বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আজ থেকে শুরু হল মঞ্চ তৈরির কাজ পাশ
![]()
উত্তর ২৪ পরগনা: আগামী ৬ তারিখ উত্তর ২৪ পরগনার বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা।আর তার আগেই আজ থেকে শুরু হলো মঞ্চ তৈরির কাজ। পাশাপাশি,সেখানে সকাল থেকেই দেখা যাচ্ছে যে মেটাল ডিটেক্টর এবং স্লিপার ডগ দিয়ে কিন্তু সমস্ত মাঠ ও তার আশপাশে এলাকা পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সেই ছবি কিন্তু সকাল থেকেই উঠে আসে বারাসাত কাছারি ময়দান এলাকায়।






Mar 03 2024, 18:36
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.9k