতা পুরনিগমের অ্যাসেসমেন্ট একটু পরিবর্তন আসছে বলে সাংবাদিকদের জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

তিনি জানান, এখন থেকে যখনই কেউ সি সি জন্য আবেদন জানাবে, তখন ডেভলপার জানাবে যে কাকে বিক্রি করেছে। আমরা তখনই ডেভলপার নামে মিউটেশন করে নেব। বা যদি সে পাওয়ার অফ অটির্নি নিয়ে আসবে তার নামে মিউটেশন করে দেওয়া হবে। যদি ডেভেলপার কোনো নির্মাণ ঝুলিয়ে রাখে তাহলে ট্যাক্স তাকেই দিতে হবে। আর একটা নতুন স্কিমে আনছে পুরনিগম।

১লা জানুয়ারি থেকে নগর বন্ধু স্কীম চালু করা হচ্ছে কে এম সি। এরা বয়স্ক মানুষের জন্য বা প্রতিবন্ধী দের জন্য। তাদের বাড়িতে পৌর কর্মীরা যাবে এবং তাদের থেকে ট্যাক্স কালেকশন করা হবে। কলকাতা পৌরকর্মীরা যাবে সেটা করে দেবে। 8335999111 এই নম্বর চ্যাটবট করে কলকাতা পুরনিগমের সমস্ত পরিষেবা এই নগর বন্ধু অ্যাপ পাওয়া যাবে।

শুভেন্দুর বাবা সাংসদ শিশির অধিকারীকে " গুরুদেব " বলে শোকজ হলেন কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্না! রাজনৈতিক মহলে শোরগোল

কাঁথির স্কুলে অনুষ্ঠানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারী'কে গুরুদেব বলে সম্মোধন করে তৃণমূল কংগ্রেস দল থেকে শোকজ হলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। কার্ষত বিপাকে কাঁথির পুরপ্রধান সুবল কুমার মান্না। শোকজ কথা শুনতেই মেজাজ হারালেন পুরপ্রধান। ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার কাঁথির একটি স্কুলে উপস্থিত হন কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্না। সেখানেই মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সেখানেই কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী'কে পায়ে হাত দিয়ে প্রণাম করেন ! শুধু সেখানেই থেমে থাকেনি, বক্তব্য রাখতে গিয়ে কাঁথির পুরপ্রধান সুবল মান্না বলেন " বাবা মা জন্ম দিয়েছে! পথচলা, এই জায়গায় যে পৌঁছেছি। আমার গুরুদেব মাননীয় শিশির অধিকারী।

শুক্রবার সকালে সেই ভিডিও ও প্রমান করার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর নড়েচড়ে বসে জেলা তৃণমূল নেতৃত্বরা। কয়েক ঘণ্টার মধ্যে কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্না'কে শোকজ করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। তারপরেই কাঁথির রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শোকজ কড়া দিয়ে তৃণমূলের জেলা নেতাকে একহাত নিয়েছেন খোদ পুরপ্রধান সুবল কুমার মান্না।

কাঁথি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ কান্তি পণ্ডা বলেন " কেউ যদি দলের কথা অমান্য করে, রাজনৈতিক দল থেকে নির্বাচিত। প্রত্যেক দলে নিজস্বতা থাকে। সবুলবাবু আগে একাধিকবার সজাগ করা হয়েছে। প্রশাসনিক ভবনে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। মানুষ যেটা চায়? সেটা না করে উল্টো কাজ করা। বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে গোপন আতাত করে, দলকে ক্ষতি করা। ২৪ ঘন্টা শোকজ করা হয়েছে। যদি তিনি উত্তর না দেন,দলের শীর্ষ নেতৃত্বদের নির্দেশক্রমে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে "।

