দুই বিধায়ককে শোকজের দাবিতে সরব দলের কর্মীরাই
![]()
উত্তর ২৪ পরগনা: দলের দুই বিধায়ককে শোকজের দাবিতে এবার সরব হলেন দলের কর্মীরাই। টানা দু'মাস ধরে দলের সাংসদকে লাগাতার নিশানা করে চলেছেন তৃণমূলেরই দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। মঙ্গলবার জগদ্দলের শ্যামনগর লিচুতলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক ডেকে দুই নিধায়কের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন দলীয় কর্মীরাই।
তাদের দাবি, দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও এখনও পর্যন্ত দুই বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রসঙ্গত, দল বিরোধী কাজের জন্য মুখপাত্র কুনাল ঘোষকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। তাতেই মনে জোর পেয়েছেন দলের পুরানো সৈনিকরা। জনসমক্ষে মুখ খোলায় এবার ওই দুই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি দলের কর্মীদের।










Mar 05 2024, 17:47
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
7.4k