*চাপ বাড়ল অনুব্রতর*
আজ সোমবার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়েছিল। আদালত অনুব্রতর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৪ মে পর্যন্ত বাড়িয়েছে। যদিও অনুব্রত মণ্ডলের দিল্লি থেকে আসানসোল সংশোধনাগারে স্থানান্তরের আবেদনের উপর যুক্তিতর্ক চলছে।
গত বুধবার ২৬ এপ্রিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। অনুব্রত মণ্ডলকে প্রথমে সিবিআই এবং পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে। এর আগে ইডি সুকন্যা মণ্ডলকে তাঁর সঙ্গে যুক্ত বেহিসাবী সম্পদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত মামলায় তলব করেছিল। সুকন্যা মণ্ডল পেশায় রাজ্য সরকার পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। গত বছরের আগস্টে তার বাবা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার আট মাস পরে ইডি তাকে গ্রেফতার করেছে।
এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে বেশ কয়েকবার তলব করেছিল, কিন্তু তিনি হাজির দেননি। গত ১৫ মার্চ সুকন্যাকে প্রথমে নয়াদিল্লিতে ডাকা হয়েছিল, কিন্তু প্রতিবারই তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অনুব্রত মণ্ডলকে গত বছরের আগস্ট মাসে একই দুর্নীতির মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। এরপর ইডি ২০২২ সালের ১৭ নভেম্বর গরু চোরাচালান মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে।
ইডি গবাদি পশু চোরাচালান মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে অনুব্রত মণ্ডলের সিএ মণীশ কোঠারিকেও গ্রেফতার করেছিল। গরু চোরাচালান মামলায় এনামুল হক ও অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগাল হুসেনও জেলে রয়েছেন।
May 02 2023, 07:08