তৃণমূল নেতৃত্বদের হুঁশিয়ারি দিয়ে পাল্ট জবাব দিয়েছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। তিনি বলেন " কেন্দ্রীয় সরকারের একটি স্কুলে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে গিয়ে দেখি শিশির অধিকারী বসেছেন। আমি তো অসম্মান করতে পারি না "। এদিকে কাঁথি পুরা সবার পুরপ্রধান সুবল কুমার মান্না'কে শোকজ করেছে জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। তার উত্তরে সুবলবাবু বলেন " সে শোকজ করার কে? আমাকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজ করেছে সেটা আমি জানিও না! চিঠি দিয়ে জানাবে তারপরে উত্তর দেওয়া হবে! অনেক কিছু দাবি করতে পারেন! সে মানুষকে মানুষ ভাবে ভাবে না। কিভাবে বয়স্ক লোকের সাথে কিভাবে কথা বলতে হয়! সে তো সবাইকে বশ্যতা স্বীকার করাতে পারবে না৷ যেটা সত্য, যেটা অন্যায়-অন্যায় "।

এনিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে বলে দাবি রাজ্যের বিরোধীদল বিজেপি। জেলা বিজেপি নেতা অসীম মিশ্র বলেন " দু'জন প্রশাসনিক ব্যক্তিত্ব একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন! এনিয়ে তৃণমূল সৌজন্যতা রাজনীতি ভুলে গেছেন। কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা অভিভাবক শিশির অধিকারী'কে কাঁথি পুরাসভা পুরপ্রধান সুবল মান্না সৌজন্যতা জানিয়েছেন। এখানে কোন রাজনীতি খোঁজার দরকার নেই। শিক্ষা প্রতিষ্ঠানকে তৃণমূল কংগ্রেস রাজনীতি শুরু করেছেন৷ বয়স্ক রাজনীতি ব্যক্তিত্বকে প্রনাম করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এটাই রাজনীতি স্মৃতি হওয়া উচিত! কাঁথির সাংসদ শিশির বাবু কাঁথির জন্য যে অবদান, হঠাৎ করে মনে পড়ে গেছে! তৃণমূল রাজনৈতিক সৌজন্যতা ভুলে গেছে "।

রাজভবনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বড়দিন উদযাপন

কলকাতা : বড়দিনের আগেই শুক্রবার রাজভবনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হল বড়দিন। বড়দিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল। আমন্ত্রণ করা হয়েছিল বিভিন্ন মিশনারি স্কুলের ছাত্র-ছাত্রীদের।

উপস্থিত ছিলেন বিভিন্ন চার্চের ফাদার ,সিস্টাররা ও বিশেষ অতিথিরা। বিভিন্ন নাচ গানের মাধ্যমে এক ঘন্টার অনুষ্ঠান হয়। প্রথমে ক্যারল গানের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন একটি স্কুলের ছাত্রীরা। পাশাপাশি, বড়দিন মানেই আমরা অপেক্ষা করে থাকি বিভিন্ন উপহার সান্তা ক্লজের থেকে। আর এবার একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা সান্তা ক্লজ সেজে জিঙ্গেল বেল গানের নৃত্য পরিবেশন করেন।

উপরাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কল্যাণীতে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার

নদীয়া:

আইনসভার উচ্চকক্ষে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনকড়কে নিয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জির কুরুচিকর অঙ্গভঙ্গি করার প্রতিবাদে কল্যাণীর সেন্ট্রাল পার্কে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার যুবমোর্চার তরফে শুক্রবার সন্ধ্যায় সেন্ট্রাল পার্কে বিক্ষোভ প্রর্দশন করা হয়।

পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টায়ার্ড চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির জিএস তারকনাথ সরকার। কল্যাণী শহর মন্ডলের বিজেপির যুবমোর্চার সভাপতি রতন বাড়ৈ, সাধারণ সম্পাদক সঞ্জীত ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে খুনের অভিযোগে ধৃত এক যুবককে তমলুক আদালতে পাঠালো পুলিশ। জানা গিয়েছে, গত ২৯ শে নভেম্বর ময়নার চাঁদীবেনিয়া গ্রামে প্রতিমা সহ মন্ডল নামে ২৬ বছরে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অনুমান |

