ফের হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির
![]()
এসবি নিউজ ব্যুরো : ফের হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার উত্তর বনবিভাগের অন্তরে বড়জোড়া রেঞ্জের শ্যামপুর গ্রামে। শনিবার পুকুরে যাওয়ার সময় জঙ্গল থেকে খাবার খুঁজে বেরিয়ে আসা বুনো হাতির মুখোমুখি পড়ে যান ওই ব্যাক্তি। নাগালে পেয়ে ওই ব্যাক্তিকে পা দিয়ে থেঁতলে মারে ওই উন্মত্ত হাতিটি। বনদপ্তর সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম কালিপদ বাউরী(৫৯)।
ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ক্ষোভে ফুটছেন এলাকার মানুষজন।অভিযোগ গত প্রায় এক বছর ধরে একটি বুনো হাতির দল ওই এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই দলের সংখ্যাগরিষ্ঠ হাতি ফেরত যায় পশ্চিম মেদিনীপুর।
বনদপ্তর সূত্রে খবর তারপরেও বেশ কয়েকটি দলছুট হাতি এই এলাকায় রয়ে গিয়েছে। শ্যামপুর,ডাকাইসিনি, পাবয়া জঙ্গলে ঘোরাফেরা করছিল হাতিগুলি।এদিন একটি বুনো হাতি শ্যামপুরের জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়ে। সেই সময় ওই পৌঢ় হাতিটির মুখোমুখি পড়ে যান।পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ।ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে।


*উত্তর ২৪ পরগনা:* নৈহাটি বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের পাল্লাদহ শিমূলতলা বিল পাড় এলাকায় শাসকদলের বিধায়ক ও প্রধানের নামে পড়ল পোস্টার। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই পোস্টার ঘিরে যথেষ্ট অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে স্থানীয়রা দেখেন রাস্তার ধারে লাইট পোস্টে ও বড় বড় গাছে লাগানো রয়েছে পোস্টার। সৌজন্যে কাঁপা চাকলা নাগরিকবৃন্দ।
*এসবি নিউজ ব্যুরো:* আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্যবলম এবং জেলা স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস। এদিন জেলা শাসকের উপস্থিতিতে মহিলা পুলিশ হাসপাতালের নার্স এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা প্রদীপ প্রজনন করে অনুষ্ঠানে শুভ ঘোষণা করেন।
এসবি নিউজ ব্যুরো: আগামীকাল শিবরাত্রি।তাই দেশ সহ রাজ্যজুড়ে সেজে উঠেছে শিব মন্দিরগুলি।তার মধ্যে উল্লেখযোগ্য বাবা বর্ধমানেশ্বর শিবলিঙ্গ মন্দির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,১৯৭২ এ বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় একটি পুকুর খোঁড়ার কাজ চলছিল। শ্রমিকেরা যখন শাবল-গাঁইতি দিয়ে মাটি কাটছিলেন সেই সময় তাঁরা একটা শব্দ শুনতে পান ৷ সেই শব্দ ছিল কোনও পাথরের উপরে আঘাত করলে যেমন হয় সেইরকম ৷ এরপর তাঁরা সচেতনভাবে মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলে উঠে আসে বিশালাকার একটি শিবলিঙ্গ । যার উচ্চতা প্রায় ৬ ফুটের বেশি, ওজন ১৩ টনের বেশি।ব্যাস প্রায় ৬ ফুট ও গৌরী পট্টের পরিধি প্রায় ১৮ ফুট । এরপর ক্রেনের সাহায্যে সেই শিবলিঙ্গ তোলা হয়।শাবল,গাঁইতির আঘাতে শিবলিঙ্গের গায়ে যদিও অনেক ক্ষত হয়। সেদিন ছিল ১১ অগস্ট।বাংলায় তারিখ ছিল ২৫ শে শ্রাবণ।ইতিহাসবিদেরা বলছেন, এটা দ্বাদশ শতকের নিদর্শন।এমনকী ইতিহাস প্রসিদ্ধ কণিষ্কও এই শিবলিঙ্গের পুজো করতেন বলে কথিত আছে। দুধ ও গঙ্গাজল দিয়ে নিত্য পুজো করা হলেও শিবরাত্রির সময় ও শ্রাবণ মাসে আবির্ভাব তিথিতে এখানে মেলা বসে। শ্রাবণ মাসে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জল ঢালতে আসেন। অনেকে আবার কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল ভরে হাঁটা পথে।বর্ধমানেশ্বরে আসেন জল ঢালতে ।
