/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট West Bengal Bangla
শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট

আদালতের নির্দেশ অবমাননার দায়ে রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই জরিমানার নির্দেশ দিয়েছেন। ২০১২ সালে হওয়া পূর্ব মেদিনীপুরে প্রাথমিকস্তরে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আদালত নির্দেশ দিয়েছিল। ২০১৬ সালে শিক্ষা দফতরকে এই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর সেই তদন্ত শুরু করেনি বলে অভিযোগ। এর জেরেই এদিন জরিমানা করা হয়। বিচারপতি আগামী ১০ দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসের কাছে ওই টাকা জমা দিতে নির্দেশ দিয়েছেন। জরিমানার পাশাপাশি আদালত ফের পূর্ববর্তী নির্দেশ মতো আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্য শিক্ষা দফতরকে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন। এদিন এজলাসে উপস্থিত শিক্ষা সচিবকে ভর্ৎসনাও করে আদালত। শুনানির পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে তবে তাঁর পদত্যাগ করা উচিত বলেই মনে করে আদালত।

কামারহাটির ইএসআই হাসপাতালের কর্মী বিপ্লব বোস এর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য কামারহাটি এলাকায়

কলকাতা: চার দিন নিখোঁজ থাকার পর সোমবার কামারহাটির ইএসআই হাসপাতালের কর্মী বিপ্লব বোস এর মৃতদেহ উদ্ধার হয় হাওড়ার গোলাবাড়ি এলাকা থেকে । বিপ্লব বোসের পরিবারের তরফ থেকে থানায় তার স্ত্রী বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।পরিবারের দাবি তার স্ত্রীই তাকে খুন করেছে । অভিযোগ ১০ বছর আগে বিপ্লবের বিয়ে হয় রাজারহাটের বাসিন্দা চৈতালী ভট্টাচার্যের সাথে । বাড়ির অমতেই মন্দিরে গিয়ে বিয়ে করে বিপ্লব ।তাদের একটি কন্যা সন্তানও আছে ।

অভিযোগ বিয়ে পর থেকেই বিপ্লবের উপর অত্যাচার মারধর করতো তার স্ত্রী । চৈতালী ইদানিং অন্য কোন সম্পর্কে লিপ্ত ছিল বলে অভিযোগ পরিবারের । এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকতো । হাসপাতালর কোয়াটারেই থাকত বিপ্লব । স্ত্রীর ব্যবহারের কারণে সেই বাড়িতে কেউ যেতে পারতো না । এর আগেও বিপ্লব বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল তার স্ত্রীর অত্যাচারে । গত চারদিন আগে বিপ্লব হঠাতই নিখোঁজ হয়ে যায় ।

অভিযোগ অবস্থা বেগতিক বুঝে তার স্ত্রীও ঘরের সবকিছু নিয়ে তার বাপের বাড়িতে পালিয়ে যায় । গত ২১ তাড়িখে বিপ্লব বোসের মা বেলঘরিয়া থানায় মিসিং ডাইরি করে । অবশেষে সোমবার হাওড়া গোলাবাড়ি এলাকা থেকে বিপ্লবের ফোন ট্র্যাক করে তার পচাগলা মৃত দেহ উদ্ধার হয় । গোলাবাড়ি থানা মৃতদেহ উদ্ধার করে কামারহাটি থানায় খবর দেয় । তারপরেই কামারহাটি থানার পুলিশ মৃতদেহ নিয়ে আসে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় । এই ঘটনায় এখনো পর্যন্ত কোন কাউকে আটক বা গ্রেপ্তার করেনি ।পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কামারহাটি থানার পুলিশ ।

আচমকাই স্তব্ধ IRCTC ওয়েবসাইট, বিপাকে যাত্রীরা

আচমকাই স্তব্ধ হয়ে পড়ল IRCTC ওয়েবসাইট। ফলে অনলাইনে টিকিট কাটতে পারছেন না মানুষজন। দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্যে বহু সংখ্যক মানুষ IRCTC-র উপরেই ভরসা করেন। মঙ্গলবার সকালে পরিষেবা ডাউন থাকায় ভোগান্তিতে তাঁরা। তবে আইআরসিটিসি-র তরফে টুইট করে জানানো হয়েছে, 'প্রযুক্তিগত কারণের জন্যে টিকিট বুকিং পরিষেবা পাওয়া যাচ্ছে না।আমাদের প্রযুক্তিগত দল সমস্যার সমাধান করছে।" এই পরিস্থিতিতে বিশেষ করে তত্‍কাল টিকিট বুকিং করার ক্ষেত্রে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেক যাত্রীরা টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন।তবে যতক্ষণ না আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ ঘুরে দাঁড়াচ্ছে অর্থাত্‍ পরিষেবা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ ট্রেনের টিকিটের বুকিং করা যাবে না, এমনটা মোটেও নয়। বরং অ্যামাজন , মেক মাই ট্রিপের মতো তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে অনায়াসে ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

