গারুলিয়ায় পিস হেভেন ও ডানবার শ্রমিক লাইনের রাস্তাঘাটের উদ্বোধন করলেন অর্জুন সিং
![]()
উত্তর ২৪ পরগনা: নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রত্নেশ্বর শ্মশান ঘাটে ছয় শয্যা বিশিষ্ট পিস হেভেনের উদ্বোধন করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তাঁর সাংসদ তহবিলের প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ওই পিস হেভেন।
অপরদিকে বহু বছর বন্ধ থাকা গারুলিয়ার ডানবার কটন মিলের শ্রমিকদের কুলি লাইনের যাতায়াতের রাস্তাগুলো বেহাল দশায় পরিণত ছিল। সাংসদ তহবিলের প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যয়ে সেই রাস্তাঘাট নতুন করে দেওয়া হয়েছে। এদিন নতুন রাস্তাঘাটের উদ্বোধনও করেন সাংসদ অর্জুন সিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রমেন দাস, উপ-পুরপ্রধান অশোক সিং, সিআইসি গৌতম বসু-সহ অন্যান্য কাউন্সিলররা।





Mar 03 2024, 18:37
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.9k