/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *প্রবল গরমে তপ্ত পশ্চিমবঙ্গ! জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*প্রবল গরমে তপ্ত পশ্চিমবঙ্গ! জেনে নিন আজকের আবহাওয়া*

আপাতত তাপপ্রবাহর আর আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থেকে রেহাই নেই পশ্চিমবঙ্গবাসী । আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৭ শতাংশ। সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

*আজকের রাশিফল ৫ই জুন ( সোমবার) *


মেষ: পরিবারের মত নিয়ে সিদ্ধান্ত নিন।  মানসিক চাপ বাড়বে। জমি সংক্রান্ত প্রকল্পগুলি থেকে আজ লাভবান হবেন। বাচ্চাদের পড়াশোনা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকবেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

বৃষ: সোনা রূপায় বিনিয়োগ করতে পারেন। খরচ কমানো দরকার। পরিবারের মানুষদের সাথে সময় কাটান। রোজকার জীবনযাত্রার খরচ কমানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের থেকে প্রশংসা পাবেন।

মিথুন: কর্মক্ষেত্রে সহানুভূতিশীল থাকুন। প্রেমিকা রাগ করতে পারে। অলীক ভাবনায় সময় নষ্ট করবেননা। পরিকল্পনা মাফিক কাজ করুন। কিছু প্রতিকূলতা আসতে পারে। তবে তা নিয়ে চিন্তার কিছু নেই। নিজের লক্ষ্যে স্থির থাকুন।

কর্কট: বিবাহের কথা ভাবতে পারেন। জীবনের প্রতি হতাশ হবেন না। পরিবারের প্রয়োজন অনুযায়ী চলার চেষ্টা করুন। কোথাও সিনেমা দেখতে যেতে পারেন। বাড়ির কেউ অসুস্থ হওয়ার জন্য আপনার বিপুল আর্থিক খরচ হতে পারে।

সিংহ: উচ্চশিক্ষার জন্য বিনিয়োগ করুন ।কোনও বন্ধু উপদেশ চাইতে পারে। বিপদে পাশে থাকা মানুষদের কৃতজ্ঞতা জানান। কারোর উপর নিজের মত চাপিয়ে দিলে তারা বিরক্ত হতে পারেন।

কন্যা: কারিগরি কাজে সফল হতে পারেন।  অফিসে কাজের চাপ বিচলিত করবে। সন্ধ্যায় বাড়িতে অনেক অতিথি আসতে পারে। কোথাও বেড়াতে গিয়ে প্রচুর খরচ হতে পারে। পরিবারের মানুষদের সহায়তায় কর্মক্ষেত্রে সফলতা পাবেন।

তুলা: আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সাথে কোথাও যেতে পারেন। আপনার কাজে সকলে খুশি হবে। স্বাস্থের দিকে নজর দিন। পরিবারের সদস্যদের মতামত নিয়ে কাজ করলে আজ লাভবান হবেন।

বৃশ্চিক: পারিবারিক দায় এড়াবেন না। এতে পরবর্তীকালে অশান্তি বাড়বে। আজ আপনার কাজ সকলের নজর কাড়বে। সহকর্মীদের থেকে প্রশংসা পাবেন। সমস্ত কাজ আজ খুব তাড়াতাড়ি মিটে যাবে। স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

ধনু: বন্ধুর সমস্যায় পাশে দাঁড়ান । প্রেমের দিকে হতাশ হতে পারেন আজ। কাউকে টাকা ধার দেওয়ার থাকলে, আজ তা ফেরত পেতে পারেন। পুরানো বিনিয়োগ গুলি লাভ দেবে। পরিবারের সকলের সহায়তা পাবেন।

মকর: সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখুন। বিনিয়োগের আগে সবদিক বিচার করুন। চাপমুক্ত হতে নিজেকে কোনও কাজে ব্যস্ত রাখুন। বন্ধুদের সাথে ভ্রমণে প্রচুর খরচ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে।

কুম্ভ: নতুন প্রকল্পে বিনিয়োগ করবেন না । স্ত্রীকে সারপ্রাইজ দিন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া ব্যবসায় বা আর্থিক ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেবেন না।

মীন: সন্তানের শরীর চর্চায় বিনিয়োগ করুন। বিয়ের কথাবার্তা এগোতে পারে আজ। বাড়িতে উৎসবের পরিবেশ। বন্ধু এবং আত্মীয়দের সাথে হই হুল্লোড় করে কাটাবেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। নতুন চাকরি পেতে পারেন।

