/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz গারুলিয়ায় পিস হেভেন ও ডানবার শ্রমিক লাইনের রাস্তাঘাটের উদ্বোধন করলেন অর্জুন সিং West Bengal Bangla
গারুলিয়ায় পিস হেভেন ও ডানবার শ্রমিক লাইনের রাস্তাঘাটের উদ্বোধন করলেন অর্জুন সিং

উত্তর ২৪ পরগনা: নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রত্নেশ্বর শ্মশান ঘাটে ছয় শয্যা বিশিষ্ট পিস হেভেনের উদ্বোধন করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তাঁর সাংসদ তহবিলের প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ওই পিস হেভেন।

অপরদিকে বহু বছর বন্ধ থাকা গারুলিয়ার ডানবার কটন মিলের শ্রমিকদের কুলি লাইনের যাতায়াতের রাস্তাগুলো বেহাল দশায় পরিণত ছিল। সাংসদ তহবিলের প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যয়ে সেই রাস্তাঘাট নতুন করে দেওয়া হয়েছে। এদিন নতুন রাস্তাঘাটের উদ্বোধনও করেন সাংসদ অর্জুন সিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রমেন দাস, উপ-পুরপ্রধান অশোক সিং, সিআইসি গৌতম বসু-সহ অন্যান্য কাউন্সিলররা।

বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আজ থেকে শুরু হল মঞ্চ তৈরির কাজ পাশ

উত্তর ২৪ পরগনা: আগামী ৬ তারিখ উত্তর ২৪ পরগনার বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা।আর তার আগেই আজ থেকে শুরু হলো মঞ্চ তৈরির কাজ। পাশাপাশি,সেখানে সকাল থেকেই দেখা যাচ্ছে যে মেটাল ডিটেক্টর এবং স্লিপার ডগ দিয়ে কিন্তু সমস্ত মাঠ ও তার আশপাশে এলাকা পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সেই ছবি কিন্তু সকাল থেকেই উঠে আসে বারাসাত কাছারি ময়দান এলাকায়।

দিল্লি থেকে রাজ্যে এলো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

এসবি নিউজ ব্যুরো: দিল্লি থেকে রাজ্যে এলো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার একাধিক সদস্য এসে পৌছাল কলকাতায়। এরমধ্যে রয়েছেন কেন্দ্রীয় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা ও সিনিয়ার ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ভ্যাস। রবিবার এবং সোমবার কলকাতায় একাধিক মিটিং রয়েছে তাদের।

এদিন রাতেই শহরে আসার কথা নির্বাচন কমিশনার অরুণ গোয়েল এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সোমবার কলকাতায় রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হবার কথা তাদের। তবে রবিবারই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের সঙ্গে প্রাথমিক আলোচনা হবার কথা কমিশনের অন্যান্য সদস্যদের।

ঘাটালে বিজেপির প্রার্থীর প্রচারে দেওয়াল লিখন শুরু

এসবি নিউজ ব্যুরো: লোকসভার নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ না হলেও, বিজেপির প্রথম প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপির প্রার্থী অভিনেতা তথা খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ।

শনিবার সন্ধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই, লোকসভায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করলেন।ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। এবার ঘাটালে তারকা বনাম তারকা প্রার্থীর লড়াই লোকসভায়। দেবের সাথে হিরণের রাজনৈতিক দ্বৈরথে কে জিতবে সেই দিকেই তাকিয়ে ঘাটালবাসী।

ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালনের ডাক ব্যারাকপুর-২ ব্লকের আশা কর্মীদের

উত্তর ২৪ পরগনা: ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালনের ডাক দিলেন ব্যারাকপুর-২ ব্লকের আশা কর্মীরা। এদিন এই ব্লকের আশা কর্মীরা মিছিল করে এসে খড়দহের বন্দীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে জমায়েত হন। সেখানে তারা দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন।

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানারে আন্দোলনে যোগ দিয়ে আশা কর্মী অনিতা রায় বলেন, "তাদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে। নূন্যতম মাসিক বেতন ২৬ হাজার করতে হবে। অতিরিক্ত কাজের পারিশ্রমিক দিতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত স্মার্টফোন মেলেনি। দাবি-দাওয়া পূরণ না হলে তারা আন্দোলন তারা চালিয়ে যাবেন।"

জগদ্দলের মেঘনায় ৩টি নবনির্মিত গঙ্গা ঘাটের উদ্বোধন করলেন সাংসদ অর্জুন সিং

উত্তর ২৪ পরগনা: রবিবার জগদ্দলের মেঘনা মোড় সংলগ্ন ৩টি নতুন গঙ্গার ঘাট উদ্বোধন করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছিল ঘাটগুলোর। এলাকার লোকজন নিত্যদিন ঘাটগলোতে স্নান করতে আসেন। পূজা-পার্বনে পুণ্যার্থীরা ভিড় জমান গঙ্গার ঘাটগুলোয়। বাসিন্দাদের দাবি মেনে তাঁর সাংসদ তহবিলের অর্থে ৩টি নতুন ঘাট নির্মাণ করা হয়। কয়েকমাস আগে তিনি আরও ৩টি ঘাটের উদ্বোধন করেন।