"ইন্ডিয়া" জোটকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীর

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোট "ইন্ডিয়া"কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার "ইন্ডিয়া" জোটকে নিষিদ্ধ জঙ্গি দল ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সংসদে এনডিএ সংসদীয় দলের বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের পরেই প্রধানমন্ত্রী বলেন," ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও 'ইন্ডিয়া' শব্দ ছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও 'ইন্ডিয়া'র নাম রয়েছে।" অন্যদিকে বৈঠকের পর বিজেপি সাংসদ রবিশঙ্কর আরও জানান, “প্রধানমন্ত্রী বলেছেন, নাম রাখলেই কি সব হয়ে যায়? এই তো জঙ্গি সংগঠন তাদের নাম দিয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন। আবার ইন্ডিয়ান পিপলস ফ্রন্টও রয়েছে। এখন সূর্যওঠার আগে ভোর। এখনই জেগে উঠুন। চব্বিশে জয় আমাদেরই হবে।” ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদী বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে জোটের নাম ‘ইন্ডিয়া’(ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স) ঠিক করা হয়েছে। বিরোধীদের জোট নিয়ে আগেও আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী।

*মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন সিবিআই কর্মকর্তা*

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন আইপিএস রূপক কুমার দত্ত। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কাজ শুরু করেছিলেন তিনি, তবে মন্ত্রিসভার অনুমোদন মিলল সোমবার।১৯৮১ সালের ব্যাচের আইপিএস রূপক কুমার দত্ত ছিলেন কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর। কর্নাটক পুলিশের ডিজি হিসেবেও দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। তাঁকেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হল।

জানা গিয়েছে, মূলত সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন তিনি। উল্লেখ্য, মে মাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন। সোমবার সেটাই মন্ত্রিসভার বৈঠকে মেনশন করা হয়। অর্থাত্‍ পাকাপাকি ভাবেই এই প্রাক্তন পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হলেন।

*দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপে ভ্রুকুটি, জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,মঙ্গলবার ২৫ জুলাই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ হওয়ার সম্ভবনা। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।আগামী দুদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

আজও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২ ৫ শে জুলাই ( মঙ্গলবার)*


মেষ রাশিফল (Tuesday, July 25, 2023)

আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন। অনুগ্রহপূর্ণভাবে তাঁদের সাহায্য গ্রহণ করুন।আপনি অবশ্যই অনুভূতি এবং চাপ নিজের মধ্যে চেপে রাখবেন না। বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়া আপনাকে সাহায্য করবে। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।

প্রতিকার :- কোনো মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে।

বৃষভ রাশিফল (Tuesday, July 25, 2023)

হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময়। পরবর্তী যে কোন ব্যবহার আপনার হার্টে অহেতুক (অপ্রয়োজনীয়) চাপ সৃষ্টি করবে। আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশির ভাগটাই দখল করবে। কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে। ওয়েব পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন। আপনার সব নজর কেন্দ্রীভূত করুন যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বিদেশের সুয়োগও পেতে পারেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

প্রতিকার :- সোনা বা ব্রোঞ্জে খোদাই করা একটি গুরু যন্ত্র বাড়িতে রেখে দিলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

মিথুন রাশিফল (Tuesday, July 25, 2023)

যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন। ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদির মত নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত। কারণ এগুলি চুম্বকের মত কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। নতুন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান। আপনার কাজ হবে আরাম করা- কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ- সাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে- আপনার প্রত্যাশামাফিক ফল না এলে হতাশ হবেন না। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

প্রতিকার :- চাকরি জীবনে উন্নতি করতে রোদে লাল বা কমলা রঙের কাঁচের বোতলে পানীয় জল রেখে সেই জল পান করুন।

কর্কট রাশিফল (Tuesday, July 25, 2023)

যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন-তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যধিক সেই প্রয়োজনীয় অব্যাহতি দেবে। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। আপনি আজকে আপনার বাচ্ছাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। খুব বেশী প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে।

প্রতিকার :- পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়াক হবে।

সিংহ রাশিফল (Tuesday, July 25, 2023)

আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে- আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে। এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে, না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে। পুরোনো বন্দোবস্তের ফলে এই পরিমান ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্থ হতে পারেন। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- সবুজ ডাল বা কলাই দিয়ে তৈরি মিষ্টি ও নোনতা খাবার বাচ্চাদের মধ্যে মূলতঃ বাচ্চা মেয়েদের মধ্যে বিতরণ করুন। এর ফলে কর্ম জীবনে সাফল্য অব্যাহত থাকবে।

কন্যা রাশিফল (Tuesday, July 25, 2023)

কোন বন্ধুর কাছ থেকে পাওয়া কোন বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে। কারণ আপনি আপনার জীবন গাছের মত করে তৈরী করেছেন, যে নিজে রোদে দাঁডিয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয়। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারী বজায় রাখুন। দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন।

প্রতিকার :- স্বাস্থ্যকর ব্যবসা এবং পেশাগত জীবনের জন্য বিনামুল্যে জলছত্রের ব্যবস্থা করুন।

তুলা রাশিফল (Tuesday, July 25, 2023)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে। এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। যারা প্রতিযোগীতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- প্রেমিক ও প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য তাদের লোহার পাত্রে জল পান করা উচিত।

