*তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বিজেপি:অভিষেক*
রাজ্যের বকেয়া আদায়ে আজ, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা দিল্লিতে তৃণমূলের কর্মী-সমর্থক ও 'বঞ্চিতদের' নিয়ে ধর্ণায় সামিল হয়েছিলেন। ধর্নারত তৃণমূলের নেতা কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল অমিত শাহের পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে জোর করে ধর্না সরিয়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। দিল্লির রাজঘাটে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দু বছরে ৩ বার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। দিল্লি পুলিশ ও সিআরইএফ ধাক্কাধাক্কি করে ধর্না তোলের চেষ্টা করেছে। বারবার এসে উঠে যেতে বলে পুলিশ। কোনও রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি।‘
পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সারদা, রোজভ্যালি কাণ্ডে সিবিআই তো তদন্ত করছে। কিন্তু কতজন উপভোক্তা টাকা ফেরত পেয়েছেন?দুর্নীতির অভিযোগ থাকলে এফআইআর করছেন না কেন? রাজ্যে নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবুও কেউ কেন এখন ও পর্যন্ত চাকরি পেল না?"
অভিষেক জানান,"ধর্ণা চলাকালীন দিল্লী পুলিশ বারবার হুইসেল বাজিয়ে আমাকে বিব্রত করছিল। যত আন্দোলন দমানোর চেষ্টা হবে ততই জোরালো হবে। দু বছরে ১০০ দিনের বকেয়া টাকা ফেরত নিয়ে যাব। তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বিজেপি।"
Oct 02 2023, 19:35