/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *নবান্নের বৈঠক নিয়ে খোঁচা দিল সুকান্ত মজুমদার* West Bengal Bangla
*নবান্নের বৈঠক নিয়ে খোঁচা দিল সুকান্ত মজুমদার*

মঙ্গলবার শহরে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । নবান্নের অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বঙ্গ বিজেপি শিবির। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, এমন ঐক্য আমরা আগেও দেখেছি। এমন ঐক্য থাকে না। কারণ, প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চান। তাই কে কাকে প্রধানমন্ত্রী বানাবেন, কে কাকে চেয়ার ছেড়ে দেবেন, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে।’

*নজরে ২০২৪! কলকাতায় সাক্ষাৎ মমতা-কেজরিওয়ালের*

অপেক্ষার অবসান, অবশেষে কলকাতায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । জানা গিয়েছে, আজ সোমবার দুপুর ৩টে ১৪ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্রের খবর, হোটেলে না গিয়ে সরাসরি তিনি নবান্নের দিকে যেতে পারেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন কেজরিওয়াল বলে খবর। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু।

.*সুখবর! জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন*

আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী। তার আগে জামাইদের জন্য সুখবর এলো। বৃহস্পতিবার অর্ধদিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। দুপুর ২টোর পর জরুরি পরিষেবা ছাড়া বন্ধ করা হবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করলো নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠান ও সরকারি দফতর এই ছুটির আওতায়। তবে জরুরি পরিষেবামূলক দফতরগুলি স্বাভাবিকভাবেই আওতার বাইরে।

*বিজেপির মিছিলে পুলিশের বাধা: ধুন্ধুমার পরিস্থিতি*

নিয়োগ দুৰ্নীতির প্রতিবাদ সহ ৭ দফা দাবিতে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিজেপির শিক্ষক সংগঠন মিছিল শুরু করেছে। বিকাশ ভবন পর্যন্ত মিছিল যাওয়ার কথা রয়েছে। তবে বিজেপির শিক্ষক সংগঠনকে আটকাতে পুলিশের তরফে করুণাময়ী মোড়ে বাধা সৃষ্টি করা হয় পূর্বেই। মিছিল যাতে বিকাশ ভবন পর্যন্ত না পৌঁছতে পারে সেই দিকে কড়া নজর দিচ্ছে পুলিশ।

এবার বাধাপ্রাপ্ত হওয়ায় বিজেপির শিক্ষক সংগঠনের তরফে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে। পুলিশের বাধা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি সমর্থকরা। যার ফলে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

*তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে! বিস্ফোরক দাবি করলেন সৌগত রায়*

রাজ্যে একের পর এক বিস্ফোরণ। রীতিমতো বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। এগরা, বজবজ, দুবরাজপুরের পর এবার ইংরেজবাজার। এবার বাজি থেকে ঘটা বিস্ফোরণ নিয়ে নতুন তত্ত্ব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলা যায় এক নয়া ফর্মুলা বাতলে দিলেন সৌগত। দাবি করলেন, 'তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে'।

তাঁর বক্তব্য, 'এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইট বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে। রাজ্যে ৩৮০০০ গ্রাম, কোথায় বোমা লুকিয়ে আছে পুলিশ জানবে কী করে?' তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তৈরী হয়েছে উত্তেজনা।

*ইংরেজবাজারে বাজির দোকানে বিস্ফোরণে আরও বাড়ল মৃতের সংখ্যা*

মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ মালদার ইংরেজবাজারের নেতাজি বাজারে একটি বাজির দোকানে আগুন লেগে যায়। যার ফলে পরপর বিস্ফোরণ হতে থাকে। আগুন আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়েছে। ঘটনার ইতিমধ্যেই ৫ ঘণ্টা পার হয়েছে।

ঘটনাস্থলে মোতায়েন রয়েছে একাধিক দমকল বাহিনী। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। ঘটনায় ইতিপূর্বেই একজনের মৃত্যুর খবর জানা যাচ্ছিল। তবে জানা যাচ্ছে, এই ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফলে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর জানা যাচ্ছে।