গৃহবধূর বাপের বাড়ির লোকজন গতকাল ময়না থানায় দারস্ত হয়ে মৃত গৃহবধূর স্বামী বিবেক মন্ডলের নামে খুনের অভিযোগ দায়ের করে ৷সেই অভিযোগের ভিত্তিতে ময়না থানার পুলিশ গতকাল চাঁদিবেনিয়া গ্রাম থেকে বিবেক সাহু কে গ্রেফতার করে নিয়ে আসে ৷আজ ধৃতকে তমলুক জেলা আদালতে পাঠালো পুলিশ৷

*মডেল প্রদর্শনী*

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী - বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল তাম্রলিপ্ত পাবলিক স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রতি বছরের ন্যয় এবছরও একটি অসাধারণ মডেল প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদর্শনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে কলা, বিজ্ঞান ও ভৌগোলিক বিভিন্ন প্রদর্শনী সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বিষয়ক বিজ্ঞানী - ড. সুফিয়া জামান, তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা- ড. দীপেন্দ্রনারায়ণ রায়, সভাপতি সেখ খাইরুল ইসলাম সহ অন্যান্যরা। উপস্থিত প্রত্যেকেই ছাত্র-ছাত্রদের এই বার্ষিক প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত গুনি মানুষজনেরা।

.

পরিবেশ বিষয়ক বিজ্ঞানী ড. সুফিয়া জামান বলেন যে তিনি এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আগামী দিনের বিজ্ঞানী, ডাক্তার ও সমাজ সেবক গড়ে ওঠার সম্ভাবনা দেখছেন এবং তিনি আরও বলেন এই সকল ছাত্র-ছাত্রীরা আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সঙ্গে পিতামাতা ও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।

*দ্বিতীয় হুগলি সেতুতে মার্সি়ডিজ গাড়িতে অগ্নিকাণ্ড*


দ্বিতীয় হুগলি সেতুতে মার্সি়ডিজ গাড়িতে আগুন লেগেছে। ইতিমধ্যে আগুন নেভানোর কাজ চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 তবে কলকাতা ট্র্যাফিক পুলিশ যানবাহন পরিষেবাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

*পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ*


বাঁকুড়াঃ পানীয় জল ও রাস্তার দাবিতে এবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। শুক্রবার বাঁকুড়ার মানকানালী গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

  বিক্ষোভকারী ধানশিমূল গ্রামের মানুষের অভিযোগ, গ্রামের রাস্তা দীর্ঘদিন বেহাল, অসংখ্যবার আবেদন নিবেদন করার পরেও ওই রাস্তা সংস্কারে উদ্যোগী হয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এমনকি গ্রামের কাওকে না জানিয়ে 'রাতের অন্ধকারে ঠাকুর থানে'র পরিবর্তে অন্য এক জায়গায় নলকূপ বসানো হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে পঞ্চায়েতে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ।

 এক্ষেত্রে প্রধান বিবেকানন্দ পালের সাফাই দায়িত্ব পাওয়ার চার মাসের মধ্যে রাস্তা সংস্কার সম্ভব নয়। তবে গ্রামের মানুষের দাবিকে মান্যতা দিয়ে প্রস্তাবিত জায়গাতেই নলকূপ খনন করা হবে বলে তিনি জানান।

  ওই ঘটনার পিছনে প্রধান ও পঞ্চায়েত আধিকারিকদের দায়ি করেছেন বাঁকুড়া জেলা তৃণমূল কমিটির সদস্য অনিল ঘোষ। তিনি বলেন, যে ঠিকাদার সেই আবার আমাদের দলের ব্লক কমিটির সদস্য। ফলে ওই সদস্য-ঠিকাদার প্রধানকে চালনা করছেন। এই বিষয়ে তাদের সঙ্গে প্রধান কোন রকম আলোচনা করেননি বলে তিনি দাবি করেন।