*পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ*
বাঁকুড়াঃ পানীয় জল ও রাস্তার দাবিতে এবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। শুক্রবার বাঁকুড়ার মানকানালী গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
বিক্ষোভকারী ধানশিমূল গ্রামের মানুষের অভিযোগ, গ্রামের রাস্তা দীর্ঘদিন বেহাল, অসংখ্যবার আবেদন নিবেদন করার পরেও ওই রাস্তা সংস্কারে উদ্যোগী হয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এমনকি গ্রামের কাওকে না জানিয়ে 'রাতের অন্ধকারে ঠাকুর থানে'র পরিবর্তে অন্য এক জায়গায় নলকূপ বসানো হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে পঞ্চায়েতে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ।
এক্ষেত্রে প্রধান বিবেকানন্দ পালের সাফাই দায়িত্ব পাওয়ার চার মাসের মধ্যে রাস্তা সংস্কার সম্ভব নয়। তবে গ্রামের মানুষের দাবিকে মান্যতা দিয়ে প্রস্তাবিত জায়গাতেই নলকূপ খনন করা হবে বলে তিনি জানান।
ওই ঘটনার পিছনে প্রধান ও পঞ্চায়েত আধিকারিকদের দায়ি করেছেন বাঁকুড়া জেলা তৃণমূল কমিটির সদস্য অনিল ঘোষ। তিনি বলেন, যে ঠিকাদার সেই আবার আমাদের দলের ব্লক কমিটির সদস্য। ফলে ওই সদস্য-ঠিকাদার প্রধানকে চালনা করছেন। এই বিষয়ে তাদের সঙ্গে প্রধান কোন রকম আলোচনা করেননি বলে তিনি দাবি করেন।
Dec 22 2023, 18:06