*রেল দুর্ঘটনায় মৃতদের নিয়ে বড় তথ্য প্রকাশ করলেন মমতা*


করমণ্ডল বিপর্যয় নিয়ে আজ রবিবার ফের একবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে তিনি বলেন, ‘এই ঘটনা দুর্ভাগ্যজনক। বিভীষিকাময় রেল দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে প্রতিনিধি দলকে পাঠাই। মৃতদের মধ্যে বাংলার ৬২ জনকে চিহ্নিত করা হয়েছে। ১৮২ জনকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। আহতদের চিকিৎসা চলছে। আহতদের চিকিৎসা করিয়ে সকলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।‘

*সাতসকালে আচমকাই বাবুঘাট বাসস্ট্যান্ডে মানুষের লাইন*


সকাল সকাল বাবুঘাট বাসস্ট্যান্ডে বহু মানুষ লাইন দিয়েছেন। ওড়িশার বালেশ্বরে শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে একসঙ্গে ৩ টি ট্রেন। হামসফর এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস এবং মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। যার ফলে, এখনও হাহাকার ও কান্নার শব্দ বেলেশ্বরের আকাশে ভেসে বেড়াচ্ছে।

এই পরিস্থিতিতে বহু ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। ফলে এবার বাবুঘাট বাসস্ট্যান্ডে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ওড়িশায় যাবেন বেশিভাগ মানুষ। অনেকের কাছেই রয়েছে ট্রেনের টিকিট। তবে ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ায় বাস ধরতে হচ্ছে তাদের।

*তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে! জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। সোমবার পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে রাজ্যে।হাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার দরুন উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়া বইবে বঙ্গজুড়ে। দিনের তাপমাত্রা কমপক্ষে ২ ডিগ্রি বাড়তে পারে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

পাশাপাশি তালিকায় রয়েছে মালদা-দক্ষিণ দিনাজপুরেও। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৪ঠা জুন ( রবিবার) *


মেষ: স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটাবেন। অহেতুক ঋণ করলে ভবিষ্যতে বিপদ বাড়বে। স্ত্রীয়ের সাথে ছোটখাটো ব্যাপারে মনোমালিন্য হতে পারে। কোনও ধর্মীয় স্থানে গেলে সাধু ব্যক্তির উপদেশে আধ্যাত্মিক উন্নতি হবে।

বৃষ:কোথাও ঘুরতে যেতে পারেন। পছন্দের কাজে সময় কাটান। কর্মক্ষেত্রে কারওর সাথে অকারণ বিবাদে জড়াবেন না। সকলের সহযোগিতায় আর্থিক লাভ বাড়বে।

মিথুন:​ আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। আমোদপ্রমোদ ও মজায় কাটবে আজকের দিন। শরীরের যত্ন নিন। ধার নেওয়া টাকা শোধ করতে গিয়ে আপনার আর্থিক অবস্থা নড়বড়ে হতে পারে। আপনার মনের অস্থিরতা কারওর কাছে প্রকাশ করবেন না।

কর্কট: আপনার কাছের কোনও বন্ধু শত্রুতা করছেন বুঝতে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখুন। কোনও পরিচিত ব্যক্তির সাহায্যে আপনার উপার্জন বাড়বে। পরিবারে সাথে সময় দিন।

সিংহ: বিনিয়োগ লাভের ক্ষেত্র হতে পারে। সন্ধ্যায় বন্ধুদের সাথে কোথাও যেতে পারেন। সেখানে সুন্দর সময় কাটাবেন। আপনার খুশি সকলের সাথে ভাগ করে নিন।

কন্যা: অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। আপনার শরীর মন দুই ভালো থাকবে। প্রকল্পের কাজের ভালো অগ্রগতি হবে। সুযোগসন্ধানী মানুষদের এড়িয়ে চলুন। সকলের সাহায্যে কোনও নতুন প্রকল্পের কাজ শুরু হতে পারে।

তুলা:​ কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ভ্রমণের পরিকল্পনা আপনার অসুস্থতার জন্য বাতিল হতে পারে। প্রিয়জনদের সন্দেহ করলে সম্পর্ক খারাপ হতে পারে। যে কোনও ধরনের শারীরিক যন্ত্রণায় ভুগতে পারেন।

বৃশ্চিক: ব্যবসায়ীদের জন্য আনন্দের দিন। আজ আপনার উপার্জন বাড়বে। বাড়ির কিছু কাজ নিয়ে চিন্তা থাকবে। আজ আপনার আত্মবিশ্বাস বেশি থাকবে। আজ নতুন বন্ধু পেতে পারেন।

ধনু: মানসিক আঘাতে ভেঙে পড়বেন না। পরনিন্দা করে সময় নষ্ট করবেন না। মনে কারওর প্রতি বিদ্বেষ রাখলে সমস্যা বাড়বে। বাইরের কাজ আজ শরীরে ক্লান্তি আনবে। তাই বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করুন। অবসর সময়ে সাহিত্য চর্চা করতে পারেন।

