*প্রয়াত ভারতের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী*
প্রয়াত হলেন ভারতের প্রাক্তন টেস্ট দলের অধিনায়ক বিষেণ সিং বেদী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।বছর দুয়েক আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন বেদী। সেবার সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু এ দিন কিংবদন্তি স্পিনারকে হারাল ভারতীয় ক্রিকেট।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।তিনি জানান, দেশের অন্যতম সেরা প্রাক্তন স্পিনার বিষেণ সিং বেদী আর নেই। আর এটা ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট একটা ক্ষতি।তার মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে। তার মৃত্যুতে শোকবার্তা এসেছে বিভিন্ন মহল থেকে।
বিষাণ সিং বেদি ২৫ সেপ্টেম্বর ১৯৪৬ সালে ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেন। একজন অত্যন্ত দক্ষ বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ছিলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিং শৈলীর জন্য বিখ্যাত। তিনি ১৯৬৬ সালে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু করেন।তিনি অসংখ্য স্পিন বোলারের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন এবং ভারতের তরুণ ক্রিকেট প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
Oct 23 2023, 17:01