বিজেপির রাজ্য সভাপতির পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে, অল্পের জন্য প্রাণ রক্ষা বিজেপি রাজ্য সভাপতির
![]()
এসবি নিউজ ব্যুরো: রবিবার বিকেলে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর জাতীয় সড়কের উপর দিয়ে ধুবুলিয়ায় একটি দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পথে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ চেপে দেয়, তার ফলে কনভয়ের মধ্যে থাকা সুকান্ত মজুমদারের গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।পাশাপাশি, তারও কিছুটা আঘাত লাগে।
অন্যদিকে ডাইভারকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ক্ষতিগ্রস্ত গাড়িটি সেখানেই পড়ে থাকে মেরামতির জন্য। দলের জরুরী সভা থাকার কারণে সুকান্ত মজুমদার জখম অবস্থাতেই রওনা দেন ধুবুলিয়ার উদ্দেশ্যে, অন্যদিকে ঘটনাস্থলে এসে পৌঁছান রানাঘাট জেলা পুলিশ সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিক।
যদিও তার আগেই বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব পৌঁছান সেখানে। এবং তাদের তৎপরতাতেই দুর্ঘটনাস্থলে থাকা গাড়ি এবং সুকান্ত মজুমদারকে সভাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই পথ দুর্ঘটনার কারণে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়।




Mar 04 2024, 10:06
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
6.1k