*এসবি নিউজ ব্যুরো:* হুগলির গোঘাটের এক মহিলা ফুটবলার সঙ্গীতা রায়।গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা ছোট থেকে তার নিজের জীবনকে ফুটবলের সাথে জড়িয়ে গিয়েছে সে।এখন শুধু গ্রামের মাঠেই নয় ভিনরাজ্যে ফুটবলে খেলে বাজিমাৎ করছে হুগলির সঙ্গীতা। সে বাংলা থেকে মহিলা ফুটবল লীগে সুযোগ পেয়েছে। ত্রিপুরায় ফুটবল লীগে সেরা গোলদাতা হিসাবে সোনার পদক পেয়েছে। এই ফুটবল ঘিরে ছোট থেকে সঙ্গীতার একাধিক সেরা শিরোপার নজির রয়েছে। যেমন নিজে খেলে তেমনই অন্যদের আগামী দিনে যাতে হাজারো সঙ্গীতা ফুটবলার গড়ে ওঠে নিজেই ছোটদের কোচিং দিচ্ছে। তার বাড়ি আরামবাগ মহকুমার গোঘাটের মাধবপুর গ্রামে। সঙ্গীতা দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক সাধারণ মেয়ে। তার বাড়িতে মা বাবা ছাড়াও পরিবারে রয়েছে পাঁচ বোনে সঙ্গীতা হল ছোট্ট । সে ছোট্টবেলা থেকেই ফুটবল খেলার পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী বর্তমানে গোঘাটের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় পাঠরত সামনে বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে।প্রত্যন্ত গ্রাম থেকে তার এই সাফল্যে বেজায় খুশি মহকুমার সাধারণ মানুষজন।সংগীতা ছোট্টবেলা থেকে ফুটবল খেলার জন্য কোচিং নিয়েছিল। সে প্রতিদিনই আরামবাগের বিশালক্ষী মাতা মহিলা কোচিং ক্যাম্পে প্র্যাকটিস চালিয়ে যেত। আর ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ফুটবল ক্লাবে খেলার সুযোগ করে দিত এই কোচিং ক্যাম্প। এর আগে বিভিন্ন জায়গায় সঙ্গীতা ফুটবলে বাজিমাত করে এসেছে। মহিলা কোচিং ক্যাম্প থেকে গুজরাটে এবং ছত্রিশগড়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল সে।
*এসবি নিউজ ব্যুরো* : পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়ে গেল শ্রী চৈতন্যদেবের ৫৩৮ তম আবির্ভাব তিথি বা গুরু পূর্ণিমা উৎসব। মায়াপুর ইসকনের গুরু মহারাজ সমন্বয়ে বিশেষ পূজা পাঠ ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশ-বিদেশের অসংখ্য ভক্ত। আগামী ১২ মার্চ বিশ্বের সমস্ত দেশের ভক্ত সমন্বয় শুরু হবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা।
*এসবি নিউজ ব্যুরো:* পদ্ম শিবির ছেড়ে তৃণমূল যোগ দিল ৩০টি পরিবার।বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামমনী গ্রামে প্রায় ৩০টির বেশি পরিবার পদ্ম শিবির ছেড়ে নাম লেখালো ঘাসফুলে।এদিন ধলডাঙ্গা মোড়ে ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডে যে জনগর্জন সভা রয়েছে। তারই প্রচার মঞ্চে তৃণমূলের ব্লক সভাপতি হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল।
Mar 09 2024, 10:11
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.6k