*রাজ্যে সিবিআইয়ের থানার প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ কলকাতা হাইকোর্টের*
কলকাতা::এ রাজ্যে সিবিআইয়ের থানার প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। তিনি বলেন, একটি সমবায়ের দুর্নীতির মামলা রাজ্য সহযোগিতা করেনি। তাই রাজ্যে চার থেকে পাঁচটা সিবিআই থানা চায় হাইকোর্ট।
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমিতিতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্য হলফনামা দিয়ে জানায়, রাজ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চ গিয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখায়, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আর সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মানা হয়নি। এবার তারা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মানবেন। এর প্রেক্ষিতেই বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তাঁর মন্তব্য, রাজ্যে এবার সিবিআই এর থানার প্রয়োজন রয়েছে।
অন্তত চার - পাঁচটি সিবিআই থানা গঠনের প্রয়োজন রয়েছে।যেখানে ইন্সপেক্টর - কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে। তাঁর আরও পর্যবেক্ষণ, রাজ্যে নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে। সেখানেও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে। মানুষ পুলিশ- আদালত ঘুরে ঘুরে হয়রান হচ্ছে। অভিযোগ গ্রহন করা হচ্ছে না। আলিপুরদুয়ারের সমবায় সমিতির মামলার শুনানি মন্তব্য করেন বিচারপতি।
Dec 21 2023, 17:55