*মা কালীই ভরসা চাকরি প্রার্থীদের*

৮০০ দিন কেটেছে, চাকরির দাবিতে পথে রয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। তবে এখনও মেলেনি চাকরি। এবার তাই মা কালীর কাছে চাকরির জন্য প্রার্থনা করলেন চাকরি প্রার্থীরা। কালীঘাটে পুজো দিয়েছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেকোনো সমস্যায় পড়লে কালীঘাটে পুজো দেন। তাই তারাও কালীঘাটে পুজো দিয়েছেন চাকরির জন্য। তারা আশা করছেন, এরপরে দ্রুত চাকরি পাবেন তারা।

* ফের ঝড়-বৃষ্টির চোখ রাঙানি!কেমন যাবে আজকের আবহাওয়া?*


আজ থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । বাড়বে ভ্যাপসা গরম। তবে মঙ্গলবার থেকে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনাও রয়েছে।

দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

*আজকের রাশিফল ২৩ শে মে ( মঙ্গলবার) *


 মেষ: উচ্চ স্তর থেকে আজ সামাজিক ক্ষেত্রে চাপ আস্তে পারে। কর্মক্ষেত্রে মনোমালিন্য হতে পারে আজ। রয়েছে মূল্যবান সম্পদ লাভের সুযোগ।

বৃষ: আজ অর্থ লাভের সুযোগ রয়েছে। কর্মক্ষত্রে আপনার জন্য আজকের দিনটি সফল। কোনa বিষয়ে বাড়তি অভিজ্ঞতা লাভের সুযোগ পেতে পারেন

মিথুন: জীবনের কোনও পরিবর্তন আজ আপনার জন্য সুখকর হতে পারে। মূল্যবান বস্তু লাভের সুযোগ আছে আজ। অপরের সেবায় শান্তি লাভ হবে।

কর্কট: পাওনা আদায়ের সময়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। সাংসারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে আজকে। উচ্চশিক্ষায় ভাল ফল আশা করা যায়।

সিংহ: নতুন করে শত্রুতা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ দিনটি আপনার জন্য মোটামুটি শুভ। ঘুরতে যাওয়ার সুযোগ রয়েছে আজ।

কন্যা: কর্মক্ষেত্রে আজ উন্নতি আসবে আপনার। গুরুজনদের পরামর্শ মেনে চললে আজ ব্যবসায় অগ্রগতির মুখ দেখতে পারেন। অর্থ লাভের সুযোগ রয়েছে আজ।

তুলা: কর্মক্ষত্রে সাফল্যের হাতছানি। আজকের দিনে রয়েছে মূল্যবান সম্পদ লাভের সুযোগ। মানসিক দুর্বলতা আসতে পারে,ঝামেলা এড়িয়ে চলাই শ্রেয়।

বৃশ্চিক: সন্তানের জন্য আজ দিনটি শুভ। আজ অভিভাবকের কথা শুনে চললে সমস্যা সমাধান হতে পারে নিশ্চিত ভাবে। অপরের পরামর্শ এড়িয়ে চলুন।

ধনু: কর্মক্ষত্রে জটিলতা থেকে আজ সুরাহা পেতে পারেন। আপনার জন্য আজ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে । মন দিয়ে কাজ করুন।

মকর: কোনও প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সাফল্যের সম্ভবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ দিনটি সুখকর হবে। ভ্রমণের সুযোগ আসতে পারে।

কুম্ভ: সামাজিক স্তরে কোনও দায়িত্ব গ্রহণ করতে হতে পারে আজ। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে। আজ উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে।

 মীন: বহুদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে আপনার। লেখাপড়ার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শারীরিক দুর্বলতা বাড়তে পারে।

*চলতি সপ্তাহে হতে চলেছে অভিষেকের শুনানি*


নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই হতে চলেছে তার আবেদনের সুপ্রিম শুনানি। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী মনু সিঙভি।

অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না করার আবেদন জানানো হয়েছে। আবেদনে অভিযোগ করা হয়েছে, ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেও রোজই নাকি সমন পাঠানো হচ্ছে অভিষেককে। আগামী শুক্রবার হতে চলেছে সুপ্রিম শুনানি।