দিল্লি থেকে রাজ্যে এলো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
![]()
এসবি নিউজ ব্যুরো: দিল্লি থেকে রাজ্যে এলো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার একাধিক সদস্য এসে পৌছাল কলকাতায়। এরমধ্যে রয়েছেন কেন্দ্রীয় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা ও সিনিয়ার ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ভ্যাস। রবিবার এবং সোমবার কলকাতায় একাধিক মিটিং রয়েছে তাদের।
এদিন রাতেই শহরে আসার কথা নির্বাচন কমিশনার অরুণ গোয়েল এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সোমবার কলকাতায় রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হবার কথা তাদের। তবে রবিবারই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের সঙ্গে প্রাথমিক আলোচনা হবার কথা কমিশনের অন্যান্য সদস্যদের।





Mar 03 2024, 16:10
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.2k