ঘাট উদ্বোধনে এসে সাংসদ অর্জুন সিং বলেন, "গঙ্গার ঘাটগুলোর পাড় ভেঙে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছিল। তাই নতুন করে ঘাটগুলো তৈরি করে দেওয়া হয়েছে। গার্ডওয়াল করে দেওয়া হয়েছে। এরপর ঘাট সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন বাড়ানো হবে"। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ প্রমুখ।

*কবিতা*

ফিরে চাওয়া

গোপাল মাঝি

বংলা ভাগে লাভ হলোনা

কপালে জুটলো দুর্গতি,

দুই পারেতে দুই বঙ্গ

মাঝে নদী ইছামতী |

ভাষা যদি একই হলো

ভিন্ন নয় সংস্কৃতি,

দু'পারের মানুষ বইছে কেন

পুরানো সব স্মৃতি!

দেশ ভাগে মদত দিল যারা

খেলে রাজনীতির তাস,

ভেবেছে কি এ' যন্ত্রনা

বইবে বার মাস!

দুই পারের স্বজন যারা

হাত বাড়াতে থাকে,

ইছামতী নদী তাদের কেন

পৃথক করে রাখে!

পূর্ব বঙ্গ নয়তো এখন

স্বাধীন বাংলা দেশ,

রাষ্ট্র পরিচালিত হয় এখন

নিয়ে জনাদেশ |

এ'পার বাংলা আছে যেমন

রাজ্য পশ্চিম বঙ্গ,

যুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইহা

যা' ভারতেরই অঙ্গ |

দু'পারের বাঙালী আছে যারা

মনের আশা কতো,

দু'টি বঙ্গ আগের মতো

যদি এক হতো!

ফের বনগাঁর প্রার্থী শান্তনু ঠাকুর,লাড্ডু মিষ্টি বিতরণ আবির খেলা বিজেপি নেতা কর্মীদের

উত্তর ২৪ পরগনা: শান্তনু ঠাকুরকে আবার উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই খুশির হাওয়া বিজেপি নেতা কর্মীদের মধ্যে।শনিবার সন্ধ্যায় বনগাঁ বাটার মোড়ে গেরুয়া আবির মেখে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করল বিজেপি নেতারা।মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানালে বনগাঁর মানুষকে।বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন, 'এবার শান্তনু ঠাকুর ২ লক্ষ ২২ হাজার ভোটে জিতবে। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আবার সান্তনু ঠাকুর কে বনগাঁর সাধারণ মানুষ ভোট দেবে।"

নদিয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার আবার বিজেপির প্রার্থী

এসবি নিউজ ব্যুরো: পাঁচ বছরের কাজের মূল্যায়ন এবং জনসমর্থন দেখে দল আমাকে দ্বিতীয়বারের জন্য টিকিট দিয়েছে। আমার দলের প্রতি আত্মবিশ্বাস এবং কৃতজ্ঞতা আরো বেশি বেড়ে গেল।দ্বিতীয়বারের জন্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া দিলেন নদিয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এদিন নদীয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভার কয়েক ঘন্টা পরেই দিল্লি থেকে বেশ কয়েকটি রাজ্যের একাধিক জায়গায় প্রার্থী ঘোষণা হয়। ঠিক সেইরকম পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে লোকসভার প্রার্থী ঘোষণা করে বিজেপি।

নদীয়ার কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণা না করলেও এদিন রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে দ্বিতীয়বারের জন্য বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকেই প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। এদিন প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন জগন্নাথ সরকার। তিনি বলেন ,"দল মূলত পাঁচ বছরের কাজের পরিসংখ্যান এবং জনগণের সমর্থন দেখেই আমাকে দ্বিতীয় বারের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমি এর আগের পাঁচ বছর ও সাধারণ মানুষের হয়ে কাজ করেছি। আগামী দিনেও আমি সাধারণ মানুষের হয়ে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করব।"

বারাসাতে তৃণমূলের প্রস্তুতি সভা

উত্তর ২৪ পরগনা: ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার বারাসাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল।কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা ও রাজ্যের ন্যায্য পাওনার দাবিতে আগামী ১০ মার্চ তৃনমূল কংগ্রেসের ডাকে ব্রিগেডে সভা।তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বারাসাতের জাগৃতি সংঘের মাঠে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার,খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ স্থানীয় কাউন্সিলররা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।