*ঠাকুর দেখতে মেট্রোই ভরসা, জেনে নিন সময়সূচী*
দুর্গা পুজো শুরু হতে না হতেই মেট্রোতে উপচে পড়ছে ভিড়। রাস্তায় যানজট এড়াতে আপজনতার ভরসা এখন মেট্রো। তাই মেট্রোর তরফে জানান হয়েছে, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পঞ্চমী আর ষষ্ঠী এই দু’দিন কলকাতার মেট্রো পরিষেবা শুরু হবে ভোর ৬টা ৫০ মিনিট থেকেই।
শুধু তাই নয় কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য নর্থ-সাউথ মেট্রোয় সারা রাত মেট্রো চলবে। পঞ্চমী ও ষষ্ঠীতে চলবে ২৮৮টি ট্রেন। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন চলবে ২৪৮টি মেট্রো। দশমীর দিন ১৩২টি ট্রেন। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত চলবে ২৩৪টি মেট্রো। প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, পঞ্চমী এবং ষষ্ঠী দিন প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৬টা ৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পাশাপাশি সকাল ৬টা ৫০ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত। শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ১০টা ৩৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পাশাপাশি রাত ১০টা ৪০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। তবে সপ্তমী , অষ্টমী এবং নবমী-তে মেট্রো আপ এবং ডাউন মিলিয়ে চলবে ২৪৮টি ট্রেন ।
মেট্রো চলবে বেলা ১২টা ৫৫ থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত। পাশাপাশি দশমীর দিন মেট্রো আপ এবং ডাউন মিলিয়ে ১৩২টি ট্রেন চলাচল হবে। মেট্রো চলবে বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত। প্রসঙ্গত সপ্তমী, অষ্টমী , নবমীএবং দশমীর দিন জোকা থেকে তারাতলার মধ্যে কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না। তবে , পুজোর সময় শিয়ালহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে প্রথম মেট্রো পরিষেবা মিলবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভে বেলা ১১টা ৫৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা দুপুর ১২টা থেকে। শেষ পরিষেবা পাওয়া যাবে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রাত্রি ১১টা ৩৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদায় রাত্রি ১১টা ৪০ মিনিটে । ২৯ অক্টোবর থেকে ফের স্বাভাবিক মেট্রো পরিষেবা শুরু হবে।
Oct 19 2023, 20:09