আমরা বিজেপি নই, প্রতিশ্রুতি দিয়ে সব পূরণ করছি: মমতা
আজ রবিবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, 'আমরা বিজেপি নই, প্রতিশ্রুতি দিয়ে সব পূরণ করছি। কেন্দ্র বিনামূল্যে রেশন দিচ্ছে না কিন্তু আমরা দিচ্ছি। অবিসিদের জন্য টাকা বন্ধ করে দিয়েছিল মোদী সরকার। আমি যা কথা দিই তা রাখি, কিন্তু বিজেপি কথা দিয়ে কথা রাখে না। আমরা বিনামূল্যে রেশন পরিষেবা চালিয়ে যাবো।'
আদিবাসী পরিবারের শংসাপত্র নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'আদিবাসী পরিবারগুলিকে শংসাপত্র দেওয়া হবে। ভুয়ো শংসাপত্র বাতিল করবে সরকার। অনেকেই আছেন যারা আদিবাসীদের নামে ভুয়ো সার্টিফিকেট করিয়েছেন।'
প্রসঙ্গত লোকসভা ভোটের আগে গেরুয়া ঘাঁটি উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনি আলিপুরদুয়ারে গিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ’আলিপুরদুয়ারে ২৬ হাজার মানুষকে সরকারী পরিষেবা দেওয়া হবে। চা বাগানের শ্রমিকদের পাট্টা দেবো। পাট্টার সঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা করে চা বাগানের শ্রমিকদের দেওয়া হবে। পাট্টার জমিতে যাতে শ্রমিকরা বাড়ি করতে পারেন তারই ব্যবস্থা করা হল। ৪৬৪২ শ্রমিকের মধ্যে এই পাট্টা বিলি করা হল।' একথায় পাহাড় দখল করতে কোমর বেঁধে পথে নেমেছে শাসক দল।
Dec 10 2023, 13:13