/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz অর্জুন সিংকে গ্রেপ্তার করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বনধ-হরতাল করা হবে হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীর West Bengal Bangla
অর্জুন সিংকে গ্রেপ্তার করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বনধ-হরতাল করা হবে হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীর

প্রবীর রায় : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে গ্রেপ্তার করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বনধ, হরতাল করা হবে। বৃহস্পতিবার রাতে জগদ্দলের মজদুর ভবনে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, গুলি-বোমাবাজির ঘটনায় যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে,তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাঁর দাবি, রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিং সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন। তাই তৃণমূল এবং পুলিশের যৌথ চক্রান্তের ফসল এই ঘটনা। তাঁর কথায়, অর্জুন সিংয়ের ওপর বারবার হামলা করা হচ্ছে। এর পেছনে রাষ্ট্র বিরোধী শক্তি কাজ করছে। এর শেষ কোথায়, প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। আর ভাইপো যেদিন জেলে যাবে। সেদিন সবকিছু শেষ হয়ে যাবে। এদিন শুভেন্দু ছাড়াও হাজির ছিলেন বর্ষীয়ান বরানগরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা তাপস রায়, বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, ভাটপাড়ার বিধায়ক পবন সিং প্রমুখ।

*কলকাতায় সূচনা হল "৯ তম নেতাজী সুভাষ স্টেট গেমসের"আসরের*

খেলা 

 Khabar kolkata sports Desk: বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সূচনা হল "৯ তম নেতাজী সুভাষ স্টেট গেমসের"আসরের। মূলত মালদাতেই এবারের রাজ্য প্রতিযোগিতার বেশিরভাগ খেলা গুলি হবে আগামী ৭ এপ্রিল থেকে ১০ই এপ্রিল পর্যন্ত।৭টি বিভাগের খেলা কলকাতার বিভিন্ন জায়গায় হবে। আজ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি চন্দন রায় চৌধুরী, চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্প্রতি জাতীয় স্তরের খেলায় রাজ্যের হয়ে পদক জয়ী খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে।

 ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

*জগদ্দলে গুলি-বোমা কান্ডে পুলিশের তলব অর্জুন সিং-কে, পাল্টা অভিযোগ দায়ের বিজেপি নেতার*

প্রবীর রায় : ব্যারাকপুরের জগদ্দল ফের অশান্ত। বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে একাধিক গুলি চলল। এমনকি বোমাও মারা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটা বোমাও উদ্ধার করেছে। সেই ঘটনায় বৃহস্পতিবার ভোরে নোটিশ পাঠিয়ে সকাল ১০টায় বিজেপি নেতা অর্জুন সিংকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যদিও পুলিশের ডাকে অর্জুন সিং সাড়া দিচ্ছেন না। তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। ওইদিন রাতেই পাল্টা অভিযোগ দায়ের করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং, সাদ্দাম হোসেন, প্রেম-সহ একাধিকজনের নামে তিনি অভিযোগ দায়ের করেছেন। নমিত সিংয়ের নেতৃত্বে এলাকা এলাকা অশান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন অর্জুন সিং। যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ, "অর্জুন সিং গুলি চালিয়েছে। তাতে সাদ্দাম নামে তৃণমূলের এক যুবক জখম হয়েছে।"

*চট্টগ্রামে চন্দ্রনাথ মন্দিরে আজও হাজার হাজার ভক্তের সমাগম ঘটে*

ডেস্ক : চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম এর সীতাকুণ্ড বাজার থেকে ৪কি.মি. পূর্বে অবস্থিত একটি পাহাড় যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং এর জন্যে অন্যতম জনপ্রিয় একটা রুট।চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম এর সীতাকুণ্ড বাজার থেকে ৪কি.মি. পূর্বে অবস্থিত একটি পাহাড় যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং এর জন্যে অন্যতম জনপ্রিয় একটা রুট। চন্দ্রনাথ পাহাড় এর উচ্চতা আনুমানিক ১০২০ ফুট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্যে ২টা রাস্তা আছে। ডানদিকের দিকের রাস্তা প্রায় পুরোটাই সিঁ‌ড়ি আর বামদিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ী পথ, কিছু ভাঙ্গা সিঁ‌ড়ি আছে। বাম দিকের পথ দিয়ে উঠা সহজ আর ডানদিকের সিঁ‌ড়ির পথ দিয়ে নামা সহজ, তবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারবেন। প্রায় ১ ঘণ্টা – ১.৫ ঘণ্টা ট্রেকের পর দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির এর। প্রতিবছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিবর্তুদশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে (ইংরেজী ফেব্রুয়ারী-মার্চ মাস) বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন।

এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী-পুরুষ যোগদান করেন। বিরূপাক্ষ মন্দির থেকে ১৫০ ফুট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই ১৫০ ফুট রাস্তার প্রায় ১০০ ফুটই আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে যেখানে নিজেকে সামলে রাখা অনেকটাই কষ্টকর। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্য দিকে পাহাড়ের নির্জনতা। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু-নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে। প্রশান্তিতে জুড়িয়ে যাবে চোখ।

*'২০০ বছরের প্রাচীন গাছকে ঐতিহ্যের ‘হট স্পট’ হিসাবে সংরক্ষণ করা দরকার’*

ডেস্ক : পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র পরিষদ বহু আগের থেকেই গাছকে জীব বৈচিত্রের অন্যতম উপাদান বলে আসছেন। সম্প্রতি যশোর রোড সম্প্রসারণ করতে গিয়ে ১০০/২০০ বছরের প্রাচীন গাছ কেটে ফেলার প্রস্তাব নিয়ে আন্দোলন শুরু হয়েছে। সেই নিয়েই পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র পরিষদ এক আলোচনা সভায় প্রাচীন গাছ সংরক্ষণের উপর জোর দেয়। পরিষদের প্রধান বলেন,দক্ষিণ কলকাতার কয়েকটি অঞ্চলের ঘন সবুজ অংশগুলিকে জীববৈচিত্রের ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করে তাদের সংরক্ষণ করা যায় কি না, এ প্রশ্নের উত্তরে তিনি যা বললেন তার মর্মার্থ, মহানগরেই হোক কি গ্রামে-মফস্‌সলে, এ রাজ্যের যেখানেই দু’শো বছর বা তারও বেশি প্রাচীন বৃক্ষেরা ডালপালা মেলে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে সংরক্ষণ করা দরকার ‘ঐতিহ্য’ হিসাবে।

তিনি বলেন, রাজ্যের মোট ৩৪২টি ব্লকের প্রতিটিতে এ ভাবে যদি একটি করেও মহাবৃক্ষকে চিহ্নিত ও সংরক্ষণ করা যায়, পশ্চিমবঙ্গ হয়ে উঠবে তিনশোরও বেশি প্রাচীন বৃক্ষ-ঐতিহ্যের আশ্রয়ভূমি এক রাজ্য। বৃক্ষ এমনিতেই মূল্যবান, এই প্রাচীন মহাবৃক্ষেরা আরও মূল্যবান— কারণ তাদের ঘিরে গড়ে ওঠে জীববৈচিত্রের এক-একটি বিরাট বিপুল পরিসর, পাখি প্রজাপতি পিঁপড়ে কীট পতঙ্গ কেঁচো কাঠবেড়ালি-সহ অগণিত প্রাণ নিয়ে। তাঁর বক্তব্যে স্পষ্ট উঠে আসে,জলবায়ু পরিবর্তনের ফাঁস যতই চেপে বসছে পৃথিবীর উপরে, উন্নত বিশ্বের শহরগুলিতে নগর-পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা ততই জোর দিচ্ছেন শহরের প্রাচীন গাছেদের উপস্থিতি ও অস্তিত্ব নিশ্চিত করার কাজে, তাদের সংরক্ষণ ও প্রযত্নের উপরে— কারণ শহর শুধুই মানুষের বাসস্থান নয়, হতে পারে না কখনও। উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্রময় সহাবস্থান ছাড়া মানুষের ‘নাগরিক’ জীবন অসম্পূর্ণ এবং ক্ষতিকর। তিনি স্পষ্ট করে বলেন, সভ্যতার বিকাশের মূল শর্ত হোক,গাছ রেখে সভ্যতার বিকাশ গাছ রেখে নগরায়ন ও শিল্পায়ন।

বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পরিদর্শনে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা: বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পরিদর্শনে এসেছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন,আর দু মাসের মধ্যেই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন তৈরি হয়ে যাবে। তারপরই কলকাতা প্রিমিয়াম লীগের খেলা গুলো এখানেই হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন তার সাথে মাঠ দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ , ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।

*লন্ডনের ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের সঙ্গে মউ স্বাক্ষর,রাজ্যে গড়ে উঠবে স্পোর্টস স্কুল*

Khabar kolkata News Desk: রাজ্যের মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে আরও এক পালক যুক্ত হল বাংলার মুকুটে। লন্ডনের ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের সঙ্গে মউ স্বাক্ষরের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গড়ে উঠবে স্পোর্টস স্কুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ব্রিটেনে এক আলোচনাসভায় ঘোষণা করেন যে, ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব টেকনো ইন্ডিয়ার সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে, যার মাধ্যমে বাংলায় একটি স্পোর্টস স্কুল প্রতিষ্ঠিত হবে।

মুখ্যমন্ত্রী বলেন ,‘বাংলার মানুষ ফুটবল খুব ভালোবাসে, ক্রিকেটও ভালোবাসে। ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব সত্যম এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এবং আমাদের রাজ্যে একটি স্পোর্টস স্কুল শুরু করতে চলেছে—এটা আমাদের গর্বের বিষয়। এটি একটি ভালো পদক্ষেপ হবে।’মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলোর ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলার ফুটবল ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। বাংলার ক্রীড়াক্ষেত্র এখন ভালো করছে এবং এই সহযোগিতা রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে।

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Wednesday, March 26, 2025)

স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- যদি সম্ভব হয় সাদা রঙের জামাকাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবেন তাতে আপনার প্রেম জীবন সুন্দর হবে।

বৃষভ রাশিফল (Wednesday, March 26, 2025)

বাচ্চারা আপনার সন্ধ্যেটা উজ্জ্বল করবে। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন। ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমনে যান, আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবনের জন্য বহমান জলে চার টুকরো লেড বা সীসা নিক্ষেপ করুন।

মিথুন রাশিফল (Wednesday, March 26, 2025)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থের কারণে পীড়িত হতে পারেন।

প্রতিকার :- কুকুরকে খাওয়ালে পরে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।

কর্কট রাশিফল (Wednesday, March 26, 2025)

আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্খায় অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে- আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সবকিছুই করুন। যে কোনও জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। স্ত্রী স্নেহশীল হবেন। আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে। আপনার পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই করুন, তাহলেই আপনি লাভবান হবেন। চন্দ্রমার পরিস্থিতি দেখে, বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তার পরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- সুগন্ধি দ্রব্যের ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক বলে গণ্য হবে।

সিংহ রাশিফল (Wednesday, March 26, 2025)

আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনও শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না। আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে।

প্রতিকার :- নিজেরদের মধ্যে প্রেম বৃদ্ধির জন্য দুজনে একসাথে বসে ভবন বিষ্ণুর মৎস্যভাতার কথা পাঠ করুন।

কন্যা রাশিফল (Wednesday, March 26, 2025)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন। তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি অত্যন্ত ভালো। এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে। আজ, আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছনোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে।

প্রতিকার :- প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে এবং তাদের সন্মান দেখালে তা আপনার জন্য লাভদায়ক হবে এবং আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।

তুলা রাশিফল (Wednesday, March 26, 2025)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সঙ্কটের সময় আপনাকে পরিচালিত করবে। যারা এই অভ্যাস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন। এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন। ছাত্র-ছাত্রীয়দের কে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না, আপনি যখনি ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- খাবার সময় সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করলে তা কর্ম জীবনের জন্য খুবই লাভ দায়াক হবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, March 26, 2025)

আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরী সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন, যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে। খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এতো ব্যাস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন। লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে।

প্রতিকার :- কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন, তাহেল আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে।

ধনু রাশিফল (Wednesday, March 26, 2025)

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্খিত অনুযায়ী লাভ আনবে না- আর্থিক বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এমন মানুষদের থেকে দূরে থাকুন যাঁরা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন। আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর। কর্মক্ষেত্রে জিনিষগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারা দিন ভাল থাকবে। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন।

প্রতিকার :- লাল চুড়ি এবং লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক অবস্থা পরিবর্তিত হবে।

মকর রাশিফল (Wednesday, March 26, 2025)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। এমন পোষাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয়। এটা আপনার ভালবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমং তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন, বা এরকম কিছু। কিন্তু, দিনের শেষে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।

প্রতিকার :- বহমান জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে তা আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে।

কুম্ভ রাশিফল (Wednesday, March 26, 2025)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে। আজ, আপনার প্রেমিক আপনার কোনও একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে। চাকর-সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আজ, আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- কোনো টিনের পাত্রে গঙ্গার জল বা অন্য কোনো পবিত্র জল সঞ্চয় করলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

মীন রাশিফল (Wednesday, March 26, 2025)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন। আজ আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে।আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে। আজ, আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি।

প্রতিকার :- একুয়ারিয়াম এ একটি কালো ও ১০ টি সোনালী মাছ রাখলে আপনাদের প্রেমের জীবন সুদৃঢ় হবে।

(Courtesy-AstroSage)

*জগন্নাথভূমি ওড়িশা যেন হয়ে উঠেছে এল ডোরাডো*

ডেস্ক : এল ডোরাডো বিশ্ব বিখ্যাত তার স্বর্ণখনির জন্য। GSI গবেষণা এখনো বলছে ওড়িশার মাটির নিচে আছে প্রচুর সঞ্চিত সোনা।

তাই বলা হচ্ছে, এবার জগন্নাথভূমি ওড়িশা যেন হয়ে উঠেছে এল ডোরাডো! রাজ্যের বিভিন্ন জেলায় মিলল সোনার খনির হদিশ। যা নিয়ে রীতিমত হইচই শুরু হয়েছে। সব মিলিয়ে এই স্বর্ণ ভাণ্ডারে সমৃদ্ধ জেলাগুলোর সংখ্যা ১৮টি হবে। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভের গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। জানা গিয়েছে, ওড়িশার ভূতাত্ত্বিক বিভাগের সাহায্যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) একটি মানচিত্র তৈরি করে। যার সাহায্যে খনিজ সম্পদে সমৃদ্ধ স্থানগুলোর উপর নানা গবেষণা চালানো হচ্ছে। সেই গবেষণাতেই মিলেছে মাটির নিচে থাকা সোনার হদিশ।

অদূর ভবিষ্যতে যদি এই সোনা উত্তোলন করা সম্ভব ব্য, তাহলে ভারতীয় অর্থনীতির দ্রুত বিকাশ ঘটবে। উল্লেখযোগ্যভাবে, কেওনঝার জেলার আরাডাঙ্গি, ডিমিরমুদা, তেলকোই, গোপুরা, গজাইপুর, সালেইকানা, সিংপুর এবং কুশকলায় সর্বাধিক পরিসরে এহেন খনি খুঁজে পাওয়া গিয়েছে। এছাড়াও, ময়ূরভঞ্জ জেলার সুলাইপাত, সুরুদা, জশিপুর এবং সুরিয়াগুদা এলাকায় বিপুল পরিমাণে সোনার হদিশ মিলছে। এছাড়া খনিজ সমৃদ্ধ কেওনঝার জেলায় হাই গ্রেডের প্ল্যাটিনামেরও সন্ধান পেয়েছেন গবেষকরা।

ব্যারাকপুরে বাড়ির নিচে উদ্ধার প্রাক্তন সেনা কর্মীর রক্তাক্ত মৃতদেহ

প্রবীর রায়: ব্যারাকপুর পূর্ব তালবাগান এলাকায় বাড়ি থেকে উদ্ধার এক প্রাক্তন সেনাকর্মীর রক্তাক্ত মৃতদেহ।মঙ্গলবার সকালে বাড়ির নিচে কমল সরকারের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান তার মা। তিনি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশে বাড়ির লোক বেরিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস। এছাড়াও উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস।এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনাবশত ছাদ থেকে প্রাক্তন সেনা কর্মীর পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ।