ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামে
![]()
এসবি নিউজ ব্যুরো: আবারও ভয়াবহ দুর্ঘটনার বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামে।দ্রুত গতিতে যাওয়া একটি ৪ চাকা গাড়ী এক প্রতিবন্ধী ব্যক্তির উপর দিয়ে চালিয়ে ,টানতে টানতে নিয়ে গেল প্রায় ১কিলোমিটার এর কাছাকাছি। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো রাজগ্রামের মানুষ। এর আগে এত বড় ভয়ানক দুর্ঘটনা দেখেননি এলাকার মানুষ, এমনটাই তারা দাবি করেন। তবে এলাকার মানুষ দ্রুততার সাথে খবর দেয় জয়পুর থানায়।
জয়পুর থানার পুলিশ এসে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুর হসপিটালে নিয়ে যায়।সেখানেও দীর্ঘক্ষণ এমার্জেন্সি গেটের সামনে পড়ে রইলো দুর্ঘটনাগ্রস্থ আহত ব্যক্তি। দীর্ঘক্ষণ ইঞ্জিনভ্যান এর পড়ে আহত ব্যক্তি যন্ত্রণায় কাতরালেও এমার্জেন্সির ভিতরে নিয়ে যাওয়ার জন্য কেউই এগিয়ে এল না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল এলাকার মানুষ।দীর্ঘক্ষণ পর জয়পুর থানার পুলিশ ও হসপিটালে কর্মীরা এসে এমার্জেন্সির ভিতরে নিয়ে যায় ততক্ষণে তার অবস্থা অবনতি হয়ে যায়।চিকিৎসকেরা দ্রুত স্থানান্তরিত করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। সূত্রের মারফত জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত আহত প্রতিবন্ধী ব্যক্তির নাম বাসুদেব সাঁতরা।
বাড়ি জয়পুর ব্লকের রাজগ্রাম সুপুরে। বয়স আনুমানিক ৫০ বছর বলে জানতে পারা যায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন জয়পুর দিক থেকে ছুটে আসা একটি ৪ চাকা গাড়িটি কোতুলপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ওই ব্যক্তি রাস্তার মাঝে বসে মুড়ি খাচ্ছিলেন। হঠাৎই একটি দ্রুত গতিতে যাওয়া ৪ চাকা গাড়ি গায়ের উপর দিয়ে চালিয়ে দেয় । আর ওই চার চাকার তলায় পড়ে টানতে টানতে প্রায় ১ কিলোমিটারে কাছাকাছি নিয়ে যায় বাসুদেব সাতরা কে। জয়পুর থানা পুলিশ ঘাতক চারচাকা গাড়িটিকে আটক করে জয়পুর থানায় নিয়ে আসে ।
কিভাবে ঘটল ঘটনা তাড়িই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর।










Mar 05 2024, 14:39
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
5.5k