*সেভ ড্রাইভ, সেভ লাইফের প্রচার*
![]()
উত্তর ২৪ পরগনা : ব্যস্ততম রাস্তা ব্যারাকপুর চিড়িয়া মোড়ের আশেপাশে রয়েছে প্রচুর স্কুল, অফিস, আদালত ।সকাল বেলা থেকে মানুষ কর্মস্থলের উদ্দেশ্যে যাতায়াত করে। সামান্য অসচেতন হলেই ঘটে যায় দুর্ঘটনা ঘটে ।
তাই ব্যারাকপুর সাব ট্রাফিক পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ, সেভ লাইফ এর কথা মাথায় রেখে মানুষ যাতে নির্দিষ্ট রাস্তা জেব্রা ক্রসিং ব্যবহার করে, যত্রতত্র দিয়ে যাতায়াত না করে তাদের সচেতন করতে স্কুলের ছাত্রদের নিয়ে সচেতনতা সহায়তার উদ্যোগ নেওয়া হল। এই উদ্যোগ আরো চলবে বলে জানান এ সি পি ট্রাফিক ব্যারাকপুর সৌমনন্দ সরকার।










Mar 05 2024, 12:03
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
6.4k