বৃশ্চিক রাশিফল (Tuesday, July 25, 2023)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্হ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে। আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

প্রতিকার :- স্বাস্থ্যে ভালো পরিবর্তন আনার জন্য আমিষ খাবার পরিত্যাগ করুন।

ধনু রাশিফল (Tuesday, July 25, 2023)

আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। আজ কোনও পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন। আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুদের সাথে উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করার পক্ষে আদর্শ দিন। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যার্থ করতে পারেন।আপনার সেটা থেকে বাঁচা দরকার। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।

প্রতিকার :- ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখী দেড় মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

মকর রাশিফল (Tuesday, July 25, 2023)

ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনোদিন হবে না। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজ এড়ানো উচিত। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। এই রাশির জাতক আজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু উনার এই পরিকল্পনা পূরণ হবে না। প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুল ভাবে প্রকাশ করতে করতে পারেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য অর্জনের জন্য বাড়ির মাঝখানের অংশ টিকে পরিষ্কার ও পরিছন্ন রাখুন।

কুম্ভ রাশিফল (Tuesday, July 25, 2023)

আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে। আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন। আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়। মনের কথা বলতে ভয় পাবেন না। আজকের দিনে ‘পাগল হওয়ার’ দিন! আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন।

প্রতিকার :- কপালে জাফ্রানের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে।

মীন রাশিফল (Tuesday, July 25, 2023)

আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক প্রমাণিত হবে। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে।

প্রতিকার :- ওম গম গণপত্তায় নমঃ এই মন্ত্রটি রোজ ১১ বার পাঠ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে।

*২০২৪-এ শেষ হতে পারে আইসিএসই পরীক্ষা, জানালেন বোর্ড সচিব*

২০২৪-এ কি শেষ আইসিএসই পরীক্ষা? ২০২৪ সাল থেকেই আইসিএসই, আইএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে ১০ নম্বর চিন্তাশীল প্রশ্ন। আইসিএসই বোর্ডের স্কুলগুলিতে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন। আইসিএসই পরীক্ষার ভবিষ্যত্‍ নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের উপর, কলকাতায় এসে এই কথা জানালেন আইসিএসই বোর্ডের সিইও জেরি অ্যারাথুন।একইসঙ্গে ২০২৪ সাল থেকেই পরীক্ষার অবস্থায় পরিবর্তন আনছে সিআইএসই। আইসিএসই ও আইএসসি উভয় পরীক্ষাতেই প্রতিটি বিষয়ে ১০ নম্বর করে ক্রিটিক্যাল থিংকিং ও এনালাইসিসের উপর প্রশ্ন থাকছে বলে জানান আইসিএসই বোর্ডের সিইও। জেরি অ্যারাথুন বলেন, “২০২৪ সালে দু’টো পরীক্ষাই হবে। তবে ২০২৫ থেকে কী হবে আমরা নিশ্চিত নই। শিক্ষামন্ত্রক যা বলবে তার উপর নির্ভর করবে।” অন্যদিকে, জাতীয় শিক্ষানীতি (এনইপি) চালু করা নিয়ে সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাঁচ দিন ধরে চলবে প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ শিবিরেই আইসিএসই অর্থাত্‍ দশম শ্রেণির পরীক্ষা নিয়ে এই ইঙ্গিত দিয়েছেন জেরি। তবে, এই বিষয় এখনও পর্যন্ত কোন বিজ্ঞপ্তি জারি হয়নি।

আরও ১০দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

রাজ্যে পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা এখনও জারি রয়েছে । সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আরও ১০ দিন রাজ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।তাদের এই সিদ্ধান্তে সম্মতি জানাল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে হাই কোর্টের তরফে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বৃদ্ধি করার বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলা হয়েছিল।পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও ১০ দিন কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে থাকার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।তবে এ ব্যাপারে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বাহিনীর যথাযথ সমন্বয় প্রয়োজন। নইলে বাহিনী রেখে দেওয়ার কোনও অর্থ হয় না। যে সব জায়গায় এখনও অশান্তি রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হোক। আদালত জানিয়েছিল, ভোটের ফল জানার পরে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায়, সেই কারণেই এই নির্দেশ। কিছু দিন আগেই ভোট পরবর্তীত হিংসার জন্য আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে আদালতে আবেদন করেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেই আবেদনের ভিত্তিতেই প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

আমাকে জোর করে আটকে রাখা হচ্ছে: পার্থ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে এক বছর পার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়কে আজ ফের আদালতে বেশ। জোর করে বিনা বিচারে আটকে রাখার অভিযোগ তুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 'বন্দিমুক্তি কমিটি কোথায়?', কোনওরকম বিচার ছাড়া তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে বলেই অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছেন, 'এক বছর বিনা বিচারে বন্দি। এটুকু বুঝেছি, জোর করে আমাকে এখানে আটকে রাখা হয়েছে।'

অন্যদিকে সোমবার পার্থকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হবে। আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পার্থ। গ্রেফতারির এক বছর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৩ জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয় পার্থকে। তার পর তদন্ত যত এগিয়েছে, ততই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে পার্থের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার।