/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *উদ্ধারকাজে সহযোগিতার আশ্বাস দিলেন মমতা* West Bengal Bangla
*উদ্ধারকাজে সহযোগিতার আশ্বাস দিলেন মমতা*


রেল ও ওড়িশা সরকারের সঙ্গে উদ্ধারকাজে সহযোগিতা করা হবে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শুক্রবার ৪০ টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে, শনিবার আরও ৭০ টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে।

মমতার স্পষ্ট মত, “কিছু একটা তো হয়েছে। ভাল করে তদন্ত করতে হবে। আমি তো শুনছি মৃতের সংখ্যা ৫০০ হতে পারে।এখনও তিনটি কামরায় তল্লাশি বাকি।"

মমতা এদিন আরও বললেন, “আমরাও বাস দিয়েছি। কোনও পরিবারের কোনও সমস্যা থাকলে, স্বজনদের কোনও সমস্যা হলে আমাদের টিম রয়েছে। তাঁরা সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। তাঁরা ওড়িয়া ভাষাও জানেন। তাঁরা আহতদের পরিবারের সঙ্গে কথা বলতেও প্রস্তুত রয়েছেন।”

*করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারালো রাজ্যের ১ যুবক*


শুক্রবার করমন্ডল এক্সপ্রেসের মালদহের আটজন বাসিন্দা ছিলেন বলে প্রশাসনিক সূত্রে খবর। এদের মধ্যে পাঁচজন মালদহের চাঁচলের, দুইজন বৈষ্ণবনগরের এবং একজন বামনগোলা থানা এলাকার।

দুর্ঘটনায় এখনও পর্যন্ত মালদহের একজনের মৃত্য হয়েছে। আহত হয়েছে চারজন। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের মা বলেছেন, "গতকাল বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে। সে চেন্নাই যাচ্ছিল। আমার ছেলের বয়স ২৬ বছর। তার দুটি সন্তানও আছে।' উল্লেখ্য, হতাহতদের পরিবারের সব ধরনের সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া।

*করমণ্ডল এক্সপ্রেস: হাওড়ায় আসছে আহত যাত্রীদের নিয়ে স্পেশাল ট্রেন*


ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস। যাত্রীদের উদ্ধার করতে ইতিমধ্যেই হাওড়া থেকে রওনা দিয়েছিল একটি স্পেশ্যাল ট্রেন। ইতিমধ্যেই সেটি হাওড়া স্টেশনে ঢুকতে চলেছে। জানা গেছে, ওই ট্রেনটি বাগনান স্টেশনের কাছে রয়েছে।

সূত্রের খবর, আগামী আধ ঘণ্টার মধ্যে ট্রেনটি হাও়ড়া স্টেশনে ঢুকবে। ইতিমধ্যেই যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই জন্য হাওড়া স্টেশনে দেখা যাচ্ছে তৎপরতা। রেলের তরফে তৈরি রাখা হয়েছে প্রচুর অ্যাম্বুলেন্স, বাস। উপস্থিত রয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী অরূর বিশ্বাস। রাজ্যের তরফেও রাখা হয়েছে খাবার, জল, ওষুধের ব্যবস্থা।

*করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা! বালাসোর যাচ্ছেন প্রধানমন্ত্রী*


বালাসোরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। এরপর তিনি সেখান থেকে কটকে যাবেন বলে জানা গিয়েছে। কটকের হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গতকাল দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছিলেন মোদী। উল্লেখ্য, বালাসোরের দুর্ঘটনার পর গতকালই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সকালেই এই দুর্ঘটনার প্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। এদিকে রেলমন্ত্রীও সকল সকাল বালাসোরে পৌঁছে গিয়েছিলেন। সেখানের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

উল্লেখ্য, আজ সকালে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। অপরদিকে বালাসোরে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে বালাসোরের উদ্দেশে উড়ে যান মমতা।

*করণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট্রেন*


দুর্ঘটনার জেরে আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া, শালিমার থেকে ছাড়বে না বহু ট্রেন। হাওড়াগামী বহু ট্রেনও বাতিল হয়েছে। এদিকে বহু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই আবহে এই সব ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। দেখে নিন সেই তালিকা।

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে কয়েকটি হল - ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, ২২৮৯০ পুরী-দিঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস ।

১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক, ১২৬৬৬ কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস, ০৮০৬৪ ভদ্রক-খড়্গপুর, ১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর এক্সপ্রেস, ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস, ১২৮৬৪ হাওড়া-SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস।

এদিকে ০৮০৩১ বালাসোর-ভদ্রক, ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর, ০৮৪১৫ জলেশ্বর-পুরী, ১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, ০৮৪১৬ পুরী-জলেশ্বর, ০৮৪৩৯ পুরী-পাটনা স্পেশাল, ০৮০৩২ ভদ্রক-বালাসোর স্পেশাল ট্রেন, ১২৮১৫ পুরী-আনন্দবিহার টার্মিনাল নন্দন কানন এক্সপ্রেস, ১২৫৫১ SMVT বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস, ১২২৫৩ SMVT বেঙ্গালুরু-ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস, ১২৮৯২ পুরী-বাঙ্গিরিপোষি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল।

*হেলিকপ্টারে করে ওড়িশার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী*


ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থলে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে ওড়িশা রওনা দিলেন তিনি। শুক্রবার রাতে টুইট করে দুঃখপ্রকাশ করেছিলেন মমতা। সেই সঙ্গে কলকাতা থেকে ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠান তিনি। শুক্রবার গভীর রাতেই তাঁরা পৌঁছে যান বালেশ্বরে। মুখ্যমন্ত্রী নিজে ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন।

শুক্রবার রাতে মমতা টুইটে লিখেছিলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের। অনেকে গুরুতর জখম হয়েছেন। আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোলরুমও চালু করা হয়েছে।’’

*মৃত্যু মিছিল ! ৩০০ ছুঁই ছুঁই মৃতের সংখ্যা*


ওড়িশায় তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ২৩৩ জন । বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনায় পড়ে। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫ টি বগি।

বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের দুটি বগিও লাইন থেকে ছিটকে যায়। বালাসোর কালেক্টরকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য স্তর থেকে কোনও অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হলে এসআরসিকে অবহিত করা হয়েছে, বিশেষ ত্রাণ কমিশনার অফিস জানিয়েছে। ওডিশা সরকার বলেছে, "আমরা ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছি এবং রোগীদের সোরো সিএইচসিতে স্থানান্তর করা শুরু হয়েছে।

আমরা আশা করছি কিছুকে উচ্চতর সুবিধায় রেফার করা হবে।" এখানে বালাসোরে কন্ট্রোল রুমের জরুরি নম্বর- 06782262286। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর, জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

নম্বরটি হল- ০৩৩-২১৪৩৫২৬ এবং ০৩৩-২২৫৩৫১৮৫। টুইট করে মমতা লিখেছেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে করমন্ডল এক্সপ্রেস। ওডিশা সরকারের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাংলা। ইতিমধ্যেই রাজ্য থেকে ৫-৬ জনের দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

*হু হু করে বাড়বে তাপমাত্রা! জেনে নিন আজকের আবহাওয়া*


শনিবার একলাফে তাপমাত্রা অনেকটাই বাড়বে কলকাতার তাপমাত্রা। আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। আর অন্যদিকে দাপিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। ফের সূর্যের তাপে পুড়বে মহানগর। তাই আপাতত হাঁসফাঁস গরমে নাজেহাল হতে হবে কলকাতাবাসীদের। আজ কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  উল্লেখ্য, এই প্রচন্ড গরমের কথা মাথায় রেখে রাজ্যের স্কুলগুলিতেও গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করেছে মমতা সরকার। ছুটির সময়সীমা বাড়িয়ে করা হচ্ছে ১৫ জুন পর্যন্ত।  

*আজকের রাশিফল ৩রা জুন ( শনিবার)*


মেষ: কোনও মূল্যবান জিনিস চুরি যেতে পারে। তাই সব দিকে সাবধানী নজর রাখা দরকার। পরিবারের সদস্যদের আচরণে আপনি বিরক্ত হতে পারেন। কিন্তু যথাসম্ভব শান্তি বজায় রেখে সমস্যার সমাধানের চেষ্টা করুন।

বৃষ: ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে হতে পারে। এর ফলে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে নতুন কাজ পেতে সাহায্য করবে। কোনও নতুন কাজ শেখার চেষ্টা করতে পারেন। এটি থেকে পরে উপার্জন হতে পারে।

মিথুন: আপনার ব্যবসা ভালো চলবে। নতুন কাজের অর্ডার পেতে পারেন। কোনও পুরনো সমস্যা মিটে যাবে। এর ফলে আপনি বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। পরিবারের সকলকে গুরুত্ব দিন।

কর্কট: বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। এই ব্যাপারে গুরুজনদের সাথে আলোচনা করা দরকার। কারওকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফল করবে।

সিংহ: আপনাকে কোনও পুরানো দিনের ভুলের জন্য অস্বস্তিতে পড়তে হতে পারে। পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্য ধার চাইতে পারে। সবদিক বিবেচনা করে তবেই টাকা দিন। পরে টাকা ফেরত নাও পেতে পারেন।

কন্যা: সন্তানদের সাথে সময় কাটান। এতে মন হালকা হবে। সন্তানদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। উপার্জনের নতুন উপায়ের সন্ধান পাবেন।

তুলা: আপনার ব্যক্তিগত জীবনে এমন অনেক পরিস্থিতি দেখা দেবে, যখন আপনি অনুভব করবেন যে আপনার বন্ধুরা অসহযোগী। তবে বাড়ির বড়দের এবং বিশেষ করে আপনার বাবা-মায়ের সমর্থন পাবেন।

বৃশ্চিক: নিজেকে এনার্জেটিক রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনার কাছে অর্থ থাকবে, তবে কোনও জিনিস কেনার কারণে এটি আপনার পক্ষে যথেষ্ট হবে না।

ধনু: আপনি কম পরিশ্রম করেও শুভ ফল পেতে সক্ষম হবেন। অনেক শিক্ষার্থীরই কাঙ্ক্ষিত কলেজ বা কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা। এতে মনোবল যেমন বাড়বে আত্মবিশ্বাস আর সাহস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মকর: আপনার নিয়মিত ফল খাওয়া উচিত। এর পাশাপাশি, সকালে পার্কে হাঁটাও এই সময় আপনার স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন। বিনিয়োগের সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করুন।

কুম্ভ: জীবনের প্রতিটি সমস্যা অনেকাংশে কাটিয়ে উঠবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে সময়টি খুব ভালো যাবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মীন: ছোট বিনিয়োগে অর্থ ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটিই আপনাকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং এর ফলে ভবিষ্যত সুরক্ষিত করতে সক্ষম হবেন। ভাগ্যের সমর্থন পাবেন। 

*করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনাস্থলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়!*

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ওড়িশার বালেশ্বরে  করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন  পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি দলের সদস্য মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া ও সাংসদ দোলা সেন।  দুর্ঘটনাস্থলে পৌছিয়ে তৃণমূল সাংসদ বলেন,' এই দুর্ঘটনা দেখে আমরা সত্যিই হতবাক। আমাদের মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) আগামীকাল এখানে আসতে পারেন। তিনি আমাদের বিভিন্ন কর্মকর্তাদের পাঠিয়েছেন।খড়গপুর থেকে ডাক্তার এবং ট্রমা অ্যাম্বুলেন্সও আনা হয়েছে। '

ইতিমধ্যেই  দুর্ঘটনাস্থলে পৌছিয়ে উদ্ধারকারীদের সঙ্গে কথা বলছে রাজ্য সরকারের প্রতিনিধি দল। তবে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।