মকর: রোগ নিয়ন্ত্রণে আসবে। কোনও বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। সেই উপলক্ষে সকলকে আমন্ত্রণ করতে হবে। দক্ষতা বাড়াতে কোনও বিষয়ে ট্রেনিং করতে পারেন। বিদেশে ব্যবসা করা ব্যক্তিরা প্রচুর লাভ করবেন

কুম্ভ : শিক্ষার্থীরা পড়ায় মনোযোগ দিন। প্রেমের জন্য আজ ভালো দিন। আজ ভালবাসা আপনার মন অধিকার করবে। মন ভালো না থাকলে বাচ্চাদের সাথে সময় কাটান। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে যে কোনও বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিন।

মীন :উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে। কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির সকলের পরামর্শ নিন। সমস্ত প্রেমিক প্রেমিকাদের বিয়ের ব্যপারে কথা হবে। সন্ধ্যায় বাড়িতে কোনও অতিথি আসতে পারে। 

*উদ্ধারকাজে সহযোগিতার আশ্বাস দিলেন মমতা*


রেল ও ওড়িশা সরকারের সঙ্গে উদ্ধারকাজে সহযোগিতা করা হবে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শুক্রবার ৪০ টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে, শনিবার আরও ৭০ টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে।

মমতার স্পষ্ট মত, “কিছু একটা তো হয়েছে। ভাল করে তদন্ত করতে হবে। আমি তো শুনছি মৃতের সংখ্যা ৫০০ হতে পারে।এখনও তিনটি কামরায় তল্লাশি বাকি।"

মমতা এদিন আরও বললেন, “আমরাও বাস দিয়েছি। কোনও পরিবারের কোনও সমস্যা থাকলে, স্বজনদের কোনও সমস্যা হলে আমাদের টিম রয়েছে। তাঁরা সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। তাঁরা ওড়িয়া ভাষাও জানেন। তাঁরা আহতদের পরিবারের সঙ্গে কথা বলতেও প্রস্তুত রয়েছেন।”

*করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারালো রাজ্যের ১ যুবক*


শুক্রবার করমন্ডল এক্সপ্রেসের মালদহের আটজন বাসিন্দা ছিলেন বলে প্রশাসনিক সূত্রে খবর। এদের মধ্যে পাঁচজন মালদহের চাঁচলের, দুইজন বৈষ্ণবনগরের এবং একজন বামনগোলা থানা এলাকার।

দুর্ঘটনায় এখনও পর্যন্ত মালদহের একজনের মৃত্য হয়েছে। আহত হয়েছে চারজন। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের মা বলেছেন, "গতকাল বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে। সে চেন্নাই যাচ্ছিল। আমার ছেলের বয়স ২৬ বছর। তার দুটি সন্তানও আছে।' উল্লেখ্য, হতাহতদের পরিবারের সব ধরনের সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া।

*করমণ্ডল এক্সপ্রেস: হাওড়ায় আসছে আহত যাত্রীদের নিয়ে স্পেশাল ট্রেন*


ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস। যাত্রীদের উদ্ধার করতে ইতিমধ্যেই হাওড়া থেকে রওনা দিয়েছিল একটি স্পেশ্যাল ট্রেন। ইতিমধ্যেই সেটি হাওড়া স্টেশনে ঢুকতে চলেছে। জানা গেছে, ওই ট্রেনটি বাগনান স্টেশনের কাছে রয়েছে।

সূত্রের খবর, আগামী আধ ঘণ্টার মধ্যে ট্রেনটি হাও়ড়া স্টেশনে ঢুকবে। ইতিমধ্যেই যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই জন্য হাওড়া স্টেশনে দেখা যাচ্ছে তৎপরতা। রেলের তরফে তৈরি রাখা হয়েছে প্রচুর অ্যাম্বুলেন্স, বাস। উপস্থিত রয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী অরূর বিশ্বাস। রাজ্যের তরফেও রাখা হয়েছে খাবার, জল, ওষুধের ব্যবস্থা।

*করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা! বালাসোর যাচ্ছেন প্রধানমন্ত্রী*


বালাসোরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। এরপর তিনি সেখান থেকে কটকে যাবেন বলে জানা গিয়েছে। কটকের হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গতকাল দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছিলেন মোদী। উল্লেখ্য, বালাসোরের দুর্ঘটনার পর গতকালই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সকালেই এই দুর্ঘটনার প্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। এদিকে রেলমন্ত্রীও সকল সকাল বালাসোরে পৌঁছে গিয়েছিলেন। সেখানের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

উল্লেখ্য, আজ সকালে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। অপরদিকে বালাসোরে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে বালাসোরের উদ্দেশে উড়ে যান মমতা।