*শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কে নুতন ভাবে সাজিয়ে তোলার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর *
এসবি নিউজ ব্যুরো : কলকাতার অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক গুলো প্রকল্পের উদ্বোধন করেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, হুগলির দেবানন্দপুর কে নুতন ভাবে সাজিয়ে তোলার কথা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্পের ঘোষণা করেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ১ কোটি ১০ লক্ষ টাকা খরচ করে তার বসতবাড়ি এবং সংগ্রহশালাটি আমূল পরিবর্তন করা হবে। সঙ্গে সঙ্গে উন্নয়ন করা হবে তার বসতবাড়ির আশপাশের এলাকাগুলো। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে আরো বেশ কিছু গুরুত্ব পূর্ণ শহরকে পর্যটন কেন্দ্র করে তোলার কথা ঘোষণা করেছেন এদিন। তিনি বলেন "বাংলার সাধারণ মানুষের কথা বিশেষ করে মেয়েদের যন্ত্রণার কথা যেভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনির মাধ্যমে আমাদের সাহিত্য প্রেমিক মানুষদের উপহার দিয়ে গেছেন তা এককথায় অনবদ্য। তার লেখা দেবদাস পরিণীতা ,পথের দাবী, শ্রীকান্ত, দত্তার মতন উপন্যাস তিনি আমাদের উপহার দিয়েছেন"।
উল্লেখ্য,১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুর গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন। গ্রামের পাঠশালার পড়াশোনা শেষ করার পর তিনি ভর্তি হয়েছিলেন হুগলি ব্রাঞ্চ স্কুলে। সেখান থেকেই তিনি মেট্রিকুলেশন পাশ করার পর তিনি মামার বাড়ি ভাগলপুরে চলে যান। শরৎচন্দ্রের পবিত্র এই জন্মভিটেটি দেখার জন্য প্রতিবছর প্রচুর পর্যটক ছুটে আসেন হুগলির দেবানন্দপুরে। সত্তর দশকে সিদ্ধার্থ শংকর রায়ের কংগ্রেস জমানায় তার বসত বাড়ী এবং লাইব্রেরির কিছুটা উন্নতি হয়েছিল। তারপর আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় এদিন খুশি জোয়ার বয়ে দেবনন্দপুরের বিস্তীর্ণ এলাকার মানুষদের মধ্য।
আজকে কলকাতা থেকে যখন এখানকার পর্যটন কেন্দ্রের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তখন দেবানন্দ পুরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূল সাংগঠনিক সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
Dec 21 2023, 19:17